বর্তমানে অনলাইনে যুগে অনলাইনে বিভিন্নভাবে টাকা ইনকাম করার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্তমানে কুইজ গেম খেলেই বিভিন্ন প্লাটফর্ম থেকে টাকা ইনকাম করা যাচ্ছে। আর এই প্লাটফর্ম গুলো সম্পর্কেই আমরা বিস্তারিত কিছুটা ধারণা দেবো।
প্লাটফর্ম গুলো সাধারণত নির্দিষ্ট টাস্ক ও কুইজ খেলার বিনিময়ে ইনকাম দিয়ে থাকে। অনেকগুলো বাংলাদেশী প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি কুইজ খেলে মোবাইল রিচার্জ পর্যন্ত জিতে নিতে পারবেন। এবার চলুন কোন কোন প্ল্যাটফর্মে কুইজ খেলে ইনকাম করা যায় তার সম্পর্কে বিস্তারিত জানা যাক।
কুইজ খেলে মোবাইল রিচার্জ যেভাবে নিবেন
অনলাইন কুইজ ও ট্রিভিয়া-অ্যাপগুলোর কারণে এখন মোবাইল রিচার্জ জেতা অনেক সহজ। কিছু অ্যাপ সরাসরি পয়েন্ট বা কয়েন দেয়, আর তা রিডিম করে মোবাইল টপ-আপ (রিচার্জ) বা মোবাইল ওয়ালেট (যেমন bKash/Nagad/Paytm) অথবা গিফট-কার্ড পাবেন।নিচে ধাপে ধাপে প্রক্রিয়া, জনপ্রিয় প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হলঃ
- Swagbucks / Swagbucks Live (Trivia)
- MyCashKit-style apps
- Free Recharge apps
- Taka income app
- Taka income
- Daily taka app
- Freecash
- QuizBD
- Roz Dhan
উপরোক্ত সাইটগুলোতে কুইজ ও সার্ভে করে সহজেই ইনকাম করতে পারেন। আর ইনকাম করার মাধ্যমে পেমেন্ট আপনি মোবাইল রিচার্জ এর মাধ্যমে নিতে পারেন। পেমেন্ট পাওয়ার অনেক সিস্টেম রয়েছে।
আপনি সরাসরি পেপালে নিয়ে সেখান থেকে বিকাশে নিতে পারবেন। আর আপনারা জানেন বিকাশ অ্যাপ থেকে সহজেই মোবাইল রিচার্জ করা যায়। এবার চলুন অ্যাপ গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি।
Swagbucks / Swagbucks Live (Trivia)
Swagbucks হলো একটি জনপ্রিয় রিওয়ার্ড প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন অনলাইন টাস্ক সম্পন্ন করে পয়েন্ট (যাকে বলা হয় SB points) উপার্জন করতে পারে। এই পয়েন্টগুলো পরবর্তীতে গিফট কার্ড, PayPal ক্যাশ বা বিভিন্ন অনলাইন পেমেন্ট অপশনে রিডিম করা যায়।
অবশ্যই পড়ুনঃ
অনেক সময় সরাসরি মোবাইল রিচার্জ করা না গেলেও, আপনি বিভিন্ন পদ্ধতিতে পেমেন্ট নিয়ে কুইজ খেলে মোবাইল রিচার্জ নিতে পারবেন। এই সাইটটি থেকে বিভিন্নভাবে আয় করা যায় যেমনঃ
- সার্ভে পূরণঃ বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডের সার্ভে সম্পন্ন করে সহজে পয়েন্ট আয় করা যায়।
- ভিডিও দেখাঃ অনলাইনে শর্ট ভিডিও বা বিজ্ঞাপন দেখলেই SB পয়েন্ট যোগ হয়।
- শপিং রিওয়ার্ডঃ Swagbucks এর পার্টনার ই-কমার্স সাইট থেকে শপিং করলে ক্যাশব্যাক আয় হয়।
- ওয়েব সার্চঃ তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যবহার করলেও সামান্য পয়েন্ট পাওয়া যায়।
- গেম খেলাঃ নির্দিষ্ট গেম ইনস্টল ও খেলে পয়েন্ট সংগ্রহ করা সম্ভব।
উপরোক্ত মাধ্যমে আপনি তাদের ওয়েবসাইটে বিভিন্ন টাইপের কাজগুলো সম্পন্ন করে পয়েন্ট কালেক্ট করতে পারবেন। পয়েন্ট পরবর্তীতে রিডিম করে সহজেই পেমেন্ট নিতে পারবেন।
পেমেন্ট অপশনঃ
Swagbucks সাধারণত PayPal Cash, Amazon Gift Card, Google Play Gift Card ইত্যাদি আকারে পেমেন্ট দেয়। বাংলাদেশ থেকে ব্যবহারকারীরা সাধারণত PayPal এর মাধ্যমে পেমেন্ট নিয়ে বিকাশ/নগদে এক্সচেঞ্জ সার্ভিস ব্যবহার করেন।
Swagbucks Live (Trivia)
Swagbucks Live হলো Swagbucks এর একটি আলাদা মোবাইল অ্যাপ, যেখানে ট্রিভিয়া গেম শো খেলে রিওয়ার্ড পাওয়া যায়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে লাইভ কুইজ অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের সঠিক উত্তর দিতে হয়। আর সঠিক উত্তর দিতে পারলেই পয়েন্ট উপার্জন করে আয় করতে পারবেন। যেভাবে এই অ্যাপটি কাজ করে থাকে তা সম্পর্কে কিছু বলা হলোঃ
- প্রতিদিন নির্দিষ্ট সময়ে লাইভ ট্রিভিয়া শো শুরু হয়।
- মোটামুটি ১০ থেকে ১৫টি প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় (কয়েক সেকেন্ড) দেওয়া হয়।
- সব প্রশ্নের সঠিক উত্তর দিলে জেতা টাকা বা পয়েন্ট অংশগ্রহণকারীদের মাঝে ভাগ হয়ে যায়।
MyCashKit-style apps
MyCashKit হলো একটি জনপ্রিয় রিওয়ার্ড-ভিত্তিক অ্যাপ বা ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা সার্ভে পূরণ, অ্যাপ ডাউনলোড, কুইজ খেলা, বিজ্ঞাপন দেখা বা অফার কমপ্লিট করার মাধ্যমে পয়েন্ট উপার্জন করতে পারে।
এই পয়েন্টগুলো মোবাইল রিচার্জ, Paytm ক্যাশ, ভাউচার বা গিফট কার্ডে রিডিম করা যায়। কুইজ খেলা ছাড়াও আরো অনেক উপায় এই অ্যাপস থেকে ইনকাম করার সুযোগ রয়েছে।
তাই আপনারা যদি বেশি আয় করতে চান তাহলে অন্যান্য উপায় গুলো অনুসরণ করে এই অ্যাপসটি থেকে ইনকাম করার চেষ্টা করুন। অ্যাপটি থেকে ইনকাম করার অন্যান্য উপায় গুলো হলোঃ
- সার্ভে ও পোল পূরণ
- অ্যাপ ডাউনলোড ও ব্যবহার
- ভিডিও বিজ্ঞাপন দেখা
- গেম খেলা
- রেফারেল প্রোগ্রাম
উল্লেখিত উপায় গুলোর মাধ্যমে আপনি সহজেই এই অ্যাপটি থেকে বেশি আর্নিং করতে পারবেন। আর এই অ্যাপটি থেকে ইনকাম করা অর্থ আপনি Paytm Cash / UPI / PayPal ইত্যাদি মাধ্যমে নিতে পারবেন। পাশাপাশি গিফট কার্ড এর মাধ্যমে নেওয়ার সুযোগ রয়েছে। গিফট কার্ড হিসেবে আপনার Amazon, Flipkart, Google Play ইত্যাদি পেতে পারেন।
Free Recharge apps
Free Recharge Apps হলো এমন কিছু অ্যাপ যা ব্যবহারকারীদের ছোট ছোট টাস্কের বিনিময়ে ফ্রি মোবাইল রিচার্জ বা ভাউচার দেয়। সাধারণত শিক্ষার্থী বা নতুন অনলাইন আয় শুরুকারীদের জন্য এগুলো অনেক আকর্ষণীয়, কারণ খুব সহজেই মোবাইলের ব্যালেন্স রিচার্জ করা যায়।
কিভাবে কাজ করে?
- অ্যাপ ইনস্টল ও ব্যবহারঃ নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড ও কিছুক্ষণ ব্যবহার করলেই রিওয়ার্ড পাওয়া যায়।
- সার্ভে পূরণঃ বিভিন্ন ব্র্যান্ডের সার্ভে পূরণ করলে ক্যাশ বা রিচার্জ পয়েন্ট যোগ হয়।
- ভিডিও বিজ্ঞাপন দেখাঃ প্রতিদিন কয়েকটি ভিডিও বিজ্ঞাপন দেখে সামান্য পয়েন্ট আয় করা যায়।
- রেফারেল বোনাসঃ বন্ধুদের রেফার করলে বড় অঙ্কের রিচার্জ ক্রেডিট পাওয়া যায়।
- গেম খেলাঃ গেম খেলেও অনেক অ্যাপ বোনাস রিচার্জ দেয়।
Taka income app
Taka Income App হলো এমন ধরনের মোবাইল অ্যাপ যেগুলো ব্যবহারকারীদের ছোট ছোট টাস্ক, গেম খেলা, ভিডিও দেখা, সার্ভে পূরণ বা রেফারেলের মাধ্যমে টাকা আয়ের সুযোগ দেয়।
এই আয়ের টাকা সাধারণত বিকাশ, নগদ, রকেট অথবা আন্তর্জাতিকভাবে PayPal/Paytm এর মাধ্যমে ক্যাশ আউট করা যায়। তবে সরাসরি মোবাইল রিচার্জের অপশন রয়েছে। সর্বনিম্ন ২০ টাকা হলেই নিজের মোবাইল নাম্বারে রিচার্জ দিতে পারবেন।
পেমেন্ট সিস্টেমঃ
- বাংলাদেশে সাধারণতঃবিকাশ / নগদ / রকেট /মোবাইল রিচার্জ
- আন্তর্জাতিকভাবেঃ PayPal, Paytm, Google Play Gift Card, Amazon Gift Card
Daily taka app
Daily Taka” একটি জনপ্রিয় বাংলাদেশি অ্যাপ যা ব্যবহারকারীদের সহজভাবে দৈনিক আয় করার সুযোগ দেয়। এটি বিভিন্ন কাজের মাধ্যমে উপার্জন করার পদ্ধতি প্রদান করে, যেমন গেম খেলা, ভিডিও দেখা, লাকি স্পিন, এবং বিভিন্ন অফার কমপ্লিট করা।
এই অ্যাপটি ব্যবহার করে আপনি আপনার ফ্রি সময়কে আয় করার কাজে রূপান্তরিত করতে পারেন। আর এখান থেকে ইনকাম করা অর্থ বাংলাদেশী বিভিন্ন পেমেন্ট সিস্টেম পদ্ধতিতে গ্রহণ করা যায়। বিশেষ করে আপনি মোবাইল রিচার্জ এর মাধ্যমে সর্বনিম্ন ২০ টাকা একাউন্টে জমা হলেই উত্তোলন করতে পারবেন।
আয়ের মাধ্যমঃ
- গেম খেলাঃ Daily Taka অ্যাপে খেলাধুলা গেমস আছে, যেখানে আপনি মজা করে পয়েন্ট অর্জন করতে পারেন।
- লাকি স্পিনঃ প্রতিদিন লাকি স্পিনের মাধ্যমে আপনি টাকার পুরস্কার এবং পয়েন্ট অর্জন করতে পারেন।
- ভিডিও দেখাঃ Daily Taka অ্যাপে ভিডিও দেখার মাধ্যমে পয়েন্ট বা টাকা উপার্জন করা যায়।
- অফার কমপ্লিট করাঃ কিছু নির্দিষ্ট অফার ও সার্ভে পূর্ণ করে পয়েন্ট বা টাকা অর্জন করা সম্ভব।
Freecash
Freecash একটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম, যা ব্যবহারকারীদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে টাকা উপার্জন করার সুযোগ দেয়। এটি মূলত একটি “গেট-পেইড-টু” (GPT) সাইট, যেখানে আপনি গেম খেলতে, সার্ভে পূর্ণ করতে, অ্যাপ টেস্ট করতে এবং আরও অনেক কিছু করে অর্থ উপার্জন করতে পারেন।
কীভাবে কাজ করে Freecash?
Freecash ব্যবহার করতে হলে আপনাকে কিছু নির্দিষ্ট কাজ করতে হবে, যেমনঃ
- গেম খেলাঃ এখানে গেম খেলে পয়েন্ট অর্জন করা যায়। নতুন গেম ডাউনলোড করে নির্দিষ্ট কিছু লেভেল পার করলে আপনি টাকা উপার্জন করতে পারবেন।
- সার্ভে সম্পন্ন করাঃ বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডের পক্ষ থেকে সার্ভে প্রদান করা হয়। এসব সার্ভে পূর্ণ করে আপনি পয়েন্ট সংগ্রহ করতে পারবেন।
- অ্যাপ টেস্টিংঃ নতুন অ্যাপ ইনস্টল করে কিছু কাজ সম্পন্ন করলেই আপনি পয়েন্ট পেতে পারেন।
- অফার পূর্ণ করাঃ বিভিন্ন ব্র্যান্ড বা ওয়েবসাইটের অফার পূর্ণ করেও আপনি পয়েন্ট অর্জন করতে পারবেন।
- ভিডিও দেখাঃ কিছু নির্দিষ্ট ভিডিও দেখে ও উপার্জন করা সম্ভব। প্রতি ভিডিও দেখার জন্য পয়েন্ট দেওয়া হয়।
কিভাবে ডাউনলোড করবেন
আপনি Freecash অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। অ্যাপটি সহজেই ব্যবহারযোগ্য এবং এর মাধ্যমে আয়ের সুযোগ অনেকটাই সহজ।
কুইজ খেলে ইনকাম করার কয়েকটি জনপ্রিয় অ্যাপস
কুইজ খেলে ইনকাম করার আরো কয়েকটি জনপ্রিয় অ্যাপস রয়েছে, যেগুলো সম্পর্কে আপনাদের সাথে এখন শেয়ার করব। এই অ্যাপগুলো ব্যবহার করেও কুইজ খেলে আয় করা যায়। আর আপনি সরাসরি মোবাইল রিচার্জ এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। আর কিছু অ্যাপস নির্দিষ্ট টাস্ক সম্পন্ন করলেই ইনকাম করা যায়। সেই অ্যাপস গুলো সম্পর্কে জানাবো।
- mCent Browser – ব্রাউজার ব্যবহার করলেই রিচার্জ।
- TaskBucks – ছোট টাস্ক ও রেফারেলের মাধ্যমে রিচার্জ।
- Pocket Money – অফার কমপ্লিট করে রিচার্জ ইনকাম।
- Loco Live Trivia – কুইজ খেলেই রিওয়ার্ড।
- Roz Dhan – নিউজ পড়া, গেম খেলা, সার্ভে পূরণে ক্যাশ ও রিচার্জ।
উপরোক্ত অ্যাপসগুলোতে আপনি ফ্রিতে একাউন্ট খুলে সার্ভে সহ বিভিন্ন টাইপের কাজগুলো সম্পন্ন করে মোবাইল রিচার্জ ইনকাম করতে পারেন। কুইজ খেলে মোবাইল রিচার্জ পাওয়ার এই অ্যাপগুলো খুবই জনপ্রিয়। এখান থেকে কিছু টাকা আয় করা যায় এবং সেগুলো দিয়ে সরাসরি মোবাইল রিচার্জ করতে পারবেন।
শেষ কথা
কুইজ খেলে মোবাইল রিচার্জ একটি নতুন ও মজাদার উপায় যা এখন অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, পাশাপাশি একটি সহজ উপায়ে মোবাইল রিচার্জ পাওয়ার সুযোগ তৈরি করে। কুইজে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি নিজের জ্ঞান যাচাই করতে পারেন এবং সঠিক উত্তর দিলে আপনি রিচার্জের মতো উপহার পেতে পারেন।
এই ধরনের প্রোগ্রামগুলি মানুষের মধ্যে শিক্ষার আগ্রহ বাড়ায় এবং মোবাইল রিচার্জ পাওয়ার সুযোগও দেয়। বিশেষ করে তরুণদের জন্য এটি একটি আকর্ষণীয় পদ্ধতি, যেখানে তারা কিছু শিখতে পারে এবং পাশাপাশি পুরস্কৃতও হতে পারে।
যদিও কুইজ খেলে মোবাইল রিচার্জ একটি বিনোদনমূলক প্রক্রিয়া, তবে এটি যদি সঠিকভাবে পরিচালিত হয়, তবে এটি আরো কার্যকরী হতে পারে এবং মানুষের মাঝে একটি নতুন অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে। তাই, যদি আপনি কিছু শিখতে চান এবং একই সাথে পুরস্কৃত হতে চান, তাহলে কুইজ খেলা হতে পারে একটি চমৎকার বিকল্প।
Disclaimer: এই আর্টিকেলটি লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও গবেষণার উপর ভিত্তি করে লেখা হয়েছে। এখানে উল্লেখিত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। কাজ করার আগে, দয়া করে নিজে যাচাই করে দেখুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধানে থাকুন, বিশেষ করে আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। কোনও ধরনের আর্থিক ক্ষতির জন্য আমরা দায়ী নই।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই—পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।