প্রিয় বন্ধুগণ আপনি কি গ্রামীণফোন সিম ব্যবহার করেন, যদি গ্রামীণফোন সিম ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ইন্টারনেট প্যাকেজ ক্রয় করার প্রয়োজন হয়। গ্রামীণফোন সিম কোম্পানি প্রতিনিয়ত নতুন নতুন কম দামের ইন্টারনেট অফার প্রদান করে থাকে।
এর মধ্যে অন্যতম অফার হলো ১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন। এই অফারটি বর্তমানে খুবই জনপ্রিয়। কারণ ইন্টারনেটের দাম উর্দ্ধগতির কারণে ১০ জিবি মাত্র ১০০ টাকায় অফারটি খুবই সাশ্রয়ী। আর এই অফারটির মেয়াদ ৩০ দিন থাকে।
এই অফার কিভাবে নেওয়া যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি ২০০ টাকায় ২০ জিবি গ্রামীণফোন অফারটি কিভাবে নিবেন সম্পর্কে জানাবো।
১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন
১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন অফারটি বর্তমানে কিছু গ্রাহকদের জন্য সচল রয়েছে। সকল ব্যবহারকারী এই অফারটি আর নিতে পারবেন না। কারণ বর্তমানে ইন্টারনেটের দাম উর্ধ্বগতির কারণে প্যাকেজ সমূহে পরিবর্তন করা হয়েছে।
তবে এই অফারটি কিছু কিছু গ্রাহক নিতে পারবে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে গ্রামীন সিমে ইন্টারনেট ব্যবহার ক রেননি। তারা এই অফারটি পেতে পারেন। যেমনঃ আমি নিজেই গ্রামীন সিমে দীর্ঘদিন ধরে ইন্টারনেট ব্যবহার করি না।
যার কারণে তারা আমাকে ১০০ টাকা ১০ জিবি ইন্টারনেট অফারটি গতকাল মেসেজের মাধ্যমে দিয়েছে। নিম্নে মেসেজটি দেখানো হলোঃ

তাহলে দেখতে পাচ্ছেন গ্রামীণফোন সিম কোম্পানি নির্দিষ্ট গ্রাহকদের এই অফারটি প্রদান করেছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে গ্রামীনফোনে ইন্টারনেট ব্যবহার করে না, তাদের ক্ষেত্রে এই অফারটি দেওয়া হচ্ছে।
তবে এই অফারটি আপনি সরাসরি কোড ডায়াল করে নিতে পারবেন না। গ্রামীণফোনের ১০ জিবি ইন্টারনেট অফারটি নিতে হলে আপনাকে মেসেজে থাকা লিংকে ক্লিক করে মাই জিপি অ্যাপ থেকে সরাসরি কিনতে হবে। এভাবেই আপনি এই অফারটি সর্বোচ্চ এক বার নিতে পারবেন। অফারটির মূল্য ১০০ টাকা এবং ৩০ দিন মেয়াদ।
তবে আমরা বিভিন্ন জায়গায় রিচার্জ করে ১০ জিবি ১০০ টাকায় অফারটি নেওয়ার আগের কোড পেয়েছি। কোডটি ছিল *121*5339#। আগে এই কোডটি ব্যবহার করে 10 জিবি ইন্টারনেট অফারটি নেওয়া যেত তবে বর্তমানে আর নেওয়া যায় না।
গ্রামীণফোন কোম্পানি এই অফারটি বিকল্প হিসেবে সকল গ্রাহকে ৮ জিবি ১০০ টাকায় ৩০ দিন মেয়াদ এর অফারটি দিচ্ছে। ১০০ টাকায় ৮ জিবি গ্রামীণফোন অফারটি সকল গ্রামীণফোন সিম ব্যবহারকারী গ্রাহক নিতে পারবে।
১০০ টাকায় ৮ জিবি গ্রামীণফোন
১০০ টাকায় ৮ জিবি ইন্টারনেট ৩০ দিন মেয়াদের গ্রামীণফোন ইন্টারনেট অফারটি নিতে চাইলে সরাসরি মাই জিপি অ্যাপে প্রবেশ করে নিতে পারেন। সেখানে আপনি মাই অফার্স নামক অপশন পাবেন। সেখান থেকে আপনার নিজের সিমের অফার গুলো দেখে ক্রয় করতে পারবেন।
এছাড়াও চাইলে নির্দিষ্ট গ্রামীণফোনের কোড ডায়াল করেও এই অফার নেওয়া যাবে। ১০০ টাকায় ৮ জিবি গ্রামীণফোন ইন্টারনেট অফারটি নিতে ডায়াল করুন *১২১*৫০৭১#। অফারটি নিতে হলে অবশ্যই আপনার গ্রামীন সিমে ১০০ টাকা ব্যালেন্স থাকতে হবে।
১২৫ টাকায় ১০ জিবি গ্রামীণফোন
১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন ইন্টারনেট অফারটির বিকল্প হিসেবে আপনারা চাইলে ১২৫ টাকায় ১০ জিবি গ্রামীণ ফোন ইন্টারনেট অফারটি নিতে পারেন। এখানে সামান্য ২৫ টাকা বেশিতে অফারটি তারা দিচ্ছে। এই অফারটি নিতে যে কোন গ্রামীন সিম হতে ডায়াল করুন *১২১*৫৬২২# ।
এই ইন্টারনেট প্যাকেজ মেয়াদ থাকবে ৩০ দিন। ৩০ দিন আপনি ব্যবহার করতে পারবেন এই গ্রামীণফোনের ইন্টারনেট প্যাকেজটি। সর্বক্ষণ ইন্টারনেট সেবা পাবেন। তাই দ্রুত এই অফারটি নিয়ে নিন।
২০০ টাকায় ২০ জিবি গ্রামীণফোন
গ্রামীণফোন সিমের অন্যতম সাশ্রয়ী একটি ইন্টারনেট প্যাকেজ হলো ২০০ টাকায় ২০ জিবি ইন্টারনেট অফার। অফারটির মেয়াদ ৩০ দিন হওয়াতে সকল গ্রাহক এই অফারটি নিতে আগ্রহী। যার কারণে এই অফারটির ডিমান্ড প্রচুর।
কিন্তু এই অফারটি এখন আর সকলে গ্রামীণফোন সিম ব্যবহারকারী নিতে পারবেন না। বিশেষ কিছু কাস্টমার ও গ্রামীণফোন সিম ব্যবহারকারী এই অফারটি উপভোগ করতে পারবে। যারা সাধারণত কম ইন্টারনেট ব্যবহার করে এবং গ্রামীন সিমে ইন্টারনেট বেশি একটা ব্যবহার করে না।
তারা মাঝেমধ্যে মেসেজের মাধ্যমে এই অফারটি পেয়ে যেতে পারেন। ২০০ টাকায় ২০ জিবি গ্রামীণফোন অফারটি নিতে ডায়াল করুন *১২১*৫২৫৪#।
২১ টাকায় ২ জিবি
গ্রামীন সিমে ২১ টাকায় ২ জিবি ইন্টারনেট অফারটি এখন আর সচল নেই, তবে পূর্বে এই অফারটি সকল গ্রাহকদের দেওয়া হতো। রিসেন্ট সময়ে ইন্টারনেটের দাম বৃদ্ধি জনিত কারণে এই অফারটি বন্ধ করা হয়েছে।
তবে আপনি চাইলে গ্রামীন সিমের অন্যান্য অফার নিতে পারেন যেগুলোর দাম সাধারণত একটু বেশি হয়ে থাকে। তাই সর্বশেষ বলব 21 টাকায় ২ জিবি ইন্টারনেটটি এখন আর কোন গ্রামীন সিম ব্যবহারকারী উপভোগ করতে পারবেন না।
১৮ টাকায় ২ জিবি জিপি 2025
বর্তমানে গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটে বা MyGP অ্যাপে ১৮ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাকেজের কোনো অফার পাওয়া যাচ্ছে না। তবে, অতীতে কিছু নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট গ্রাহকদের জন্য এই ধরনের অফার দেওয়া হয়েছে।
অনেক আগে এই অফারটি খুবই ব্যবহার হতো, কারণ এটি কম দামে সবচেয়ে বেস্ট ইন্টারনেট অফার। এই ইন্টারনেট অফারটির মূল্য ছিল ১৮ টাকা এবং মেয়াদ ৭ দিন।
২০২১ সাল এর শেষের দিকে এই অফারটি চালু করা হয়েছিল। তবে বর্তমানে এই অফারটি বন্ধ রয়েছে। এখন আর কেউ এই অফারটি নিতে পারবে না এবং ব্যবহার করতে পারবে না।
শেষ কথা
গ্রামীণফোন সিমের কিছু গুরুত্বপূর্ণ ইন্টারনেট অফার গুলো নিয়ে আলোচনা করেছি। সর্বশেষ গ্রামীণফোনের ইন্টারনেট অফার গুলো জানার জন্য অবশ্যই মাই জিপি অ্যাপ অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন।
আর আপনি কি ধরনের অফার পাবেন তা জানতে হলে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করতে পারেন। আমারও নিয়মিত গ্রামীন সিমসহ অন্যান্য সিমের আপডেট অফার গুলো সম্পর্কে তথ্য দিয়ে থাকি। পাশাপাশি আপনি যদি গ্রামীণ সিমে ইন্টারনেট ক্রয় করতে চান সে ক্ষেত্রে *১২১# ডায়াল করে ইন্টারনেট ইচ্ছামতো ক্রয় করতে পারেন।