বর্তমান সময়ে ফ্রি বোনাস সহ ইনকামের প্রচুর সাইট রয়েছে। আর এই সাইট গুলোতে আপনারা সহজেই নতুন ফ্রি সাইন আপ বোনাস নিয়ে কাজ করে ইনকাম করতে পারবেন।
যারা অনলাইনে বিনামূল্যে বোনাস নিয়ে আয় করতে চাচ্ছেন, তাদেরকে বলব অবশ্যই বিশ্বস্ত সাইটে কাজ করে ইনকাম করুন। বর্তমান সময়ে আপনি সার্চ করলেই অনলাইনে একাধিক ওয়েবসাইট পাবেন যেখানে ফ্রী বোনাস দেওয়া হয়।
তবে বোনাস দিলেও সেগুলো সরাসরি উত্তোলন করা যায় না। কিছু কাজ করার পর নির্দিষ্ট অ্যামাউন্টে পৌঁছালেই সেই বোনাস সহ ইনকাম উত্তোলন করতে পারবেন। আজকে আমরা ফ্রি বোনাস সহ ইনকামের সাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ফ্রি বোনাস সহ ইনকাম সাইট কি?
বিনামূল্যে বোনাস ইনকাম সাইটগুলোতে সাধারণত নতুন সাইন আপ বা একাউন্ট খুললেই সরাসরি ১ থেকে ৫ ডলার বোনাস পাওয়া যায়। আর এই বোনাস উত্তোলন করার জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ সম্পন্ন করতে হয়।
অবশ্যই পড়ুনঃ লাইক কমেন্ট করে ইনকাম করার সাইট
অবশ্যই পড়ুনঃ অনলাইন ইনকাম বাংলাদেশি সাইটের তালিকা
এই ধরনের সাইটগুলোকেই ফ্রী বোনাস ইনকাম সাইন্ট বলা হয়। যেখানে আপনারা সাইটগুলোতে নতুন একাউন্ট খুলেই বোনাস নিয়ে উপার্জন করা শুরু করতে পারবেন। কোন কোন সাইট গুলোতে ফ্রী বোনাস দেয় তা নিচে বিস্তারিত জানানো হলো।
জনপ্রিয় ১০টি ফ্রী বোনাস ইনকাম সাইট
বর্তমানে অনেকেই অনলাইনে ইনকাম করতে আগ্রহী, তবে শুরুতে বিনিয়োগ করতে চান না। তাদের জন্য দারুণ সুযোগ হয়ে উঠতে পারে ফ্রী বোনাস সহ ইনকাম সাইটগুলো।
এই সাইটগুলোতে আপনি একাউন্ট খুললেই বোনাস হিসেবে টাকা, কয়েন বা পয়েন্ট পান, যা ব্যবহার করে ইনকাম শুরু করা সম্ভব। চলুন জেনে নিই সেরা কিছু ফ্রী বোনাস ইনকাম সাইট ও তাদের ব্যবহারবিধি সম্পর্কে।
১. TimeBucks
এটি সম্পূর্ণ Micro Tasks প্ল্যাটফর্ম, যেখানে আপনারা সাইন আপ বোনাস নিয়ে বিভিন্ন টাইপের Micro Tasks গুলো সম্পন্ন করে ইনকাম করতে পারবেন। এই সাইটটিতে সবচেয়ে বেশি ইনকাম করা যায় ভিডিও বিজ্ঞাপন দেখে।
অর্থাৎ আপনি এখানে ভিডিও দেখে প্রচুর আয় করতে পারবেন। আর যারা এই সাইটটিতে নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা সরাসরি ১ ডলার বোনাস পেয়ে যাবেন। এই বোনাস নিয়ে আপনি অন্যান্য বিভিন্ন ধরনের পেইড Micro Tasks গুলো করতে পারবেন। এতে করে অনেক বেশি ইনকাম করা সম্ভব।
এই সাইটটিতে অ্যাকাউন্ট খুলে ফ্রিতে বিনামূল্যে মাইক্রো কাজগুলো করতে পারবেন। বিভিন্ন ধরনের Micro Tasks করা যায় যেমনঃ ভিডিও দেখা , ওয়েব টেস্ট করা , অ্যাপ টেস্ট , অ্যাপ ডাউনলোড , গেম খেলা , সার্ভে করা ইত্যাদি।
বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনি ইনকাম করা অর্থ উত্তোলন করতে পারবেন। পেমেন্ট পদ্ধতিগুলো হলঃ Payoneer, Bitcoin, Airtm।
তাই সর্বশেষ বলবো যদি ফ্রি বোনাস নিয়ে ইনকাম করতে চান সে ক্ষেত্রে TimeBucks সাইটটিতে একাউন্ট খুলে কাজ করা শুরু করুন। এখানে আপনি বিশ্বস্ততার সাথে পেমেন্ট পাবেন।
২. Swagbucks
Swagbucks সাইটটিতে সাইন আপ করলেই সরাসরি ৫ ডলার বোনাস পাওয়া যায়। এই বোনাস দিয়ে আপনি এই সাইটটিতে বিভিন্ন ধরনের মাইক্রোটেক্স গুলো করতে পারবেন।
এই সাইটটিও আগের সাইটের মত মাইক্রো জব সাইট। এখানে ইনকামের অন্যতম পদ্ধতি হলোঃ ভিডিও দেখা, সার্ভে, অফার কমপ্লিট ইত্যাদি। এছাড়াও রেফারেল ইনকাম করার সুযোগ আছে।
যদি আপনার ফ্যান ফলোয়ার বেশি হয় অথবা আপনার নিজস্ব কোন গ্রুপ থাকে তাহলে সেখানে রেফারেল লিংক শেয়ার করে কমিশন নিয়ে আয় করতে পারেন। রেফার করলে প্রচুর বোনাস পয়েন্ট পাওয়া যায় যা থেকে আপনি সহজেই পেইড কাজগুলো করতে পারবেন।
উইথড্রো বা পেমেন্ট সিস্টেম হিসেবে রয়েছে PayPal, Gift Card সহ আরো অন্যান্য পদ্ধতি। আপনার একাউন্টে সর্বনিম্ন ডলার জমা হলেই পেমেন্ট নিতে পারবেন। আরও বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.swagbucks.com ভিজিট করুন।
৩. InboxDollars
$5 সাইন আপ বোনাস পেতে চাইলে InboxDollars সাইটটিতে একাউন্ট খুলতে পারেন। এখানে একাউন্ট খুললেই সরাসরি ৫ ডলার দিচ্ছে। তবে এই ৫ ডলার সরাসরি উত্তোলন করতে পারবেন না।
উত্তোলন করার জন্য আপনাকে এই সাইটটিতে অন্যান্য মাইক্রো টাস্ক গুলো করতে হবে। তাদের দেওয়া কাজগুলো করা খুবই সহজ। আপনি মোবাইলের মাধ্যমে তাদের ওয়েবসাইটে থাকা কাজগুলো সম্পন্ন করে এক্সট্রা বোনাস পয়েন্ট ইনকাম করে পেমেন্ট নিতে পারবেন।
এই সাইট থেকে ইনকামের অন্যতম উপায় হল সার্ভে করা। সার্ভে করে প্রচুর আয় হয়। সেক্ষেত্রে আপনারা সহজ কাজ সার্ভে করে পয়েন্ট সংগ্রহ করুন। এছাড়াও পাশাপাশি গেম, ইমেইল রিড এবং ভিডিও দেখার মাধ্যমে ইনকাম করার সুযোগ রয়েছে।
৪. Clickworker
এই সাইটটিতে নতুন ইউজারদের জন্য ওয়ার্ক বোনাস দেওয়া হয়। আপনি এখানে নতুন একাউন্ট খুললেই নির্দিষ্ট পরিমাণ ওয়ার্ক বোনাস পেয়ে যাবেন। সেই বোনাস পয়েন্ট বা ডলার আপনার ওয়ালেটে জমা হবে।
এরপর বোনাস পয়েন্ট উত্তোলন করার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু টাস্ক সম্পন্ন করতে হবে। মূলত বোনাস পয়েন্ট নেওয়ার পর আপনাকে এই সাইটে তাদের নির্দিষ্ট কাজগুলো সম্পন্ন করতে হবে।
এরপরে আপনার একাউন্টে বা ওয়ালেটে সর্বনিম্ন ডলার জমা হলেই পেমেন্ট নিতে পারবেন। কাজ করার পূর্বে অবশ্যই তাদের শর্ত ও নীতিমালা গুলো পড়ে নিন।
এখানে সাইটটিতে ইনকামের অন্যতম পদ্ধতিগুলো হলঃ ডেটা এন্ট্রি, রিভিউ লেখা, ওয়েব রিসার্চ। আর ইনকাম করা অর্থ ইন্টারন্যাশনাল মাধ্যম PayPal এর মাধ্যমে নিতে পারবেন।
৫. RewardingWays
মোবাইল দিয়ে সার্ভে করে ইনকাম করার চিন্তা ভাবনা করছেন, তাহলে RewardingWays সাইটটিতে বোনাস নিয়ে সার্ভে করা শুরু করতে পারেন। এই সাইটটিতে নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করলেই বোনাস পাবেন ১ ডলার। এই ফ্রি বোনাস ১ ডলার আপনার একাউন্টে জমা থাকবে।
সর্বনিম্ন ৫ ডলার হলেই আপনি উত্তোলন করতে পারবেন। সাইটি থেকে বেশি ইনকামের জন্য রেগুলার প্রচুর সার্ভে করতে হবে। তবে আপনি যদি পেইড সার্ভে করেন তাহলে অনেক বেশি আয় করতে পারবেন। আপনি যেই ডলার বোনাস পেয়েছেন সেই বোনাস ব্যবহার করে পেইড সার্ভে টাস্ক গুলো সম্পন্ন করতে পারেন।

এতে করে খুব সহজেই ৪-৫ ডলার কিছু সময়ের মধ্যে আয় করতে পারবেন। PayPal, Skrill, Bitcoin ইত্যাদির মাধ্যমে পেমেন্ট নেওয়ার সিস্টেম রয়েছে।তাই উক্ত পেমেন্ট পদ্ধতিগুলো আপনার মোবাইল ফোনে সেটআপ করে রাখুন।
সর্বনিম্ন ব্যালেন্স জমা হলেই সরাসরি পেমেন্ট পেয়ে যাবেন। প্রতিনিয়ত সাইটটি হাজার হাজার ইউজারদের পেমেন্ট দিয়ে যাচ্ছে। চাইলে আপনি ফ্রিতে এখানে সার্ভে করে ইনকাম করতে পারেন।
৬. FreeCash
সার্ভে সহ বিভিন্ন ধরনের ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজগুলো করে ইনকাম করতে চাইলে এই সাইটটিতে একাউন্ট খুলতে পারেন। এখানে একাউন্ট খুললেই ফ্রি ৫ ডলার বোনাস পাওয়া যাচ্ছে। যদিও আপনি এই পাঁচ ডলার সরাসরি উত্তোলন করতে পারবেন না।
তবে আপনি এই পাঁচ ডলার খরচ করে পেইড সার্ভে সহ অন্যান্য টাস্ক গুলো করতে পারবেন। এই সাইটটিতে সার্ভে সহ অন্যান্য কাজ করে ব্যাপক পরিমাণ ইনকাম করা সম্ভব। তবে বর্তমানে এই সাইটটি বাংলাদেশ ইউজারদের জন্য অ্যাভেলেবেল নেই।
তবে আপনি চাইলে ভিপিএন ব্যবহার করে এই সাইটটিতে কাজ করতে পারেন। তাহলে আপনি কাজ করে পেমেন্ট পাবেন। অন্যথায় বাংলাদেশী ইউজার খুলে কাজ করা শুরু করলে পেমেন্ট পাবেন না।
ফ্রিতে কাজ করে পেমেন্ট পেতে হলে অন্য পদ্ধতিতে একাউন্ট খুলতে হবে। যা আপনারা ইউটিউবে সার্চ করলেই পদ্ধতিগুলো পেয়ে যাবেন। আরও বিস্তারিত জানতে FreeCash সাইটে সরাসরি ভিজিট করুন।
৭. Survey Junkie
এই সাইটটিতে প্রোফাইল কমপ্লিট করলেই বোনাস পাবেন। আপনি নিজের একাউন্ট খুলে সঠিকভাবে প্রোফাইল সেটআপ করলেই নির্দিষ্ট বোনাস পেয়ে যাচ্ছেন।
এছাড়াও এখানে সার্ভে করে রেগুলার আয় করতে পারবেন। সাইটটির নাম Survey Junkie শুনেই বুঝতে পারছেন এখানে শুধুমাত্র সার্ভে করে ইনকাম করার উপায় রয়েছে।
এটা শুধুমাত্র সার্ভে সাইট। যারা সার্ভে করতে ভালোবাসেন, তারা এই ফাইটে ফ্রী বোনাস নিয়ে ইনকাম করা শুরু করুন। আপনি যত টাকা ইনকাম করবেন তা সরাসরি PayPal মাধ্যমে নিতে পারবেন।
৮. Toluna Influencers
Toluna Influencers সাইটটিতে সার্ভে কমপ্লিট করলেই পয়েন্ট বোনাস পাবেন। যারা শুধুমাত্র অনলাইন সার্ভে করে মোবাইল দিয়ে আয় করতে চাচ্ছেন, তাদের জন্য এটি একটি খুবই উপযুক্ত ওয়েবসাইট।
কারণ এখানে একমাত্র সার্ভে করে ইনকাম করার সুযোগ রয়েছে। সার্ভে করলেই নির্দিষ্ট পয়েন্ট বোনাস ওয়ালেটে যোগ হতে থাকে। তাই বেশি বেশি সার্ভে করুন এবং বোনাস পয়েন্ট নিয়ে ফ্রি ইনকাম করুন। আরো বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল সাইটে https://www.toluna.com ভিজিট করুন।
৯. FeaturePoints
এখানে অ্যাকাউন্ট সাইন আপ করলেই পয়েন্ট পাচ্ছেন। তাই দেরি না করে এখনই সাইটটিতে একাউন্ট খুলে পয়েন্ট নিয়ে কাজ করা শুরু করুন। এই সাইটটিতে সাধারণত খুব কম পরিমাণে ইনকাম হয়।
কারণ এখানে পয়েন্ট ভিত্তিক কাজগুলো করতে হয়, অর্থাৎ নির্দিষ্ট কাজ করলেই একাউন্টে পয়েন্ট জমা হতে থাকে। আর পয়েন্টের এক্সচেঞ্জ ভ্যালু অনেক কম।
যার কারণে খুব বেশি আয় করা সম্ভব হয় না। তবুও আপনি চাইলে পার্টটাইম কাজ হিসেবে এই সাইটটিতে একাউন্ট খুলে পয়েন্ট সংগ্রহ করে প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা আয় করতে পারেন।
তবে এখানে গেম খেলার অপশন রয়েছে। অর্থাৎ আপনি ডাউনলোড করে গেম খেললেই অনেক বোনাস পয়েন্ট পাবেন। যা দিয়ে ভালো পরিমাণ আয় করা সম্ভব। তাদের অফিসিয়াল ওয়েবসাইটঃ featurepoints.com।
১০. ySense – ফ্রি বোনাস সাইট
সাইটটিতে সাইন আপ বোনাস ও রেফার বোনাস পাওয়ার সিস্টেম রয়েছে। সরাসরি সাইন আপ করলে একটি বোনাস পাবেন। এছাড়াও একাউন্টের রেফার করলেই আরো বোনাস পাওয়ার সুযোগ রয়েছে।
আর এই সাইটটিতে ইনকাম করার অন্যতম পদ্ধতি গুলো হলোঃ সার্ভে, অফার ওয়াল, অ্যাপ ট্রায়াল। এই কাজগুলো করে প্রতিদিন আয় করতে পারবেন এবং PayPal, Skrill এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারবেন। তাদের সাইট সম্পর্কে আরো বিস্তারিত জানতে www.ysense.com ভিজিট করুন।
কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ
- সব সময় নিজের সঠিক তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করুন
- স্ক্যাম সাইট থেকে দূরে থাকুন (যারা অ্যাডভান্স পেমেন্ট চায়)
- একাধিক সাইটে কাজ করলে আয় বাড়বে
- Google Pay, PayPal, বা Payoneer অ্যাকাউন্ট তৈরি করে রাখুন
শেষ কথা
ফ্রি বোনাস সহ ইনকাম সাইটগুলো নতুনদের জন্য এক অসাধারণ সুযোগ। বিনা পুঁজিতে অনলাইনে ইনকাম শুরু করতে চাইলে এসব সাইটই হতে পারে আপনার প্রথম ধাপ। ধৈর্য, নিয়মিত কাজ এবং সঠিক পরিকল্পনা থাকলে আপনি অনলাইন ইনকাম থেকে ভালো উপার্জন করতে পারবেন। তাই সকলেই ধৈর্য সহকারে বিশ্বস্ত সাইটগুলোতে কাজ করা শুরু করুন নিশ্চিতভাবে ইনকাম করতে পারবেন।