১০টি সেরা ফ্রি ভিডিও কল অ্যাপস

বর্তমান সময়ে ফ্রি ভিডিও কল করার অনেক অ্যাপস রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনি ফ্রিতে ভিডিও কলে একে অপরের সাথে কথা বলতে পারেন। সেটা ১০টি ফ্রি ভিডিও কল অ্যাপস সম্পর্কে আজকের আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করব।

যারা ভিডিও কল অ্যাপ ব্যবহার করে কথা বলতে চান তারা অবশ্যই শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ুন, সবচেয়ে সেরা ভিডিও কলিং অ্যাপ সম্পর্কে জানতে পারবেন। 

ফ্রি ভিডিও কল অ্যাপস ব্যবহার করার সুবিধা

  • কোন টাকা লাগে না – WiFi বা মোবাইল ডেটা থাকলেই ভিডিও কল করা যায়, অর্থাৎ আপনি সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করে ভিডিও কল করতে পারছেন। 
  • উচ্চ মানের ভিডিও ও অডিও – ভিডিও কলিং অ্যাপস ব্যবহার করে হাই কোয়ালিটির HD ভিডিও কল করা যায়। 
  • চ্যাট ও ফাইল শেয়ারিং সুবিধা – অনেক ভিডিও কল অ্যাপে একইসাথে টেক্সট মেসেজ, ছবি, ফাইল পাঠানো যায়। 
  • গ্লোবাল কানেকশন – যেকোনো দেশ থেকে যেকোনো দেশে বিনামূল্যে কল করার সুবিধা রয়েছে। অর্থাৎ আপনি যে কোন দেশের মানুষের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। 

ফ্রি ভিডিও কল অ্যাপস

আজকের ডিজিটাল যুগে যোগাযোগের মাধ্যম হিসেবে ভিডিও কল একটি অপরিহার্য মাধ্যম হয়ে উঠেছে। বিশেষ করে বিদেশে থাকা আত্মীয়স্বজন বা দূরের বন্ধুদের সাথে কথা বলার সবচেয়ে সহজ ও বাস্তবসম্মত উপায় হলো ভিডিও কল।

আরো পড়ুনঃ বাংলাদেশি মেয়েদের সাথে কথা বলার অ্যাপস

আরো পড়ুনঃ ফ্রি কল কথা বলুন টাকা ছাড়া 

ভালো খবর হলো, এখন অনেক ফ্রি ভিডিও কল অ্যাপ রয়েছে যেগুলোর মাধ্যমে ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি একদম বিনামূল্যে ভিডিও কলে কথা বলতে পারবেন। এবার চলুন নিম্নে ফ্রি ভিডিও কল করার অ্যাপ সম্পর্কে জেনে আসা যাক। 

1. WhatsApp

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সহজে ব্যবহারযোগ্য ভিডিও কল অ্যাপ হল WhatsApp। এই অ্যাপটি ব্যবহার করে মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট খুললেই আপনি সরাসরি ভিডিও কলে কথা বলতে পারবেন।

ভিডিও কল করার পাশাপাশি অডিও কল সাপোর্ট করে, অর্থাৎ আপনি অডিও কলে একে অপরের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার মোবাইলে সিম না থাকলেও শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভয়েস কলে কথা বলতে পারবেন।

আরো পড়ুনঃ  ১২টি সেরা লাইভ খেলা দেখার অ্যাপস

এক্ষেত্রে আপনার ডিভাইসে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তাহলে আপনি সিম ছাড়াই বিনামূল্যে অডিও ও ভিডিও কল সার্ভিস নিতে পারবেন। WhatsApp অ্যাপের বিশেষ সুবিধা রয়েছে যেমনঃ

  • HD ভিডিও ও ভয়েস কল সাপোর্ট করে
  • গ্রুপ ভিডিও কল সাপোর্ট করে (সর্বোচ্চ ৮ জন পর্যন্ত)
  • অ্যান্ড্রয়েড, আইফোন এবং ওয়েব ভার্সন ডিভাইস গুলোতে ব্যবহার করতে পারবেন

2. Messenger 

ফেসবুকের অফিশিয়াল ভিডিও কলিং অ্যাপস হলো Messenger । আপনি এখানে অ্যাপটিতে ফ্রি ভিডিও কলের পাশাপাশি মেসেজিং, রিঅ্যাকশন, স্টিকারও ব্যবহার করতে পারবেন। চ্যাটিং করার বিশেষ সুবিধা রয়েছে, অর্থাৎ একে অপরকে মেসেজ করতে পারবেন।

এখন আর আপনাকে সিম ব্যবহার করে এসএমএস করতে হবে না। আপনি সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করে মেসেঞ্জার এর সাহায্যে এসএমএস করতে পারবেন। মেসেঞ্জার অ্যাপটি বিভিন্ন সিমে বিনামূল্যে চালানো যায়।

যার ফলে আপনি বিনামূল্যেই চ্যাটিং সুবিধা উপভোগ করতে পারবেন। আর এই অ্যাপে ভিডিও এবং ভয়েস কলিং সুবিধা রয়েছে। যার ফলে আপনি ভিডিও কলে প্রিয়জনদের সাথে কথা বলতে পারবেন। ফ্রি ভিডিও কল অ্যাপস হিসাবে মেসেঞ্জার বর্তমানে বেশ জনপ্রিয়। মেসেঞ্জারে কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে যেমনঃ

  • একসাথে ৫০ জন পর্যন্ত গ্রুপ ভিডিও কল করা যায়
  • ভিডিও কলে আকর্ষণীয় ফিল্টার ও এফেক্ট সহ মজা করতে পারবেন
  • ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই ব্যবহার করা যায়

3. Google Meet

Google Meet এটি গুগলের বিশ্বস্ত এবং নিরাপদ ভিডিও কলিং অ্যাপ। অফিস মিটিং বা পড়ালেখার জন্য বেশ উপযোগী। তাছাড়া বর্তমানে এই অ্যাপ ব্যবহার করে অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে। তাই বর্তমানে এই অ্যাপটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

বিশেষ করে স্টুডেন্ট ও শিক্ষকদের মধ্যে এই অ্যাপ এর ব্যবহার বেড়েই চলেছে। কারণ এই অ্যাপ ব্যবহার করে সহজেই ভিডিও কলিং করা যায় এবং খুব হাই কোয়ালিটির এইচডি ভিডিও কল সাপোর্ট করে। যার কারণে শিক্ষক ও স্টুডেন্টদের মাঝে এই অ্যাপের ব্যবহার বাড়ছে।

এই অ্যাপটিতে সম্পূর্ণ বিনামূল্যে একাউন্ট খুলে ভিডিও কল ভয়েস কল করা যায়। ফ্রি ভিডিও কল অ্যাপস হিসেবে এটি বর্তমানে অনেক জনপ্রিয়। তাই দেরি না করে নিরাপদ ভিডিও কলিং অ্যাপ খুঁজে থাকলে Google Meet ব্যবহার করুন। এই বিশেষ ফিচারগুলো হলোঃ

  • একসাথে ১০০ জন পর্যন্ত ব্যবহারকারী একত্রে ভিডিও কলে জয়েন হতে পারবে
  • গুগল একাউন্ট থাকলেই সহজে কানেক্ট হওয়া যায়
  • অডিও ও ভিডিও কোয়ালিটি অনেক ভালো।

4. Zoom

বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ভিডিও কনফারেন্স অ্যাপ। ফ্যামিলি কল, অফিস মিটিং, ক্লাস প্রায় সব কিছুতেই ব্যবহৃত হয়। বিশেষ করে বর্তমানে অনলাইন ক্লাস এর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। অনেক শিক্ষকেরা অনলাইনে ঘরে বসে ক্লাস নিয়ে থাকে, তারা বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাপ ব্যবহার করে। কারণ এই অ্যাপের বিশেষ সুবিধা রয়েছে যেমনঃ

  • ৪০ মিনিট পর্যন্ত ফ্রি গ্রুপ কল করা যায়
  • ১০০ জন পর্যন্ত ব্যবহারকারী ভিডিও কলে জয়েন হতে পারবেন
  • রেকর্ডিং, স্ক্রিন শেয়ারিং সুবিধা রয়েছে
আরো পড়ুনঃ  ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার উপায় এবং ল্যাপটপ চালু করার নিয়ম ২০২৫

5. IMO

IMO মূলত লো ব্যান্ডউইথে ভালো ভিডিও কলিং এক্সপেরিয়েন্স দেয়। যারা গ্রামে বা স্লো ইন্টারনেট স্পিডে থাকেন তাদের জন্য এটি উপযুক্ত। কারণ ইন্টারনেট স্পিড কম হলেও এই অ্যাপটি ব্যবহার করে ভিডিও কল করা যায় এবং ভিডিও কলে সঠিকভাবে কথা বলা যায়।

যার ফলে এই অ্যাপটি বর্তমানে গ্রাম্য এলাকায় ব্যবহারের সংখ্যা বেড়ে চলেছে। যদি আপনার এলাকায় ইন্টারনেট স্পিড কম পেয়ে থাকে তাহলে আপনি ভিডিও কলিং অ্যাপ হিসেবে ইমো ব্যবহার করতে পারেন। এর কিছু ফিচার রয়েছে যেমনঃ

  • ফ্রি ভিডিও ও ভয়েস কল সুবিধা পাবেন
  • অনেক কম ডেটা খরচ হয়
  • ফাইল শেয়ারিং সুবিধা রয়েছে

6. Viber

এই অ্যাপটিতে ভিডিও ও ভয়েস কল ছাড়াও টেক্সট মেসেজ, স্টিকার ও ফাইল শেয়ার করার দারুণ ফিচার রয়েছে। অর্থাৎ আপনি এখানে ভিডিও কল সুবিধা নেওয়ার পাশাপাশি টেক্সট মেসেজ করতে পারবেন এবং ফাইল শেয়ার করার ফিচার পর্যন্ত পাবেন।

যার ফলে আপনি সহজেই এই ব্যবহার করে ফাইল শেয়ারিং করতে পারবেন। আপনার প্রয়োজনে ডকুমেন্ট থাকলে এই অ্যাপটির সাহায্যে একে অপরের সাথে শেয়ার করতে পারেন এবং ভিডিও কলে কথা বলতে পারেন। অ্যাপটির বিশেষ ফিচারগুলো হলোঃ

  • সর্বোচ্চ ২০ জন পর্যন্ত গ্রুপ ভিডিও কলে জয়েন হতে পারবে
  • অডিও মেসেজ ও ভয়েস চ্যাট সুবিধা রয়েছে
  • WiFi এবং মোবাইল ডেটা দুইতেই ভালোভাবে সার্ভিস পাবেন

7. Skype

Skype অনেক পুরনো একটি ভিডিও কলিং অ্যাপ। তবে এটি পুরনো হলেও এখনো বেশ কার্যকরী ভাবে সার্ভিস দেয়। সর্বশেষ বলা যায় ভিডিও কনফারেন্সিং এর জন্য সেরা একটি অ্যাপ। অনেক আগে এই অ্যাপটি মূলত ভিডিও কনফারেন্স করার জন্য ব্যবহার করা হতো।

তবে বর্তমানে হাই কোয়ালিটির অনেক ফ্রী ভিডিও কলিং অ্যাপস আসার পর থেকে এই অ্যাপটির ব্যবহার অনেকটা কমে গেছে। তবুও এই অ্যাপটি ভিডিও কল এর ক্ষেত্রে অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। অ্যাপ এর কিছু ফিউচার হলোঃ

  • স্ক্রিন শেয়ার এবং কল রেকর্ডিং ফিচার আছে
  • HD ভিডিও কল সাপোর্ট করে
  • মোবাইল ও ডেস্কটপ ভার্সনের ব্যবহার করতে পারবেন

8. Signal

বর্তমান সময়ে নিরাপত্তা ও প্রাইভেসির দিক দিয়ে সেরা একটি অ্যাপ হল Signal। WhatsApp-এর বিকল্প হিসেবে অনেকেই এটি ব্যবহার করেন। আপনি যদি প্রাইভেসির দিক দিয়ে একটি শক্তিশালী ভিডিও কলিং অ্যাপস খুঁজে থাকেন তাহলে সে ক্ষেত্রে বলবো Signal অ্যাপটি ব্যবহার করুন।

আরো পড়ুনঃ  ১০টি সেরা ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ এক নজরে দেখুন

কারণ এই অ্যাপটি হোয়াটসঅ্যাপের মতো ভিডিও কলিং প্রাইভেসি সুবিধা প্রদান করে। সিকিউরিটির দিক দিয়ে এই অ্যাপটি বর্তমানে অনেক জনপ্রিয়। অ্যাপটির কিছু ফিউচার হলোঃ

  • এনক্রিপ্টেড ভিডিও কল সুবিধা রয়েছে
  • অ্যাপটিতে থার্ড পার্টি কোন বিজ্ঞাপন নেই
  • সিম্পল ও ক্লিন ইন্টারফেস

9. Telegram

এটি মূলত মেসেজিং অ্যাপ হলেও, ভিডিও কল ফিচারও যুক্ত হয়েছে এবং গ্রুপ কল সাপোর্টও দিচ্ছে। যার ফলে টেলিগ্রাম বর্তমানে ভিডিও কল অ্যাপ হিসেবে ব্যবহার করা যাচ্ছে। আপনি টেলিগ্রামে গ্রুপ আকারে ভিডিও কল করতে পারবেন এবং কথা বলতে পারবেন।

ভয়েস কলে কথা বলার সুবিধা আছে, বর্তমানে এই ফিচারটি যুক্ত করা হয়েছে। যারা ভিডিও কলের পাশাপাশি ভয়েস কল এর মাধ্যমে যোগাযোগ করতে চাচ্ছেন তারা চাইলে এই টেলিগ্রাম অ্যাপটি ব্যবহার করতে পারেন। টেলিগ্রাম অ্যাপটি বিশেষ সুবিধা দিয়ে থাকে যেমনঃ

  • সিকিউর ভিডিও কল সুবিধা
  • গ্রুপ চ্যাট থেকে সরাসরি ভিডিও কল করা যায়
  • ক্লাউড স্টোরেজ সাপোর্ট করে

10. LINE

একজন সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি ভিডিও কল অ্যাপস যদি ব্যবহার করতে চান তাহলে LINE অ্যাপটি ব্যবহার করুন। এটি এক সময় জাপানে প্রচুর ব্যবহার হয়েছে, তবে বিশ্বব্যাপী অ্যাপটির ব্যবহার এখন বেড়ে চলেছে।

গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি বর্তমানে ১ বিলিয়ন এর বেশি ডাউনলোড করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন অ্যাপটি অনেক জনপ্রিয়। এই অ্যাপটিতে কল, মেসেজ, স্টিকার – সব কিছুই একদম ফ্রি। অ্যাপটির বিশেষ ফিচার রয়েছে যেমনঃ

  • ভিডিও কল ও অডিও কল ফ্রি
  • নানা রকম স্টিকার ও থিম সাপোর্ট করে
  • টাইমলাইন পোস্ট সাপোর্ট

শেষ কথা – অনলাইন ভিডিও কল

বর্তমান প্রযুক্তির যুগে দূরত্ব আর কোনো বাধা নয়। এই ফ্রি ভিডিও কল অ্যাপস গুলোর মাধ্যমে আপনি বিনা খরচেই প্রিয়জনদের সাথে সারাক্ষণ যোগাযোগ রাখতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত অ্যাপ বেছে নিয়ে আজই শুরু করুন ভিডিও কলের অভিজ্ঞতা।আপনার পছন্দের ভিডিও কল অ্যাপ কোনটি? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না!

Leave a Comment