সেরা ১৫টি বিদেশিদের সাথে কথা বলার অ্যাপস

 

আপনি কি বিদেশিদের সাথে কথা বলতে চান, সে ক্ষেত্রে বিদেশিদের সাথে কথা বলার অ্যাপস গুলো ব্যবহার করতে পারেন। এই অ্যাপস গুলো ব্যবহার করে সহজেই বিদেশিদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কথা বলতে পারবেন।

বিশেষ করে ভিডিও কলে কথা বলার সুযোগ রয়েছে, আর বিদেশিদের সাথে কথা বলে ইংরেজি পর্যন্ত শিখতে পারবেন। যারা ইংরেজি ভাষা শিখতে চান তারা চাইলে কিছু অ্যাপস ব্যবহার করে বিদেশিদের সাথে কথা বলতে পারেন।

পাশাপাশি বিদেশি বন্ধু বানাতে চাইলেও বিদেশি বন্ধু বানানোর অ্যাপ গুলো ব্যবহার করা যেতে পারে। এবার চলুন বিস্তারিত জানা যাক। 

ভূমিকা

বর্তমান যুগে প্রযুক্তির অগ্রগতির কারণে বিশ্বের যেকোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করা এখন অনেক সহজ। বিদেশিদের সাথে কথা বলার মাধ্যমে আপনি ইংরেজি ও অন্যান্য ভাষা চর্চা করতে পারেন, বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন এবং আন্তর্জাতিক বন্ধুত্ব গড়ে তুলতে পারবেন।

আরো পড়ুনঃ ১২টি সেরা লাইভ খেলা দেখার অ্যাপস

আরো পড়ুনঃ রকেট একাউন্ট খোলার নিয়ম 

এই যোগাযোগকে আরও সহজ করেছে কিছু জনপ্রিয় ও কার্যকরী মোবাইল অ্যাপস। আজ আমরা জানবো এমন কিছু জনপ্রিয় অ্যাপস সম্পর্কে যেগুলো ব্যবহার করে আপনি সরাসরি বিদেশিদের সাথে কথা বলতে পারবেন।

বিদেশিদের সাথে কথা বলার অ্যাপস

বিদেশিদের সাথে অনেক অ্যাপস ব্যবহার করে কথা বলা যায়। যেই অ্যাপগুলো সম্পর্কে এখন আমরা তুলে ধরব। বর্তমানে বিদেশিদের সাথে কথা বলার অনেক জনপ্রিয় অ্যাপস রয়েছে যা নিম্নে শেয়ার করা হলোঃ

HelloTalk

এটি ভাষা শেখার পাশাপাশি নেটিভ স্পিকারদের সাথে কথা বলার জন্য অসাধারণ একটি অ্যাপস। আপনি চাইলে এই অ্যাপটিতে বাংলা ইংরেজি বা অন্য যে কোন ভাষা পরিবর্তন করতে পারেন। 

মূলত এটি একটি “ভাষা বিনিময়” প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার মাতৃভাষা শিখতে আগ্রহী এমন স্থানীয় ভাষাভাষীদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিনিময়ে আপনি তাদের মাতৃভাষা শিখতে পারেন।

যারা বিদেশীদের সাথে কথা বলে ভাষা শিখতে চান তারা চাইলে এই অ্যাপটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। অ্যাপটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। গুগল প্লে স্টোরে অ্যাপটির নাম লিখে সার্চ করুন সরাসরি ইন্সটল করতে পারবেন। 

ফিচারঃ

  • টেক্সট, ভয়েস ও ভিডিও কল সাপোর্ট
  • ইনবিল্ট অনুবাদ সুবিধা
  • ভাষা সংশোধনের অপশন

Tandem

এটি মূলত বিদেশীদের সাথে কথা বলে ভাষা শেখার একটি অ্যাপস। আপনি এখানে বিদেশিদের সাথে কথা বলে ইংরেজি ভাষা শিখতে পারবেন।

বর্তমানে বাংলাদেশী অনেক ছেলেমেয়েরাই এই অ্যাপটি ব্যবহার করে সহজেই ভাষা শিখছে এবং বিদেশীদের সাথে বন্ধু করছে।

আরো পড়ুনঃ  ফেসবুক ডাউনলোড হচ্ছে না কেন ও নতুন ফেসবুক ডাউনলোড করার নিয়ম

আপনি যদি বিদেশিদের সাথে বন্ধুত্ব করতে চান এবং ভাষা শিখতে চান তাহলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। 

ফিচারঃ

  • ভয়েস ও ভিডিও চ্যাট
  • ভাষা শেখার পার্টনার খোঁজা
  • প্রফেশনাল টিউটর সুবিধা

Speaky

এই অ্যাপটি ব্যবহার করে বিশ্বের যেকোনো মানুষের সাথে সহজেই চ্যাট করতে পারবেন। মূলত Speaky হলো একটি ভাষা বিনিময়ের অ্যাপ, যা HelloTalk-এর মতোই কাজ করে। এই অ্যাপটি ব্যবহার করে সহজেই ইংলিশ ভাষা শেখা যাবে।

আপনি প্রতিদিন নতুন নতুন ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কথা বলতে পারবেন। Speaky অ্যাপটিতে 170টিরও বেশি ভাষা সাপোর্ট করে। যার ফলে আপনার পছন্দের ভাষা শেখার জন্য পার্টনার খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

ফিচারঃ

  • ইনস্ট্যান্ট মেসেজিং
  • বিভিন্ন ভাষার নেটিভ স্পিকারদের সাথে কানেক্ট করার সুবিধা
  • বিনামূল্যে ইউজার ইন্টারফেস

Slowly

যারা ধীরে ধীরে কথা বলার মাধ্যমে বন্ধুত্ব করতে চান তাদের জন্য SLOWLY একটি ইউনিক অ্যাপ। এই অ্যাপটি ব্যবহার করে সহজেই কথা বলে বন্ধুত্ব করতে পারবেন। পাশাপাশি ভাষা শেখার জন্য এই অ্যাপটি ভাল কাজ করে থাকে। 

ফিচারঃ

  • পেন ফ্রেন্ড স্টাইলের যোগাযোগ
  • সময় নিয়ে উত্তর দেওয়ার সুযোগ
  • প্রোফাইল ও ইন্টারেস্ট অনুযায়ী ম্যাচিং

Interpals

Interpals মূলত একটি পেনপাল প্ল্যাটফর্ম যেখানে আপনি পৃথিবীর যেকোনো দেশের মানুষের সাথে চ্যাট করতে পারেন। এর বেশ কিছু নতুন ফিচার রয়েছে যেমনঃ

  • ফ্রি চ্যাটিং ও চিঠি আদান-প্রদান
  • প্রোফাইল ফিল্টার করে বন্ধু বাছাই করার সুবিধা
  • ভাষা শেখার ও শেয়ার করার অন্যতম প্ল্যাটফর্ম

Airtripp

এই অ্যাপটি সারা বিশ্বের ট্রাভেল লাভারদের সাথে কানেক্ট হতে সাহায্য করে। এটি একসাথে সোশ্যাল মিডিয়া এবং ভাষা শেখার মাধ্যম হিসেবে কাজ করে।

তাই আপনি যদি ভ্রমণ করতে পছন্দ করেন সে ক্ষেত্রে এই অ্যাপটি ব্যবহার করে ট্রাভেল লাভারদের সাথে কথা বলতে পারেন। এখানে ভিডিও কল সহ চ্যাটিং করার সুবিধা পাবেন। তাছাড়া ভয়েস কলে কথা বলার সুযোগ রয়েছে। 

ফিচারঃ

  • দেশভিত্তিক বন্ধু খোঁজার অপশন
  • ভ্রমণ পরিকল্পনা শেয়ার করার সুযোগ আছে
  • ছবি ও ভিডিও পোস্ট করার সুযোগ রয়েছে
  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মত ব্যবহার করা যায়

Yubo

Yubo একটি সোশ্যাল অ্যাপ যেখানে আপনি লাইভ স্ট্রিম ও চ্যাটিংয়ের মাধ্যমে নতুন বন্ধু বানাতে পারবেন। যারা ভিডিও কল অথবা লাইভ স্ট্রিম এর মাধ্যমে বিদেশীদের সাথে কথা বলতে চাচ্ছেন বা চ্যাটিং করতে চাচ্ছেন তারা এই অ্যাপটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন।

অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে রয়েছে। গুগল প্লে স্টোরে সার্চ করে সরাসরি ডাউনলোড করে একাউন্ট খুলে নিন। নতুন নতুন বন্ধু বানানোর জন্য লাইভ স্ট্রিম বা চ্যাটিং ফিচার ব্যবহার করুন। ইতি মধ্যেই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে 10 লক্ষ বার ডাউনলোড হয়েছে। তাহলে বুঝতে পারছেন অ্যাপটি কতটা জনপ্রিয়। 

আরো পড়ুনঃ  ১২টি সেরা লাইভ খেলা দেখার অ্যাপস

ফিচারঃ

  • ভিডিও লাইভ চ্যাট করার সুবিধা রয়েছে
  • গ্রুপে চ্যাট করা যায়
  • দেশ, বয়স ও ভাষা ফিল্টার করতে পারবেন

কোন এপস দিয়ে বিদেশিদের সাথে কথা বলা যায়

বিদেশিদের সাথে কথা বলার অ্যাপস গুলো ব্যবহার করে সহজেই বিদেশিদের সাথে কথা বলা যায়। আর ইতোমধ্যেই আমরা কয়েকটি সেরা অ্যাপ শেয়ার করেছি যেগুলো ব্যবহার করে আপনি বিদেশিদের সাথে কথা বলতে পারেন। এবার চলুন কোন অ্যাপস দিয়ে বিদেশীদের সাথে কথা বলা যায় তা জেনে নেওয়া যাক।

Badoo

Badoo একটি জনপ্রিয় সোশ্যাল ডেটিং অ্যাপ যেখানে আপনারা একে অপরের সাথে ভিডিও কলে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি ভাষা শেখার জন্য এই অ্যাপটি ব্যবহার করা যেতে পারে। যদিও এটি একটি ডেটিং অ্যাপ, আপনি এখানে সহজেই বিদেশি জীবনসঙ্গী বা পার্টনার খুঁজে পেতে পারেন।

অ্যাপটি গুগল প্লে স্টোরে আছে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি প্রায় ১০০ মিলিয়ন এর বেশি বার ডাউনলোড হয়েছে। আর অ্যাপটির রেটিং ৪.১। তাহলে বুঝতে পারছেন অ্যাপটি অনেকটা জনপ্রিয়। 

ফিচারঃ

  • নিকটবর্তী বা নির্দিষ্ট দেশের মানুষ খোঁজা যায়
  • সুরক্ষিত ভিডিও চ্যাট
  • প্রোফাইল ভেরিফিকেশন সিস্টেম

OmeTV

OmeTV একটি র‍্যান্ডম ভিডিও চ্যাট অ্যাপ যেখানে আপনি পৃথিবীর যেকোনো দেশের মানুষের সাথে সরাসরি কথা বলতে পারেন। এখানে সরাসরি ভিডিও কলে কথা বলার সুবিধা রয়েছে। পাশাপাশি চ্যাটিং করতে পারবেন।

এখানে বিশ্বের যে কোন ব্যক্তির সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। তাই নিঃসন্দেহে এই অ্যাপটি আপনার জন্য সেরা হতে পারে, যদি আপনি র‍্যান্ডম ব্যক্তির সাথে ভিডিও কলে কথা বলতে চান। 

ফিচারঃ

  • র‍্যান্ডম ভিডিও কল সুবিধা
  • পরিচয় ছাড়াই চ্যাট করতে পারবেন
  • ২৪ ঘণ্টা একটিভ ইউজার

MEEFF

এই অ্যাপটি মূলত কোরিয়ানদের সাথে কথা বলার জন্য বিখ্যাত, তবে সারা বিশ্বের মানুষ ব্যবহার করে। যারা কোরিয়ানদের সাথে ভিডিও কলে বা ভয়েস কলে কথা বলতে চান তারাই এই অ্যাপটি ব্যবহার করুন।

এই অ্যাপটি ব্যবহার করে সহজেই কোরিয়ান বিদেশিদের সাথে কথা বলা যায়। চ্যাটিং সুবিধা আছে, আপনি চ্যাটিং সুবিধা ব্যবহার করে ২৪ ঘন্টা চ্যাটিং করতে পারবেন। 

ফিচারঃ

  • ভাষা এক্সচেঞ্জ সিস্টেম
  • কোরিয়ান কালচার চর্চা
  • গ্লোবাল বন্ধু বানানোর সুযোগ

Skout

Skout একটি সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ যা নতুন মানুষের সাথে পরিচয়ের সুযোগ করে দেয়। নতুন বিদেশী মানুষের সাথে পরিচয় হতে চাইলে এই অ্যাপটি ব্যবহার করুন। এই অ্যাপটি অনেকটা ফেসবুক অ্যাপ এর মত কাজ করে থাকে। যার কারণে এই অ্যাপটি কে সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ বলা হয়।

ফিচারঃ

  • ভিডিও চ্যাট
  • ইউজার লোকেশন বেসড
  • লাইভ ব্রডকাস্ট

Chatous

Chatous একটি নিরাপদ ও অ্যানোনিমাস চ্যাট প্ল্যাটফর্ম যেখানে টপিক অনুযায়ী নতুন মানুষ খুঁজে চ্যাট করতে পারবেন। এই অ্যাপটির বিশেষ সুবিধা হল এখানে আপনি নিজের পরিচয় গোপন রেখে বিদেশিদের সাথে কথা বলতে পারবেন।

কথা বলার জন্য এই অ্যাপটি বেশ জনপ্রিয়। যদি আপনার পরিচয় গোপন রেখে বিদেশিদের সাথে কথা বলতে চান তাহলে এই অ্যাপটি ব্যবহার করুন। 

আরো পড়ুনঃ  ডাচ বাংলা ব্যাংক রকেট কাস্টমার কেয়ারে লাইভ চ্যাট করার নিয়ম

ফিচারঃ

  • হ্যাশট্যাগ দিয়ে চ্যাট পার্টনার খোঁজা
  • নাম প্রকাশ ছাড়াই চ্যাট
  • মিডিয়া শেয়ার করা যায়

Azar

Azar একটি ভিডিও চ্যাট অ্যাপ যা বিশ্বের যেকোনো দেশের মানুষের সাথে সরাসরি ভিডিও চ্যাটের সুযোগ দেয়। অ্যাপটির কিছু বৈশিষ্ট্য রয়েছে তা নিম্নে দেওয়া হলঃ

  • র‍্যান্ডম ভিডিও চ্যাট
  • AI-ভিত্তিক ফেস ম্যাচিং
  • ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন

Omegle

বর্তমানে বিদেশিদের সাথে ভিডিও কলে চ্যাটিং করার অন্যতম একটি অ্যাপস হলো Omegle। মূলত Omegle একটি ওয়েব-ভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে আপনি নাম, ইমেইল বা রেজিস্ট্রেশন ছাড়াই সারা বিশ্বের যেকোনো মানুষের সাথে র‌্যান্ডমভাবে চ্যাট করতে পারেন। এটি বিশেষভাবে পরিচিত “Stranger Chat” বা “Talk to Strangers” ফিচারের জন্য।

বিশেষ ফিচারঃ

  • Text Chat: শুধুমাত্র লেখা বা মেসেজের মাধ্যমে চ্যাট করা যায়।
  • Video Chat: লাইভ ভিডিও কলের মাধ্যমে অপরিচিত কারো সাথে কথা বলা যায়।
  • Spy Mode: এখানে আপনি তৃতীয় পক্ষ হিসেবে অন্য দুইজনের আলোচনায় প্রশ্ন করতে পারেন।
  • Interest Filter: আপনার পছন্দমতো বিষয় নির্ধারণ করে সেই অনুযায়ী ইউজারদের সাথে কানেক্ট হতে পারেন।

কেন বিদেশিদের সাথে কথা বলার অ্যাপ ব্যবহার করবেন?

  • ইংরেজি ও অন্যান্য ভাষা চর্চার জন্য এই ধরনের অ্যাপ গুলো ব্যবহার করতে পারেন। 
  • বিদেশি সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাওয়া যায়
  • নতুন বন্ধুত্ব গড়ে তোলার সম্ভাবনা থাকে
  • আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা বাড়াতে পারবেন।

কিছু সতর্কতা

বিদেশিদের সাথে যোগাযোগ করার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরিঃ 

  • কখনোই নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না
  • সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না
  • অ্যাপের প্রাইভেসি সেটিংস বুঝে ব্যবহার করুন
  • অ্যাপ গুলোর নীতিমালা ও শর্তগুলো ভালোভাবে পড়ে নিন
  • এই অ্যাপস গুলোতে আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডিজিটাল ওয়ালেট এর ডিটেইলস শেয়ার করবেন না।  
  • সবসময়ই গোপনীয়তা বজায় রাখুন।

বিদেশি বন্ধু বানানোর অ্যাপ

বিদেশি বন্ধু বানানোর অ্যাপ হিসেবে আপনারা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Facebook ব্যবহার করতে পারেন। এটি বর্তমানের সবচেয়ে সেরা সোশ্যাল মিডিয়া অ্যাপ, যা বিশ্বের কোটি কোটি মানুষ ব্যবহার করে।

এটি ব্যবহার করে আপনি বিশ্বের যে কোন দেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে পারবেন। বন্ধু বানানোর অ্যাপ হিসাবে এটি খুবই জনপ্রিয়। এখানে ভিডিও কলিং সুবিধা রয়েছে, এছাড়াও ইন্সটেন্ট চ্যাটিং করতে পারবেন।

আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সুবিধা আছে। অর্থাৎ আপনি বিদেশি বন্ধুদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। যদি বিদেশি বন্ধু বানাতে চান তাহলে এই ফেসবুক অ্যাপ ব্যবহার করুন। 

শেষ কথা – বিদেশিদের সাথে কথা বলার অ্যাপস 

আজকের আর্টিকেলে উল্লেখিত ১৫টি অ্যাপস ব্যবহার করে আপনি সহজেই বিদেশিদের সাথে কথা বলতে পারবেন, নতুন ভাষা শিখতে পারবেন এবং বিশ্ব সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন।

অ্যাপগুলোর ব্যবহার নিরাপদ রাখতে আপনার ব্যক্তিগত তথ্য গোপন রাখা জরুরি। আপনার উদ্দেশ্য যদি হয় ভাষা শেখা বা আন্তর্জাতিক বন্ধুত্ব গড়া, তাহলে এই অ্যাপগুলো হতে পারে আপনার জন্য সেরা মাধ্যম।

Leave a Comment