দৈনিক 500 টাকা আয়ের অ্যাপস গুলো সম্পর্কে জানতে চান, তাহলে আজকের ব্লগটি সম্পূর্ণ আপনার জন্যই। কারণ সম্পূর্ণ আর্টিকেলে আমরা এমন কিছু সেরা এপস গুলো সম্পর্কে আলোচনা করব,
যেগুলোতে আপনি কাজ করে দৈনিক ৫০০ টাকার বেশি ইনকাম করতে পারবেন। অনলাইনে ইনকাম করতে হলে প্রয়োজন হয় ধৈর্য ও পরিশ্রম। পাশাপাশি কম্পিউটার ও মোবাইল ফোন এর দরকার হয়।
অনেকেই বর্তমানে ঘরে বসে মোবাইল দিয়েই দৈনিক 200 থেকে 500 টাকা করছেন। তবে যারা ইনকাম করতে পারছেন না, তারা আজকের আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ুন।
দৈনিক 500 টাকা আয়ের অ্যাপস
দৈনিক 500 টাকা আয় করার ইচ্ছা রয়েছে, তাহলে অনলাইনে মোবাইল দিয়ে ৫০০ টাকা ইনকাম করার চেষ্টা করুন। বর্তমান সময়ে অনলাইন ভিত্তিক অনেক অ্যাপস ও সাইট রয়েছে,
যেগুলোতে কাজ করে ডেইলি ৫০০ টাকা আয় করা সম্ভব। তবে অবশ্যই নির্ভরযোগ্য ও বিশ্বস্ত অ্যাপগুলোতে কাজ করতে হবে, তাহলে আপনি প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।
অবশ্যই পড়ুনঃ
আমরা অনেক গভীর রিসার্চ করে সেরা ৫টি অ্যাপ সম্পর্কে আলোচনা করেছি। যেখানে আপনি কাজ করে ইনকাম করতে পারবেন। এবার চলুন অ্যাপ গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাক।
১. Poll Pay
দৈনিক 500 টাকা আয়ের অ্যাপস ও সাইট হল Poll Pay। কারণ এই অ্যাপটিতে দৈনিক গেম খেলে ও সার্ভে করে ৫০০ টাকার বেশি উপার্জন করা যায়। আর এই কারণে সাইটটিকে ৫০০ টাকা ইনকাম করার অ্যাপ বলা হয়।
এটি একটি আন্তর্জাতিক সার্ভে অ্যাপ , যেখানে আপনি ছোট ছোট গেম ও সার্ভে করে আয় করতে পারবেন।এখানে সাধারণত প্রতিটি টাস্ক সম্পূর্ণ করার বিনিময়ে কয়েন সংগ্রহ করতে হয়।
অর্থাৎ এখানে আপনাকে বেশি বেশি কয়েন কালেক্ট করতে হবে। যত বেশি গেম ও সার্ভে করবেন তত বেশি কয়েন অর্জন করতে পারবেন।আর পরবর্তীতে কয়েন গুলো এক্সচেঞ্জ করে ডলার এ রূপান্তর করা যায়।
আর ডলার পেপাল এর মাধ্যমে খুব সহজে পেমেন্ট নিতে পারবেন। এই সাইটটিতে নতুন সাইনআপ করলেই ২০০ কয়েন বোনাস পেয়ে যাচ্ছেন।
অর্থাৎ আপনি যদি আগে কোনদিন এই সাইটে একাউন্ট খুলে না থাকেন, সে ক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট খুললে ২০০ কয়েন সরাসরি বোনাস পাবেন। এই কয়েন আপনি পেইড গেম গুলো খেলায় ব্যবহার করতে পারবেন।

পাশাপাশি সরাসরি উত্তোলন করার সিস্টেম রয়েছে। তাদের অফিসিয়াল অ্যাপস ও সাইট রয়েছে। আপনি তাদের অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তাই সকলেই ইনকাম করার জন্য গুগল প্লে স্টোর থেকে তাদের অ্যাপটি ডাউনলোড করে নিন।
এজন্য গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে Poll Pay লিখে সার্চ করুন। এরপর ডাউনলোড করে ফ্রিতে একাউন্ট খুলে নিন। তাদের অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে 10 মিলিয়নের বেশি বার ডাউনলোড করা হয়েছে এবং তাদের অ্যাপটির রেটিং ৪.২।
যা থেকে বুঝতে পারছেন অ্যাপটি অনেক জনপ্রিয় এবং বিশ্বস্ত। যেহেতু ফ্রি অ্যাপ সে ক্ষেত্রে আপনি কিছুদিন কাজ করে দেখতে পারেন।
২. OfferNation – দৈনিক 500 টাকা আয়ের অ্যাপস
বর্তমানে দৈনিক 500 টাকা আয়ের আরেকটি সেরা অ্যাপস হল OfferNation। OfferNation একটি আন্তর্জাতিক GPT (Get Paid To) সাইট, যেখানে আপনি ছোট ছোট অনলাইন কাজ করে রোজগার করতে পারেন।
এটি ২০১৩ সাল থেকে অনলাইন ইনকাম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং আজও অনেক ব্যবহারকারী নিয়মিত পেমেন্ট পাচ্ছেন। এই সাইটটিতে সাধারণত সার্ভে করে এবং ভিডিও দেখে ইনকাম করতে হয়।
মূলত এখানে পেইড সার্ভে করেই বেশি ইনকাম করা যায়। পাশাপাশি ফ্রী ভিডিও দেখার মাধ্যমে ইনকাম করার সুযোগ পাবেন। অর্থাৎ এখানে ফ্রিতে একাউন্ট খুলে ভিডিওতে থাকা বিজ্ঞাপন দেখে আয় করতে পারবেন।
তাছাড়াও রেফার সিস্টেম আছে, পরিচিতদের অ্যাপটি রেফার করলে পেয়ে যাবেন নির্দিষ্ট বোনাস। এই সাইটটিতে সাধারণ প্রতিদিন 3–5টি সার্ভে করলে প্রায় 400–600 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব।
আর এই সাইটে আপনার একাউন্টে সর্বনিম্ন ১ ডলার ব্যালেন্স জমা হলেই উত্তোলন করতে পারবেন বা পেমেন্ট নিতে পারবেন।
সাধারণত PayPal, Skrill, Tango Card, Bitcoin ইত্যাদি মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। আর বাংলাদেশে PayPal না থাকলে Skrill বা Gift Card এর মাধ্যমে ইনকাম নেওয়া যায়।
৩. Uber
দৈনিক 500 টাকা আয়ের অ্যাপস গুলোর মধ্যে আরেকটি সেরা অ্যাপ হল Uber। Uber বিশ্বব্যাপী জনপ্রিয় একটি রাইড-শেয়ারিং অ্যাপ, যা বাংলাদেশেও (ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ) খুব সক্রিয়ভাবে কাজ করছে।
আপনি যদি মোটরবাইক, গাড়ি বা অটো রিকশা চালাতে পারেন, তাহলে Uber অ্যাপে ড্রাইভার হিসেবে যুক্ত হয়ে প্রতিদিন সহজেই ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। এই অ্যাপটি থেকে ইনকাম করার কিছু উপায় রয়েছে যেমনঃ
- Uber Driver অ্যাপে রেজিস্ট্রেশন করে ড্রাইভার হিসেবে কাজ শুরু করুন।
- যাত্রীদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দিন এবং প্রতি রাইডে নির্দিষ্ট কমিশন ইনকাম করুন।
- দিনে যত বেশি রাইড করবেন, ইনকামও তত বেশি হবে।
আর এখানে দৈনিক বা সাপ্তাহিক আয় আপনার বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ আপনি বিকাশের মাধ্যমেই পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
যদি আপনি দিনে ৪–৬ ঘণ্টা কাজ করেন তাহলে প্রায় ৫০০–১০০০ টাকা ইনকাম করা সম্ভব। আর যারা ফুল টাইম কাজ করেন, তারা মাসে ২৫,০০০–৪০,000 টাকাও উপার্জন করতে পারেন।
৪. Daraz
বাংলাদেশে অনলাইন শপিং মানেই এখন Daraz। তবে অনেকেই জানেন না, Daraz শুধু কেনাকাটার জায়গা নয়, এটি দিয়ে ঘরে বসে মোবাইল থেকে ইনকাম করাও সম্ভব।
আপনি চাইলে এখানে Seller বা Affiliate Marketer হিসেবে যুক্ত হয়ে প্রতিদিন ৫০০ টাকা বা তার বেশি আয় করতে পারেন। দারাজ থেকে ইনকাম করার দুইটি জনপ্রিয় উপায় নিম্নে দেওয়া হলঃ
Daraz Seller হিসেবে কাজ করাঃ
আপনি যদি নিজের প্রোডাক্ট বিক্রি করতে চান, তাহলে Daraz Seller Account খুলে সহজেই পণ্য বিক্রি করতে পারবেন।
- প্রতিটি বিক্রিতে কমিশন বাদে লাভ আপনার একাউন্টে জমা হবে।
- জনপ্রিয় পণ্য যেমন ইলেকট্রনিক্স, পোশাক বা কসমেটিকস বিক্রি করলে ইনকাম দ্রুত বাড়ে।
Daraz Affiliate Marketing করে ইনকাম
যদি আপনার নিজস্ব ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা ব্লগ থাকে, তাহলে Daraz Affiliate Program-এ যোগ দিন।
- নির্দিষ্ট পণ্যের লিংক শেয়ার করুন।
- কেউ সেই লিংক দিয়ে পণ্য কিনলে আপনি ৫–১২% পর্যন্ত কমিশন পাবেন।
আপনি যদি নতুন ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে প্রতিদিন সহজেই ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
তবে নিয়মিত সেলাররা মাসে ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত আয় করে থাকেন। আর দারাজ অ্যাপ থেকে ইনকাম করা অর্থ বিকাশ , নগদ , ব্যাংক ট্রান্সফার এবং Daraz Wallet এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
৫. workupplace – দৈনিক 500 টাকা আয়ের অ্যাপস
WorkUpPlace বাংলাদেশের একটি জনপ্রিয় অনলাইন ইনকাম ওয়েবসাইট, যেখানে আপনি খুব সহজে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে ছোট ছোট অনলাইন কাজ সম্পন্ন করে ইনকাম করতে পারেন।
এটি নতুনদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম, কারণ এখানে কোনো টেকনিক্যাল স্কিল ছাড়াই কাজ শুরু করা যায়।WorkUpPlace–এ বিভিন্ন ধরণের কাজ পাওয়া যায়, যেমনঃ
- Facebook Like / Page Follow
- YouTube Video Watch
- App Download
- Link Share
- Data Entry
প্রতিটি ছোট কাজের বিনিময়ে আপনি নির্দিষ্ট টাকা পাবেন। দিনে বেশি কাজ করলে ইনকামও বাড়বে।
পেমেন্ট সিস্টেমঃ
- বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে পেমেন্ট পাওয়া যায়।
- মিনিমাম উইথড্র: ২০০ টাকা।
- সাধারণত কাজ জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পেমেন্ট রিলিজ হয়।
নিয়মিত কাজ করলে দৈনিক ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব।আর রেফার সিস্টেম ব্যবহার করলে ইনকাম আরও বাড়ানো যায়।
কেন মোবাইল অ্যাপ দিয়ে ইনকাম করবেন?
অনেকেই এখন ফুল-টাইম চাকরির পাশাপাশি পার্টটাইম ইনকাম করতে চান। মোবাইল অ্যাপগুলো সেই সুযোগ এনে দিয়েছে।দৈনিক 500 টাকা আয়ের অ্যাপস থেকে কেন ইনকাম করবেন বিস্তারিতঃ
- মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনি ইচ্ছামত যেকোনো সময়ে কাজ করে ইনকাম করতে পারবেন।
- মোবাইল অ্যাপ ব্যবহার করে ইনকাম করার ধরা বাধা কোনো নিয়ম নেই। আপনি চাইলে ইচ্ছামত কাজ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন।
- এছাড়াও ফ্রি মোবাইল অ্যাপগুলোতে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না, ফ্রিতেই আপনি একাউন্ট খুলে ইনকাম করতে পারেন।
- আর খুব সহজেই কাজ শুরু করা যায়, নির্দিষ্ট কোন যোগ্যতা বা দক্ষতার প্রয়োজন নেই।
- বিকাশ এবং নগদের মাধ্যমে ইনস্ট্যান্ট পেমেন্ট গ্রহণ করতে পারবেন। এটি হল সবচেয়ে বড় সুবিধা।
শেষ কথা – দৈনিক 500 টাকা আয়ের অ্যাপস
আজকাল অনলাইন ইনকাম করা খুবই সহজ, যদি আপনি সঠিক অ্যাপ বেছে নিতে পারেন। উপরে দেওয়া অ্যাপগুলো ব্যবহার করে আপনি দৈনিক 500 টাকা ইনকাম করতে পারবেন একদম ঘরে বসে।
মোবাইল দিয়ে ইনকাম শুরু করতে এখনই এই অ্যাপগুলো ডাউনলোড করুন এবং আপনার ফ্রি সময়কে কাজে লাগান। আজকে এই পর্যন্ত শেষ করছি, আপনাদের কোন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন।দেখা হবে নতুন অনলাইন ইনকাম পোস্ট নিয়ে।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই—পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






