এয়ারটেল এমবি চেক ও এয়ারটেল সিমের সকল কোড ২০২৫

এয়ারটেল সিম ব্যবহার করেন, সেক্ষেত্রে এয়ারটেল সিমে নিশ্চয়ই ইন্টারনেট ব্যবহার করে থাকেন। তবে ইন্টারনেট ব্যবহার করলেই হবে না, ইন্টারনেট ব্যালেন্স কত রয়েছে তা জানার জন্য অবশ্যই এয়ারটেল এমবি চেক করতে হবে।

পাশাপাশি যারা এয়ারটেল সিম নতুন ব্যবহার করছেন তারা কিছু কোড জেনে রাখতে পারেন যেগুলোর মাধ্যমে এয়ারটেলের সকল সার্ভিস গুলো শর্টকাটে নিতে পারবেন। চলুন আর্টিকেলটিতে বিস্তারিত জানা যাক। 

বর্তমান সময়ে আমরা কম বেশি সকলেই এয়ারটেল সিম ব্যবহার করে থাকি। মোবাইল ফোন ব্যবহার করে যোগাযোগ করার জন্য মোবাইল ফোনে সিমের প্রয়োজন হয়। মোবাইল ফোনে সিম ব্যবহার করেই আমরা এক অপর সাথে কথা বলে থাকি। বর্তমানে বাংলাদেশে অনেক মোবাইল অপারেটর রয়েছে, এদের মধ্যে এয়ারটেল সিম অন্যতম।

এই এয়ারটেল সিম বর্তমানে জনপ্রিয়তা লাভ করেছে। কারণ এয়ারটেল সিমে বিভিন্ন ধরনের অফার ও সুযোগ সুবিধা পাওয়া যায়। যার কারণে অনেকেই বর্তমানে এয়ারটেল সিম ব্যবহার করছে। বিশেষ করে অনেকেই আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি।

তবে এয়ারটেল সিমে অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স দেখার জন্য নির্দিষ্ট কোড ডায়াল করতে হয়। কোন কোড ডায়াল করে আপনি এয়ারটেল এমবি চেক করতে পারেন তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। 

এয়ারটেল এমবি চেক নাম্বার

আমরা অনেকেই এয়ারটেল সিমে এমবি কিনে ব্যবহার করে থাকি। মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করার জন্য অনেকেই এখন এয়ারটেল সিমে এমবি কিনে থাকে।

তবে ইন্টারনেট ব্যবহার করে আপনার এয়ারটেল সিমে কত এমবি অবশিষ্ট রয়েছে সেটি দেখার জন্য আপনি দুটি উপায় অবলম্বন করতে পারেন।

আপনারা মাই এয়ারটেল অ্যাপ্লিকেশন ব্যবহার করে airtel এমবি চেক করতে পারেন, তাছাড়াও এয়ারটেল এমবি ইউএসডি কোড ব্যবহার করেও এমবি চেক করা যায়।

আরো পড়ুনঃ  ২০২৫ সালে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকা দেখে নিন

আরো পড়ুনঃ জিপি মিনিট অফার দেখার কোড

আরো পড়ুনঃ বাংলালিংক মিনিট অফার দেখার কোড

আপনি ডায়াল প্যাডে *৩# ইউএসডি কোড ব্যবহার করে airtel এমবি ব্যালেন্স চেক করতে পারবেন।তাহলে বলা যায় এয়ারটেল এমবি চেক নাম্বার হলো *৩#। আপনারা মাই airtel application login করে airtel এমবি চেক করতে পারবেন। সেখানে ইন্টারনেট নামে একটি অপশন পাবেন, যেখানে আপনার সিমের এমবি ব্যালেন্স দেখাবে।

এয়ারটেল এমবি চেক কোড

আপনি যদি এয়ারটেল সিমে এমবি কিনে ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি এয়ারটেল এমবি চেক কোড *৩# ডায়াল করে এমবি ব্যালেন্স দেখতে পারবেন।

এমবি চেক করার জন্য সরাসরি মোবাইল ফোনের ডায়াল প্যাডে যান এবং উক্ত কোডটি ডায়াল করুন। কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে আপনি মেসেজের মাধ্যমে এয়ারটেল সিমের এমবি ব্যালেন্স দেখতে পারবেন। 

এয়ারটেল মিনিট চেক কোড

অনেকে আছে যারা মিনিট ব্যবহার করে কথা বলে থাকে, তাদের ক্ষেত্রে মিনিটের ব্যালেন্স চেক করার জন্য এয়ারটেল মিনিট চেক কোড ব্যবহার করে দেখতে হয়।

তাই আমরা এখন এয়ারটেল মিনিট চেক কোড কত সেটি তুলে ধরার চেষ্টা করব। আপনার মোবাইল ফোনে *৭৭৮*৫# ইউএসডি কোড ডায়াল করে এয়ারটেল মিনিট চেক করতে পারবেন। তাহলে বলা যায় এয়ারটেল মিনিট চেক কোড ২০২৫ হলোঃ *৭৭৮*৫#। 

এভাবে আপনি ইউএসডি কোড ডায়াল করে আপনার অবশিষ্ট মিনিট চেক করতে পারবেন। আপনার কত মিনিট অবশিষ্ট রয়েছে সেটি চেক করার জন্য উপরোক্ত কোড ডায়াল করতে পারেন।

এয়ারটেল মিনিট ব্যালেন্স চেক কোড

আমরা অনেকেই এয়ারটেল সিমে মিনিট কিনে একে অপরের সাথে কথা বলে থাকি।তবে অনেক সময় আমাদের মিনিট ব্যালেন্স কত রয়েছে তা চেক করার প্রয়োজন পড়ে। মিনিট ব্যবহার করে কথা বলতে গিয়ে মিনিট শেষ হয়েছে কিনা তা জানার জন্য মিনিট ব্যালেন্স চেক করতে হয়।

তবে মিনিট ব্যালেন্স চেক করার জন্য এয়ারটেল ইউএসডি কোড রয়েছে। আপনারা এয়ারটেল *৭৭৮*০# ইউএসডি কোড ডায়াল করে মিনিট ব্যালেন্স চেক করতে পারবেন।

আরো পড়ুনঃ  ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

তাছাড়া মাই এয়ারটেল অ্যাপ্লিকেশন ইনস্টল করার মাধ্যমে সেখানে মিনিট ব্যালেন্স দেখতে পারবেন। মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনে মিনিট নামে একটি অপশন পাবেন সেখানেই আপনি মিনিটের ব্যালেন্স দেখতে পারবেন।

এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড

আপনি এয়ারটেল সিমের নাম্বার বিভিন্ন উপায়ে দেখতে পারেন। সরাসরি ইউএসএসডি কোড ডায়াল করেও airtel সিমের নাম্বার দেখা যাবে। এছাড়াও সরাসরি মাই এয়ারটেল অ্যাপ লগইন করেও নাম্বার দেখে নিতে পারবেন।

তবে আপনার মোবাইলে যদি আগে থেকেই মাই এয়ারটেল অ্যাপে লগইন করা থাকে তাহলে সহজেই মাই airtel অ্যাপটি ওপেন করে নাম্বারটি দেখে নিতে পারবেন। নাম্বার চেকের জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

  • প্লে স্টোর থেকে “My Airtel” অ্যাপ ডাউনলোড করুন।
  • আপনার সিম দিয়ে লগইন করুন।
  • অ্যাকাউন্টের হোম স্ক্রিনেই আপনার নম্বর দেখাবে।

আরেকটি পদ্ধতি রয়েছে সেটি হল অন্য নম্বরে মিসকল দিন। যদি ব্যালেন্স থাকে, আপনি পরিচিত কারো নম্বরে মিসকল দিয়ে আপনার নম্বর জানতে পারেন। তাছাড়াও আপনি সরাসরি *282# ইউএসএসডি কোড ডায়াল করে নিজের এয়ারটেল সিমের নাম্বার দেখে নিতে পারেন। এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড হল *282# এবং *২#। দুইটি কোডের যেকোনো একটি ব্যবহার করে এয়ারটেল সিমের নিজের নাম্বার চেক করতে পারেন। 

এয়ারটেল ইমার্জেন্সি ব্যালেন্স কোড

আপনার এয়ারটেল সিমে ব্যালেন্স শেষ হয়ে গেলে আপনি এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। আপনি মাই এয়ারটেল এপ্লিকেশন থেকে অথবা এয়ারটেল ইউএসডি কোড ব্যবহার করেও এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।

এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনাকে প্রথমেই *১৪১# কোড অথবা *৮# কোড ডায়াল করতে হবে।

আপনি এখানে যেকোন একটি কোড ডায়াল করে এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। তাছাড়াও *৭৭৮#১# ইউএসডি কোড ডায়াল করে এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে পারবেন।

এয়ারটেল সিমের সকল কোড

এয়ারটেল সিমের সার্ভিসগুলো দ্রুত নিতে হলে আপনি সরাসরি ইউএসএসডি কোড ডায়াল করতে পারেন। আর এয়ারটেল সিমের সকল সার্ভিস কোড গুলো সম্পর্কে এখন আপনাদের জানাবো। এবার চলুন নিম্নে এয়ারটেল সিমের সকল কোড গুলো জেনে আসা যাক।

  • এয়ারটেল নাম্বার চেক করার কোডঃ *২#
  • এয়ারটেল ব্যালেন্স বা বকেয়া চেক কোডঃ *১#
  • এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক কোডঃ *৩#
  • এয়ারটেল ইন্টারনেট প্যাক কেনার কোডঃ *৪#
  • এয়ারটেল সিমের স্পেশাল অফার কোডঃ *৯৯৯#
  • এয়ারটেল জনপ্রিয় কিছু সার্ভিস চালু ও বন্ধ করার কোডঃ *৫#
  • নিজ প্যাকেজ ও কল ট্যারিফ চেক করার কোডঃ *৬#
  • প্রমোশনাল এসএমএস চালু ও বন্ধ করার কোডঃ *৭#
  • সকল ধরনের ভ্যালুএডেড সার্ভিস বন্ধ করার কোডঃ *৯#
  • এয়ারটেল মিনিট কেনার কোডঃ *০#
আরো পড়ুনঃ  নগদে ক্যাশ আউট চার্জ কত ভ্যাট সহ ২০২৫

এয়ারটেল অফার দেখার নিয়ম

আপনারা খুব সহজেই মাই এয়ারটেল অ্যাপ্লিকেশন ব্যবহার করে airtel সিমের অফার দেখতে পারবেন। এয়ারটেল সিমের অফার দেখার জন্য আপনাদের অবশ্যই এয়ারটেল অফার দেখার নিয়ম সম্পর্কে জানা উচিত, যা আমরা আজকের এই অংশে গুরুত্ব সহকারে আলোচনা করব।

এয়ারটেল সিমের অফার দেখার জন্য আপনি মাই এয়ারটেল এপ্লিকেশনটি ডাউনলোড করবেন এবং নাম্বার দিয়ে লগইন করে নিবেন। তারপর অ্যাপ্লিকেশনের নিচের দিকে বিভিন্ন ধরনের অফারের অপশন দেখতে পাবেন।

c

উপরের ছবিতে দেখতে পারছেন বিভিন্ন অফারের অপশন রয়েছে। তারা সেই অপশন গুলোতে ক্লিক করে বিভিন্ন ধরনের অফার দেখতে পাবেন। আশা করছি আপনারা এয়ারটেল অফার দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। তাছাড়াও *৮৮৮# কোড ডায়াল করেও বিভিন্ন ইন্টারনেট অফার দেখতে পারবেন।

শেষ কথা

এয়ারটেল সিমের এমবি চেক কিভাবে করে তা আর্টিকেলটিতে সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করেছি। এয়ারটেল সিম নতুন ব্যবহার করতেছেন, যদি কোড সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেলের মাধ্যমে এয়ারটেল সিমের সকল কোড গুলো জেনে রাখতে পারেন।

যদি কোন সময় মোবাইলে ইন্টারনেট না থাকার কারণে সার্ভিস নিতে না পারেন তাহলে airtel সিমের কোড গুলো ডায়াল করে তাদের সার্ভিস উপভোগ করতে পারেন। তাছাড়া যারা বাটন ফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে airtel সিমের ইউএসএসডি কোড ডায়াল করে সকল সেবা নিতে হয়। 

FAQs – এয়ারটেল এমবি চেক

এয়ারটেল নাম্বার ব্যালেন্স চেক?

এয়ারটেল নাম্বার ব্যালেন্স চেক কোড *১#।

এয়ারটেল পয়েন্ট ব্যালেন্স চেক?

এয়ারটেল পয়েন্ট ব্যালেন্স চেক ইউএসডি কোড হলঃ *141*797*2#।

এয়ারটেল নাম্বার দেখে কিভাবে?

এয়ারটেল নাম্বার আপনি *২# ইউএসডি কোড ডায়াল করে দেখতে পারবেন।

Leave a Comment