৯টি সেরা উপায়ে লিংক শেয়ার করে ইনকাম করুন

লিংক শেয়ার করে ইনকাম করার নানা ধরনের উপায় রয়েছে। এই উপায়গুলোর মধ্যে আমরা সবচেয়ে কার্যকরী উপায়গুলোও তুলে ধরার চেষ্টা করব। লিংক শেয়ার করে বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন। কোন কোন উপায়ে সহজে ইনকাম করা যায় তা নিয়ে বিস্তারিত থাকছে আর্টিকেলটিতে।

বর্তমানে অনলাইনে হাজার হাজার সাইট আছে, যার মধ্যে কিছু সাইট রয়েছে যেগুলো লিংক শেয়ার করে ইনকাম করার সুযোগ দিয়ে থাকে। সেখানে আপনি তাদের লিংক শেয়ার করে অ্যাফিলিয়েট মার্কেটিং করার বিনিময়ে আয় করতে পারবেন।

এছাড়াও রেফারেল প্রোগ্রাম থাকে, অর্থাৎ আপনি তাদের লিংক রেফারেল করেও বোনাস নিয়ে আয় করতে পারবেন। এবার চলুন লিংক শেয়ার করে কিভাবে ইনকাম করা যায় তা জেনে নেওয়া যাক। 

ভূমিকা

বর্তমান ডিজিটাল যুগে ঘরে বসেই মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে ইনকাম করা অনেক সহজ হয়েছে। তার মধ্যে লিংক শেয়ার করে ইনকাম করা একটি জনপ্রিয় ও সহজ উপায়। শুধু একটি লিংক কপি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেই আপনি ইনকাম করতে পারবেন ,শুনে অবাক হলেও সত্যি! 

আরো পড়ুনঃ ১১০০০ টাকা ফ্রি ইনকাম করার উপায়

আরো পড়ুনঃ একাউন্ট খুললেই ৫ থেকে ১০ ডলার বোনাস 

আজকে আমরা জানবো কীভাবে আপনি লিংক শেয়ার করে টাকা উপার্জন করতে পারেন, কোন প্ল্যাটফর্ম ব্যবহার করবেন এবং কীভাবে শুরু করবেন একদম শুরু থেকে।

লিংক শেয়ার করে ইনকাম করার উপায়

লিংক শেয়ার করে ইনকাম করার উপায় হচ্ছে একটি জনপ্রিয় অনলাইন ইনকাম মেথড যেখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট, সার্ভিস বা কনটেন্টের লিংক শেয়ার করে টাকা উপার্জন করতে পারেন। নিচে বিস্তারিতভাবে কিছু জনপ্রিয় উপায় তুলে ধরা হলোঃ

লিংক শেয়ার করে টাকা ইনকাম করার ৯টি কার্যকর পদ্ধতিঃ 

1. অ্যাফিলিয়েট মার্কেটিং

অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে সহজে অনলাইনের মাধ্যমে ইনকাম করা সম্ভব। বর্তমানে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান আছে যেখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন।

ই-কমার্স প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম রেজিস্ট্রেশন করে সেখান থেকে অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করে শেয়ার করেন মাধ্যমে আপনি প্রতি সেল থেকে কমিশন পাবেন।

ই-কমার্স প্রতিষ্ঠানের বা ওয়েবসাইটের যত প্রোডাক্ট বিক্রি করে দিতে পারবেন তত বেশি আপনি কমিশন পাবেন। এভাবে অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে টাকা ইনকাম করা যায়।

আরো পড়ুনঃ  ১১ হাজার টাকা ফ্রি ইনকাম করুন ৮টি সেরা উপায়ে

তাই সকলকে বলবো বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করুন। আর লিংক শেয়ার করে টাকা ইনকাম করুন। 

কিভাবে কাজটি শুরু করবেন? 

  • সর্বপ্রথম যে কোন একটি অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হয়ে নিন। কিছু জনপ্রিয় অ্যাফিলিয়েট প্রোগ্রাম হলঃ Amazon, Daraz, ClickBank, CJ Affiliate,Fiverr Affiliate,Digistore24। 
  • এখন তাদের নির্দিষ্ট প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক জেনারেট করুন। 
  • ফেসবুক, ব্লগ, ইউটিউব বা WhatsApp-এ শেয়ার করুন।
  • কেউ লিংকে ক্লিক করে প্রোডাক্টটি ক্রয় করলে আপনি কমিশন পাবেন।
  • এভাবে লিংক শেয়ার করে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করা যায়।

2. URL Shortener ব্যবহার করে ইনকাম

এটি মূলত নির্দিষ্ট কোন লিংকে ছোট করার একটি টুলস। আপনি যেকোনো একটি নির্দিষ্ট লিংক এই টুলস এর সাহায্যে ছোট করতে পারেন।

আর এই লিংক ব্যবহার করে বিভিন্নভাবে ইনকাম করা যায়। লিংকটি শেয়ার করলে ভিজিটর ক্লিক করলেই আপনি টাকা ইনকাম করতে পারবেন।

বর্তমানে অনেক ওয়েবসাইট রয়েছে যাদের লিংক শেয়ার করে উপার্জন করা যায়। লিংক শেয়ার করার জন্য প্রথমে লিংকটি ছোট করে নিতে হয়।

তার জন্য আপনারা এই টুলস ব্যবহার করতে পারেন। এটি ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন। এবার চলুন জেনে আসি কিভাবে ইনকাম করবেন?

কিভাবে URL Shortener ব্যবহার করে ইনকাম করবেন? 

  • আপনার নিজের কোনো ইউজফুল আর্টিকেল বা ভিডিওর লিংক কপি করুন। এটি হতে পারে আপনার ব্লগিং সাইটের আর্টিকেল অথবা ইউটিউব চ্যানেলের ভিডিও। 
  • URL Shortener সাইটে গিয়ে ছোট লিংক তৈরি করে নিন।
  • এখন এই ছোট লিংকটি ফেসবুক গ্রুপ, ইউটিউব বা ব্লগে শেয়ার করুন।
  • এখানে প্রতি হাজার ভিউতে $5–$10 পর্যন্ত ইনকাম করা সম্ভব।
  • তবে বিভিন্ন সাইট অনুযায়ী আলাদা আলাদা ইনকাম দিয়ে থাকে।
  • যদি আপনি অ্যাড দেখিয়ে ইনকাম করেন, সেই ক্ষেত্রে 5 থেকে 10 ডলার খুব সহজেই আয় করা যাবে।

3. CPA মার্কেটিং (Cost Per Action)

CPA নেটওয়ার্কে কাজ করে আপনি যখন কাউকে রেজিস্ট্রেশন, অ্যাপ ইন্সটল, ইমেইল সাবমিট করাতে পারবেন, এখন আপনি ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি ইনকাম পাবেন।

এখানে মূলত আপনার কাজ হল অন্য কাউকে দিয়ে বিভিন্ন অ্যাপসে একাউন্ট খোলানো এবং রেজিস্ট্রেশন করানো। তাছাড়া অ্যাপ ইনস্টল কাজ দিয়েও আয় করা যায়।

আপনি অন্যদের দিয়ে অ্যাপ ইন্সটল কাজগুলো করাতে পারেন এবং তার বিনিময়ে আপনি নির্দিষ্ট কমিশনে ইনকাম পাবেন।

মূল কথা হলো আপনার লিংকটি শেয়ার করে তাদের দিয়ে একাউন্ট খোলানো , অ্যাপ ইন্সটল করা ইত্যাদির মাধ্যমে আয় করতে পারবেন। সিপিএ মার্কেটিং করার বিভিন্ন ধরনের সাইট রয়েছে যেমনঃ

  • CPAlead
  • MaxBounty
  • OGAds

আপনি উল্লেখযোগ্য সাইটগুলোতে একাউন্ট খুলে তাদের লিংক শেয়ার করে সিপিএ মার্কেটিং করে বিভিন্ন উপায়ে আয় করতে পারবেন। 

উদাহরণঃ কেউ একটি ফ্রি গেম অ্যাপ ডাউনলোড করলেই আপনি ১ থেকে ৩ ডলার পেতে পারেন। 

আরো পড়ুনঃ  ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে ২০২৫

4. ই-কমার্স রেফারেল লিংক (Daraz, AjkerDeal, PriyoShop)

বর্তমান সময়ে প্রায় প্রতিটি বাংলাদেশী সাইটগুলোই রেফারেল প্রোগ্রাম চালু করেছে। বিশেষ করে ই-কমার্স সাইটগুলো অনেক আগে থেকে রেফারেল ক্যাম্পেইন চালু করে রেখেছে।

আপনি তাদের রেফারেল প্রোগ্রামে রেজিস্ট্রেশন করে লিংকটি কপি করে শেয়ার করার মাধ্যমে বিভিন্নভাবে ইনকাম করে নিতে পারবেন।

রেফারেল লিংকটি বন্ধু-বান্ধব , পরিচিত ও অপরিচিত ব্যক্তিদের সাথে শেয়ার করতে পারেন। এখন কোন ব্যক্তি যদি আপনার রেফার লিংক থেকে প্রোডাক্টগুলো ক্রয় করে থাকে তাহলে আপনি ইনকাম করতে পারবেন। 

ইনকাম করার উপায়ঃ

  • Daraz Affiliate Program অথবা যেকোনো এফিলিয়েট প্রোগ্রামে জয়েন করুন। 
  • প্রোডাক্ট লিংক শেয়ার করে প্রতিটি সেল থেকে কমিশন পাবেন।
  • তাই আপনার পছন্দ অনুযায়ী নির্দিষ্ট প্রোডাক্টের লিংক শেয়ার করুন।
  • আপনি চাইলে এফিলিয়েট লিংকগুলো ফেসবুকে , ইউটিউবে , ব্লগিং প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন।

5. কোর্স বা সফটওয়্যার রেফারেল করে ইনকাম

অনেক কোর্স প্ল্যাটফর্ম যেমন Udemy, Coursera, বা সফটওয়্যার কোম্পানি (যেমন Canva, Grammarly) অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। আপনি তাদের এফিলিয়েট প্রোগ্রামে যোগদান করে রেফারেল করার মাধ্যমে সরাসরি ডলার ইনকাম করতে পারেন। তাছাড়াও কোর্স মাস্টার হয়ে কোর্স করানোর মাধ্যমে ইনকাম করার সুযোগ থাকছে।

বিভিন্ন সফটওয়্যার কোম্পানি রয়েছে তাদের সফটওয়্যার গুলোর লিংক শেয়ার করে আপনি তাদের গ্রাহক সংখ্যা বাড়াতে পারেন এবং গ্রাহক সংখ্যা বাড়ানোর মাধ্যমে আপনি নির্দিষ্ট ক্রেডিট ফি ইনকাম করতে পারবেন যা পরবর্তীতে ডলার এ পেমেন্ট পাওয়া সম্ভব। এভাবে কোর্স সফটওয়্যার এর রেফারেল করে আয় করা যায়। 

নিজের ব্লগ বা ইউটিউবে লিংক শেয়ার করে ইনকাম

নিজের প্ল্যাটফর্ম থাকলে সেখানে রিভিউ বা ইনফো কনটেন্ট দিয়ে লিংক যুক্ত করে সহজে ট্রাফিক আনা যায়। এতে CTR ও ইনকাম বেশি হয়। এ পদ্ধতিতে আপনি ট্রাফিক সংখ্যা বাড়িয়ে ইনকাম করতে পারেন।

আপনারা ব্লগিং ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিউজ এনে লিংকে ক্লিক সংখ্যা বাড়িয়ে ইনকামের পরিমাণ বাড়াতে পারেন। অনেক ধরনের সাইট রয়েছে যেখানে আপনি রেজিস্ট্রেশন করে তাদের লিংকগুলো সরাসরি শেয়ার করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।

সেই লিংকগুলো আপনি ব্লগিং সাইটে অথবা ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করতে পারেন। কোন ভিজিটর যদি সেই লিংকগুলোতে ক্লিক করে তাহলে আপনার প্রচুর ইনকাম হবে। অনেক বেশি ক্লিক করলে প্রতিদিন আপনি পাঁচ থেকে দশ ডলার অথবা ২০ ডলারের বেশি ইনকাম করতে পারবেন।

এই ধরনের ইনকামগুলো সাধারণত অ্যাড নেটওয়ার্ক কোম্পানি দিয়ে থাকে। তাই ইন্টারনেটে এড নেটওয়ার্ক কোম্পানিগুলোর সাইটগুলোতে একাউন্ট খুলে তাদের লিংক শেয়ার করে এভাবে আয় করতে পারেন। 

7. সোশ্যাল মিডিয়া গ্রুপ ও পেজ ব্যবহার

আপনার যদি ফেসবুক পেজ, গ্রুপ, বা টেলিগ্রাম চ্যানেল থাকে, তাহলে আপনি সেগুলো ব্যবহার করে লিংক শেয়ার করে আয় করতে পারেন। এই উপায়ে লিংক শেয়ার করে প্রচুর ট্রাফিক পাওয়া যায়। আর আপনার লিংকে ক্লিক করার সংখ্যাও বেশি হবে যার ফলে আপনি অনেক টাকা আয় করতে পারবেন।

আরো পড়ুনঃ  গেম খেলে কিভাবে টাকা ইনকাম করা যায় জেনে নিন

কারণ লিঙ্কে যত বেশি মানুষ ক্লিক করবে তত বেশি আপনি বিজ্ঞাপন দেখিয়ে অথবা বিভিন্ন মাধ্যমে ইনকাম করতে পারবেন। তাই এই উপায় ব্যবহার করে আপনি লিংক শেয়ার করে ইনকাম করতে পারেন। 

8. WhatsApp/ Messenger মার্কেটিং

হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে গ্রুপ খুলে আপনি পরিচিতদের মাঝে প্রোডাক্ট এর লিংক শেয়ার করে বা রেফারেল করে ইনকাম করতে পারেন। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপে অনেক মেম্বার থাকতে হবে।

তাছাড়াও হোয়াটসঅ্যাপে পরিচিতদের সাথে লিংক গুলো শেয়ার করতে পারেন এবং সেল জেনারেট করে আপনি উপার্জন করতে পারেন। তবে এক্ষেত্রে খুব একটা বেশি ইনকাম করা সম্ভব হয়ে ওঠে না। তাই আমার মতে আপনারা অন্যান্য উপায় ব্যবহার করে লিংক শেয়ার করে ইনকাম করুন। 

9. Direct Link শেয়ার করে ইনকাম

বর্তমান সময়ে অনেক এড নেটওয়ার্ক কোম্পানি রয়েছে যেখানে আপনি রেজিস্ট্রেশন করে ডাইরেক্ট লিংক শেয়ার করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।

তাদের লিংক শেয়ার করে ইনকাম করার একটি মাধ্যম রয়েছে। আপনি এড নেটওয়ার্ক সাইট গুলোতে রেজিস্ট্রেশন করে Direct Link নামক একটা অপশন পাবেন।

সেই অপশনটিতে ক্লিক করে Direct Link সংগ্রহ করতে হবে। এরপর আপনি Direct Link বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ভিজিটর আনার মাধ্যমে লিংক থেকে আয় করতে পারবেন।

আপনার শেয়ার করা Direct Link টিতে কোন ব্যক্তি ক্লিক করলেই আপনি সরাসরি ইনকাম করতে পারবেন। তা যত বেশি মানুষ ক্লিক করবে তত বেশি আপনার ইনকাম হবে। এক কথায় এখানে ক্লিক করে টাকা ইনকাম করতে পারছেন।

যত বেশি Direct Link টিতে ক্লিক হবে তত বেশি আপনার ইনকাম হবে। তাই বেশি বেশি লিংকটি শেয়ার করুন। বর্তমানে যে সকল এড নেটওয়ার্ক Direct Link অপশন সাপোর্ট করে সেগুলো হলোঃ

  • Adsterra
  • Monitag
  • Advertika

তবে উল্লেখযোগ্য সাইডগুলোর মধ্যে Adsterra Direct Link ফিচার থেকে অনেক টাকা আয় করা যায়। যার কারণে এটি বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। Direct Link আপনার ব্লগে শেয়ার করে অথবা ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করেও ইনকাম করতে পারেন। এভাবে ক্লিক করে টাকা ইনকাম করা যায়। 

উপসংহার – লিংক শেয়ার করে ইনকাম

লিংক শেয়ার করে ইনকাম করা এখনো ২০২৫ সালে একটি কার্যকর ইনকাম সোর্স। তবে সফল হতে হলে কনসিস্টেন্সি, বিশ্বাসযোগ্যতা এবং সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়া জরুরি। আপনি যদি নিয়মিত কাজ করেন এবং মানসম্পন্ন কনটেন্টের সাথে লিংক শেয়ার করেন তাহলেই ইনকাম অবশ্যই সম্ভব।

এমন টাইপের আরো অনলাইন ইনকাম সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটের ইনকাম ক্যাটাগরিতে ঘুরে আসতে পারেন। আর অন্যদের ইনকাম করতে সহায়তা করতে পোস্টটি শেয়ার করতে পারেন। 

Leave a Comment