বিকাশে পেমেন্ট করে এমন সাইট – সেরা ৪টি

বিকাশে পেমেন্ট করে এমন সাইটগুলো ব্যবহার করে আপনি সহজেই ইনকাম করতে পারবেন। বর্তমান সময়ে বিকাশ পেমেন্ট পাওয়ার অনেক ওয়েবসাইট রয়েছে,

যেখানে আপনি ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। আজ আমরা বিকাশ পেমেন্ট করে এমন কয়েকটি সেরা ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব। যেখানে আপনি কাজ করে ১০০% পেমেন্ট নিতে পারেন। 

বিকাশে পেমেন্ট করে এমন সাইট – সেরা ৪টি 

বর্তমানে ঘরে বসে মোবাইল দিয়ে ইনকাম করা অনেক সহজ। আপনি যদি এমন কিছু ওয়েবসাইট খুঁজে থাকেন যেগুলো বিকাশে পেমেন্ট করে, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

এখানে আমরা জানব ২০২৫ সালের সেরা ৪টি বিকাশে পেমেন্ট করা অনলাইন ইনকাম সাইট সম্পর্কে, যেগুলো থেকে আপনি রিয়েল ইনকাম পেতে পারেন।  

১. Swagbucks – সার্ভে ও ভিডিও দেখে ইনকাম

Swagbucks হলো একটি বিশ্বস্ত বিকাশে পেমেন্ট করে এমন সাইট। আপনি এখানে নানা ধরনের মিনি টাস্ক করে ইনকাম করতে পারেন। এই ওয়েবসাইটটিতে আপনি বিভিন্ন ধরনের ছোট ছোট টাস্ক যেমনঃ ভিডিও দেখা , সার্ভে করা ,গেম খেলা ,অ্যাপ ডাউনলোড করা ও লিংকে ক্লিক করে ইনকাম করতে পারবেন।

এই ধরনের ছোট ছোট কাজগুলো সাইটটিতে করা যায়। আর এই কারণে সাইটে কাজ করার জন্য কোন যোগ্যতার প্রয়োজন নেই। ইন্টারনেট ও মোবাইল ব্যবহারে বেসিক নলেজ থাকলেই আপনি কাজগুলো করে ইনকাম করতে পারবেন।

অবশ্যই পড়ুনঃ

তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও অফিশিয়াল অ্যাপ রয়েছে। অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও অফিশিয়াল ওয়েবসাইট থেকেও অ্যাকাউন্ট খুলে ইনকাম করা শুরু করা যাবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট হলো swagbucks.com। 

আরো পড়ুনঃ  প্রতি সপ্তাহে 4000 টাকা পর্যন্ত আয় করুন সেরা ২৫টি উপায়ে

আপনি এখানে সাইটটিতে ভিজিট করে সরাসরি জিমেইল দিয়ে একাউন্ট খুলে নিতে পারবেন। এর জন্য প্রথমে সাইটটিতে ভিজিট করুন এবং Continue with google লেখাটিতে ক্লিক করুন। এতে করে আপনার সরাসরি গুগল দিয়ে একাউন্ট খোলা হয়ে যাবে। 

weerrt

পাশাপাশি আপনি গুগল প্লে স্টোর থেকে তাদের অ্যাপটি ডাউনলোড করেও একাউন্ট খুলতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে Swagbucks লিখে সার্চ করুন।

এরপর জিমেইল দিয়ে ফ্রি একাউন্ট খুলুন। একাউন্ট খোলা হলে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি সিলেক্ট করে কাজ শুরু করতে পারবেন। প্রথম থেকে আপনার কাজ করতে হয়তো কিছুটা সমস্যা হতে পারে, তবে ধীরে ধীরে আপনি দক্ষ হয়ে গেলে কাজগুলো করে সহজে প্রতিদিন আয় করতে পারবেন।

আপনি এখানে অর্জিত ডলার PayPal বা Gift Card এর মাধ্যমে তুলতে পারেন। পরে সহজেই বিকাশে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।নিয়মিত ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে $3–$5 পর্যন্ত ইনকাম করে।

বিকাশে পেমেন্ট করে এমন সাইট
বিকাশে পেমেন্ট করে এমন সাইট

ইতিমধ্যেই তাদের অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে 10 মিলিয়ন এর বেশি বার ডাউনলোড হয়েছে। আর তাদের অ্যাপের রেটিং ৪.৩। যা দেখে বুঝতেই পারছেন অ্যাপটি খুবই বিশ্বস্ত।

এখানে কাজ করলে আপনি ইনকাম করতে পারবেন। যেহেতু এখানে সরাসরি ডলারের পেমেন্ট নিতে হয়, তবে আপনি চাইলে পেপালে ডলার পেমেন্ট নিয়ে পরবর্তীতে বিকাশের মাধ্যমে টাকায় রূপান্তর করতে পারেন। 

২. TimeBucks – বিকাশে পেমেন্ট করে এমন সাইট

বিকাশে পেমেন্ট করে এমন সাইট হল TimeBucks। এটি একটি বিশ্বস্ত অনলাইন ইনকাম প্লাটফর্ম, যেখানে আপনি বিভিন্ন ধরনের ছোট ছোট টাস্ক গুলো সম্পন্ন করে প্রচুর আয় করতে পারবেন।

তাদের কোন অফিসিয়াল অ্যাপ নেই, তবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। যেখানে আপনি রেজিস্ট্রেশন করে ফ্রিতে ইনকাম শুরু করতে পারবেন।

নতুন ইউজাররা ওয়েবসাইটটিতে একাউন্ট খুললেই সরাসরি ৪০ টাকা বোনাস পেয়ে যাবেন। এছাড়াও এই সাইটটিতে আরো বোনাস পাওয়ার বিভিন্ন উপায় রয়েছে।

বিশেষ করে আপনি বন্ধুদের মাঝে তাদের ওয়েবসাইটটি শেয়ার করলেই রেফার বোনাস পেয়ে যাবেন। আর এখানে রেফার বোনাস থেকে ভালো পরিমাণ আর্নিং করা যায়।

আরো পড়ুনঃ  অনলাইনে টাকা আয় করার অ্যাপ 2025

এই সাইট থেকে আয় করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে TimeBucks লিখে সার্চ করবেন। এরপর Continue with google লেখাটিতে ক্লিক করবেন, তাহলে আপনি সরাসরি জিমেইল দিয়েই ফ্রিতে একাউন্ট খুলে নিতে পারবেন।

বিকাশে পেমেন্ট করে এমন সাইট
বিকাশে পেমেন্ট করে এমন সাইট

এখন খোলার পর আপনাকে 0.30 ডলার বোনাস দেওয়া হবে। যা আপনার ওয়ালেটে জমা থাকবে। এরপর আপনি বিভিন্ন ধরনের টাস্ক সিলেক্ট করে সম্পন্ন করে আয় করতে পারবেন।

আর এখানে খুব সহজে ইনকাম করা যায়, সর্বনিম্ন ১০ ডলার হলেই বিভিন্ন মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। বিকাশে পেমেন্ট পাওয়ার জন্য ক্রিপ্টো কারেন্সি পদ্ধতিতে পেমেন্ট গ্রহণ করবেন। 

বিটকয়েন অথবা লাইট কয়েন এর মাধ্যমে ক্রিপ্টো কারেন্সি পেমেন্ট নিবেন। বাইনান্স এক্সেঞ্জারে বিটকয়েনে পেমেন্ট নিয়ে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।

বাইনান্স থেকে সহজেই বিভিন্ন ধরনের কারেন্সি কয়েন বিক্রি করে বিকাশের মাধ্যমে টাকাতে নেওয়া যায়। এই সাইটটিতে ছোট ছোট বিভিন্ন কাজ করা যায় যেমনঃ

  • ভিডিও দেখে ইনকাম
  • সার্ভে করে ইনকাম
  • Ads দেখা
  • রেফারেল ইনকাম

প্রতি সপ্তাহে তারা পেমেন্ট দেয়, এবং বিকাশ বা Nagad এ এক্সচেঞ্জ করে টাকা তোলা যায়।মিনিমাম উইথড্র $10, যা তুলনামূলকভাবে অনেক কম।

৩. techtunes.io

আপনি কি বাংলায় লেখালেখি করতে পছন্দ করেন, তাহলে বাংলা লেখালেখি কি কাজে লাগিয়েই এই সাইটের মাধ্যমে প্রতিদিন টাকা ইনকাম করতে পারেন।

হ্যাঁ বন্ধুরা টেকটিউন্স সাইটে বাংলা কনটেন্ট লেখালেখি করে প্রতি সপ্তাহে টাকা ইনকাম করা যায়। এই সাইটে সাধারণত টেকনোলজি বিষয়ে কন্টেন্ট লিখতে হয়।

যদি আপনার কনটেন্ট লেখার পূর্ব অভিজ্ঞতা থাকে, তাহলে অনেক বেশি টাকা আয় করতে পারবেন। আর এসইও অপটিমাইজ আর্টিকেল লিখলেই আপনি তাদের সাইটে পার্মানেন্ট জব করতে পারবেন।

তাদের ওয়েবসাইটে বাংলা আর্টিকেল রাইটিং জব স্থায়ী করার জন্য তাদের নীতিমালা অনুযায়ী কনটেন্ট লিখতে হয়। তাদের সকল শর্তগুলো পূরণ করলেই আপনি কনটেন্ট লিখে আয় করতে পারবেন।

আপনি অনলাইন ইনকাম, প্রযুক্তি ও টেকনোলজি বিষয়ে নিয়ে তাদের techtunes সাইটে কন্টেন্ট লিখতে পারবেন। আপনার এখন যে বিষয়টি ভালো লাগে সেই বিষয় নিয়ে লেখালেখি করুন। আরো বিস্তারিত জানার জন্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট টেকটিউন্স  সাইটে ভিজিট করুন।

আরো পড়ুনঃ  একাউন্ট খুলে টাকা ইনকাম করুন ১২টি সেরা উপায়ে

আর সর্বশেষ শুনে রাখুন, তারা সাধারণত সাপ্তাহিক বিকাশের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করে থাকে। চাইলে আপনি নগদের মাধ্যমেও পেমেন্ট গ্রহন করতে পারবেন। তাই বলা যায় এটি একটি বিকাশে পেমেন্ট করে এমন সাইট। 

৪. offernation – বিকাশে পেমেন্ট করে এমন সাইট

OfferNation হলো একটি লিজিট ইনকাম সাইট, যেখানে আপনি সহজ টাস্ক ও সার্ভে সম্পূর্ণ করে দ্রুত ইনকাম করতে পারবেন।এখানে প্রতিটি টাস্কের পেমেন্ট তুলনামূলক বেশি, এবং সবচেয়ে ভালো দিক হলো পেমেন্ট প্রসেস খুব দ্রুত।

OfferNation থেকে ইনকাম করা অর্থ আপনি PayPal বা Skrill এর মাধ্যমে তুলে সহজেই বিকাশে নিতে পারেন।এই সাইটটি নতুনদের জন্য একদম পারফেক্ট, কারণ এতে কাজের ধরন সহজ এবং রেফারেল বোনাসও পাওয়া যায়।

বিকাশে পেমেন্ট করে এমন সাইট
বিকাশে পেমেন্ট করে এমন সাইট

বিকাশে পেমেন্ট নেওয়ার প্রক্রিয়া

বেশিরভাগ আন্তর্জাতিক ইনকাম সাইট সরাসরি বিকাশে টাকা দেয় না, তবে আপনি PayPal, Skrill বা Payeer ব্যবহার করে টাকা নিয়ে বাংলাদেশের এক্সচেঞ্জ সার্ভিসের মাধ্যমে বিকাশে রূপান্তর করতে পারেন।এই প্রক্রিয়াটি নিরাপদ ও দ্রুত।

শেষ কথা – বিকাশে পেমেন্ট করে এমন সাইট 

অনলাইন ইনকাম এখন অনেক সহজ এবং বিশ্বাসযোগ্য। উপরের ৪টি সাইট (Swagbucks, TimeBucks, techtunes, OfferNation) হলো সবচেয়ে জনপ্রিয় বিকাশে পেমেন্ট করা ইনকাম সাইট।

আপনি চাইলে আজ থেকেই কাজ শুরু করে মাসিক ভালো ইনকাম তুলতে পারেন।ধৈর্য আর নিয়মিত চেষ্টাই অনলাইন ইনকামের আসল চাবিকাঠি।

FAQs – বিকাশে পেমেন্ট করে এমন সাইট 

imeBucks থেকে বিকাশে পেমেন্ট নেওয়া যায় কি?

হ্যাঁ, TimeBucks বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় বিকাশ পেমেন্ট সাপোর্টেড সাইটগুলোর একটি। আপনি সরাসরি বা এক্সচেঞ্জ সার্ভিসের মাধ্যমে বিকাশে টাকা তুলতে পারবেন।

কোন সাইটে সবচেয়ে দ্রুত পেমেন্ট পাওয়া যায়?

OfferNation এবং TimeBucks তুলনামূলকভাবে দ্রুত পেমেন্ট প্রদান করে।OfferNation-এ সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই পেমেন্ট রিকোয়েস্ট প্রসেস হয়ে যায়।

মোবাইল দিয়েও কি ইনকাম করা যায়?

অবশ্যই!উপরের সব সাইটেই আপনি মোবাইল বা কম্পিউটার দুটো দিয়েই কাজ করতে পারবেন।বিশেষ করে Swagbucks ও TimeBucks মোবাইল ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম।

Leave a Comment