Swagbucks সাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করলেই ৫ ডলার বোনাস সরাসরি পেয়ে যাবেন। তবে এই বোনাস আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন না। বিভিন্ন কাজ করার মাধ্যমে এই বোনাসটি আপনাকে খরচ করতে হবে।
মূল কথা হলো পেইড কাজগুলো এই বোনাস ব্যবহার করে করার মাধ্যমে এক্সট্রা আয় করতে হবে। তবে বলতে গেলে ৫০০ টাকা বোনাস পেয়ে যাচ্ছেন যা দিয়ে আপনি বিভিন্ন ধরনের পেইড কাজগুলো করার মাধ্যমে প্রচুর আয় করতে পারবেন। এবার চলুন বিস্তারিত জানা যাক কিভাবে Swagbucks সাইটে সাইন আপ বোনাস 500 নেওয়া যায়।
আরো পড়ুনঃ ডেইলি ৫০০ টাকা ইনকাম করার উপায়
আরো পড়ুনঃ টাকা আয় করার বাংলাদেশি ওয়েবসাইট
বর্তমানে আধুনিক যুগে ঘরে বসে অনলাইনে ইনকাম করার নানা ধরনের উপায় রয়েছে। তার মধ্যে Swagbucks একটি জনপ্রিয় এবং বিশ্বস্ত GPT (Get-Paid-To) সাইট। তবে তাদের অফিসিয়াল অ্যাপটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। Swagbucks সার্চ করবেন গুগল প্লে স্টোরে।
আর মোবাইল ফোন ইন্সটল করে একাউন্ট খুলে নিন। এই সাইটটিতে আপনি নানা রকম সহজ কাজ করে আয় করতে পারবেন। Swagbucks থেকে কিভাবে ইনকাম করা যায় এবং কিভাবে বোনাস পাবেন তা সম্পর্কে এখন বিস্তারিত জানাবো। তাই শেষ পর্যন্ত আর্টিকেলের সাথে থাকুন।
Swagbucks সাইটে সাইন আপ বোনাস 500
এটা আপনি সরাসরি জিমেইল দিয়ে একাউন্ট খুলে নিতে পারবেন। তবে ৫০০ টাকা অথবা ৫ ডলার বোনাস নেওয়ার জন্য রেফার কোড ব্যবহার করতে হবে। রেফারেল লিংক থেকে একাউন্ট খুললে আপনি আশা করি পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন।
রেফারেল লিংক থেকে একাউন্ট খুলুন আর বোনাস নিয়ে নিন। রেফার লিংক থেকে সাইটটিতে প্রবেশ করে জিমেইল নামে অপশন পাবেন সেখানে সরাসরি ক্লিক করবেন এবং পারমিশন দিয়ে একাউন্ট তৈরি করে নিবেন।
একাউন্ট ভেরিফাই করার পর আপনি বিভিন্ন ধরনের কুইজ খেলেও সার্ভে করে আয় করতে পারবেন। এখানে পয়েন্ট আকারে ইনকাম হয়। তাই বেশি বেশি পয়েন্ট করার চেষ্টা করুন।
Swagbucks থেকে ইনকাম করার সেরা ৮টি উপায়
শুধু বোনাস নিলেই আপনি সেটি তুলতে পারবেন না। আপনাকে অবশ্যই সাইটটিতে বা অ্যাপটিতে কাজ করার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট পর্যন্ত কালেক্ট করলেই পেমেন্ট নিতে পারবেন। এখানে প্রতিটি কাজের বিনিময়ে সাধারণত SB পয়েন্ট দেওয়া হয়।
এই পয়েন্ট সংগ্রহ করে এক্সচেঞ্জ করে আপনি গিফট কার্ড ও পেপাল এর মাধ্যমে ডলারে উত্তোলন করতে পারবেন। এবার চলুন ইনকাম করার উপায় গুলো জানা যাক।
১. অনলাইন সার্ভে পূরণ করে টাকা আয়
Swagbucks অ্যাপটিতে প্রতিদিন প্রচুর সার্ভে হয়ে থাকে। যেখানে আপনি অংশগ্রহণ করে সার্ভে করার বিনিময়ে তাদের পয়েন্টগুলো সংগ্রহ করতে পারেন। আপনার প্রোফাইল অনুযায়ী উপযুক্ত সার্ভে সিলেক্ট করে অংশগ্রহণ করুন এবং প্রতিটি সার্ভে শেষ করলেই আপনি পাবেন ১০ থেকে ১০০০+ SB পয়েন্ট।
তবে সার্ভে যদি আপনি সঠিক ভাবে ধৈর্য সহকারে করেন তাহলে ইনকাম বাড়ার সম্ভাবনা থাকে। ভুলভাল সার্ভে করবেন না, নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করে সার্ভে করা শুরু করুন।
২. ভিডিও দেখে আয়
Swagbucks সাইটটি আপনাকে বিভিন্ন ভিডিও (খবর, ফ্যাশন, রেসিপি, রিভিউ) দেখার সুযোগ দিবে, যার মাধ্যমে আপনি সহজেই কিছু SB অর্জন করতে পারবেন।
এখানে আপনাকে সময় নিয়ে ভিডিওগুলো দেখে পয়েন্ট অর্জন করতে হবে। যদি আপনার কাছে সময় না থাকে তাহলে এই উপায়টি অনুসরণ করা দরকার নেই।
কারণ ভিডিও দেখতে হলে অনেক সময় লাগে আপনারা সকলেই জানেন। আপনি এখানে সময় অনুযায়ী অতটা পয়েন্ট কালেক্ট করতে পারবেন না। তবে আপনার কাছে যদি অতিরিক্ত সময় থাকে তাহলে ভিডিও দেখার মাধ্যমেই পয়েন্টগুলো সংগ্রহ করতে পারেন।
৩. অফার কমপ্লিট করে ইনকাম
Swagbucks-এর “Discover Offers” সেকশনে গেলে আপনি অনেক ইনকাম করার অফার পাবেন, যেখানে আপনি অফারগুলো কমপ্লিট করে আয় করতে পারবেন। অফার গুলো হলঃ
- অ্যাপ ইনস্টল ও ট্রায়াল করা
- নতুন গেম খেলে নির্দিষ্ট লেভেল পর্যন্ত পৌঁছানো
- কোনো ওয়েবসাইটে সাইন আপ
এই ধরণের কাজের মাধ্যমে ১০০ থেকে ৫০০০+ SB ইনকাম করা যায়।
৪. অনলাইন শপিং করে ক্যাশব্যাক
Swagbucks-এর মাধ্যমে বিভিন্ন জনপ্রিয় অনলাইন শপিং সাইটে (Amazon, Walmart ইত্যাদি) অর্ডার করলেই আপনি পেতে পারেন ক্যাশব্যাক আকারে পয়েন্ট। আর এই অতিরিক্ত ক্যাশব্যাক পয়েন্ট সংগ্রহ করেই আপনি পশুর অর্থ আয় করতে পারবেন।
৫. সার্চ ইঞ্জিন ব্যবহার করে ইনকাম
Swagbucks-এর নিজস্ব সার্চ ইঞ্জিন রয়েছে, যা আপনি ব্যবহার করলে এক্সট্রা পয়েন্ট অর্জন করতে পারবেন। এটি অনেকটা লটারির মত কাজ করে, তবে এখানে আপনি ফ্রিতেই তাদের সার্চ ইঞ্জিন ব্যবহার করে পয়েন্ট সংগ্রহ করে আয় করতে পারবেন।
৬. রেফারেল করে ইনকাম
আপনার আশেপাশে পরিচিত বা বন্ধুদের সাইটটিতে একাউন্ট খুলতে উৎসাহিত করুন। এর জন্য আপনি নিজের রেফারেল লিংক সংগ্রহ করে শেয়ার করতে পারেন। তাদের রেফারেল বোনাসঃ
- একজন সাইন আপ করলেই আপনি পাবেন ৩০০ SB পর্যন্ত
- এর সাথে ইনকামের ১০% লাইফটাইম কমিশন পাবেন
৭. ডেইলি গোল পূরণ করে বোনাস
Swagbucks প্রতিদিন একটি নির্দিষ্ট টার্গেট দিয়ে থাকে, যা পূরণ করতে পারলেই এক্সট্রা কমিশন বা বোনাস পয়েন্ট অর্জন করা যায়। তাই প্রতিদিনের Daily Goal পূরণ করুন। তাহলে খুব সহজেই SB পয়েন্ট এক্সট্রা সংগ্রহ করে দ্রুত পেমেন্ট নিতে পারবেন।
৮. Swagbucks মোবাইল অ্যাপ দিয়ে ইনকাম
মোবাইল অ্যাপ ব্যবহার করলে আপনি সহজেই সার্ভে, ভিডিও, অফার এবং আরো অনেক কাজ করতে পারবেন। অ্যাপের মাধ্যমে সময় বাঁচিয়ে আয় বৃদ্ধি করা সম্ভব। সাধারণত খুব বেশি একটা কাজ করা যায় না, আপনি যদি তাদের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করেন তাহলে বিভিন্ন ধরনের কাজ করে ইনকাম করতে পারবেন।
Swagbucks পয়েন্ট (SB) রিডিম করবেন কীভাবে?
Swagbucks-এ ইনকাম করা পয়েন্ট রিডিম করার জন্য নিচের অপশনগুলো পাবেনঃ
- PayPal Cash: সরাসরি পেপাল অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন
- Gift Card: Amazon, Google Play, Walmart সহ বিভিন্ন ব্র্যান্ডের গিফট কার্ড এর মাধ্যমে পেমেন্ট নেওয়া যাবে।
১০০ SB = প্রায় ১ ডলার পাবেন। তাই যত বেশি এসবি পয়েন্ট করতে পারবেন তত বেশি ডলার আয় করতে পারবেন।
শেষ কথা – সাইন আপ বোনাস 500
Swagbucks সাইটটি থেকে আপনি সহজেই বৈধভাবে আয় করতে পারবেন। আপনি তাদের কাজ করে দেয়ার মাধ্যমে পয়েন্ট অর্জন করে উপার্জন করতে করেন। আপনি যদি অনলাইন থেকে বাড়তি ইনকাম করতে চান সেক্ষেত্রে এখানে সাইটটিতে শুরু করতে পারেন। কাজ করার জন্য অনেক ধৈর্য প্রয়োজন হয়। ধৈর্য ধরে কাজ করতে পারলে নিশ্চিতভাবে ইনকাম করে ফেলতে পারবেন।