১০টি সেরা উপায়ে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম

ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করতে চান, তাহলে কিছু ওয়েবসাইট ও অ্যাপস ব্যবহার করে ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজ করে ইনকাম করার চেষ্টা করুন।

বর্তমান সময়ে ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজ করে ইনকাম করার অনেক ওয়েবসাইট রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনারা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে ডেইলি ৫০০ টাকার বেশি ইনকাম করতে পারবেন। ছোট ছোট কাজগুলো সাধারণত কম সময়ের মধ্যে করা যায়।

আর এই কারণেই ছোট ছোট মাইক্রো টাস্ক গুলো বর্তমানে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে স্টুডেন্ট থেকে শুরু করে বড় বয়সের যুবকেরাও এই কাজের প্রতি আগ্রহ দেখাচ্ছে। আপনি যদি বাড়িতে বসে অবসর সময় কাটিয়ে থাকেন,

তাহলে সে ক্ষেত্রে বলবো ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার চেষ্টা করুন। মাইক্রো টাস্ক সাইটগুলোতে কাজ করলে পার্ট টাইম ইনকাম করা যায়। দিনের ৩ থেকে ৪ ঘন্টা সময় ব্যয় করলেই আপনি ডেইলি হয়তো ২ থেকে ৫ ডলার আয় করতে পারবেন। এবার চলুন বিস্তারিত জানা যাক। 

ছোট ছোট কাজ করে টাকা ইনকাম

বর্তমান যুগে অনলাইন কিংবা অফলাইনে ছোট ছোট কাজের মাধ্যমে টাকা ইনকাম করা আর কঠিন কিছু নয়। আপনি যদি ছাত্র হন, গৃহিণী হন কিংবা অতিরিক্ত আয়ের পথ খুঁজছেন, তাহলে ছোট কাজগুলো হতে পারে আপনার আয়ের এক দারুণ মাধ্যম। এবার চলুন ছোট ছোট কাজ করে উপার্জন করার উপায় গুলো জেনে আসি।

মাইক্রো টাস্ক সাইটে কাজ করে ইনকাম

অনেক সাইট রয়েছে যেখানে আপনি ছোট ছোট কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। এই সাইটগুলোতে নিয়মিত কাজ করলে ইনকাম করা যায়। বেশি ইনকাম না হলেও আপনি পকেট খরচ চালানোর মতো আয় করতে পারবেন।

এই ধরুন দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারছেন। এর জন্য আপনাকে সাইটটিতে সময় দিতে হবে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা। এবার চলুন কিছু জনপ্রিয় মাইক্রো টাস্ক সাইটগুলোর নাম জেনে আসি।

Remotasks

ছোট ছোট মাইক্রো টাস্ক করে আয় করতে চাচ্ছেন, তাহলে বলব আপনারা Remotasks ওয়েবসাইটটিতে কাজ করুন। কারণ এই ওয়েবসাইটটিতে বিভিন্ন টাইপের ছোট ছোট কাজ করে আয় করার মাধ্যম রয়েছে। ছোট ছোট কাজ করার জন্য এই ওয়েবসাইটটি খুবই উপযুক্ত।

আরো পড়ুনঃ  ১০টি সেরা বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম ২০২৫

আরো পড়ুনঃ এসএসসি পাশে পার্ট টাইম জব 

আপনি ঘরে বসেই মোবাইল অথবা ল্যাপটপ ব্যবহার করে এই সাইটটিতে কাজ করতে পারবেন। এখানে আপনি ডাটা এনালাইসিস , ডাটা লেভেলিং ,ছবি লেবেলিং সহ আরো অনেক ধরনের কাজগুলো করতে পারবেন।

আরো পড়ুনঃ ১০টি ফ্রি লটারী খেলে টাকা ইনকাম

এখানে আপনি ডাটা এনালাইসিসসহ অন্যান্য কাজগুলো করে প্রতিদিন পাঁচ ডলার বা তার বেশি আয় করতে পারবেন। তারা আপনাকে নিয়মিত পেমেন্ট প্রদান করবে, আর আপনি প্রতি সপ্তাহে পেমেন্ট তুলতে পারবেন। যদি আপনি দিনে চার থেকে পাঁচ ঘন্টা সময় নিয়ে কাজ করেন তাহলেই প্রতি মাসে ৫০০০ থেকে ১০০০০ টাকা ইনকাম করতে পারবেন। 

Clickworker

ওয়েব রিভিউ, সার্ভে , ওয়েব ভিজিট , প্রোডাক্ট রিভিউ , অ্যাপ ইন্সটলসহ আরো বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ করে ইনকাম করা যায় এই সাইটটিতে। এই ছোট ছোট কাজগুলো আপনি সহজে করতে পারবেন যদি আপনার কাছে মোবাইল থাকে।

মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকলে সাইটটিতে একাউন্ট খুলে কাজ করতে পারবেন। আর এখানে প্রতিটি কাজের বিনিময়ে ৫০ থেকে ১০০ টাকা ডলারে দেওয়া হয়। পেমেন্ট পদ্ধতি হিসেবে পেপাল ও পেয়োনিয়ার রয়েছে।

আপনার যেই মাধ্যম পছন্দ সেই মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। আর এটি বিশ্বস্ত মাইক্রো জব ওয়েবসাইট, যার কারণে এখানে কাজ করে নিঃসন্দেহে পেমেন্ট পাওয়া যাবে।

Microworkers

রেজিস্ট্রেশন, ফলো, ক্লিক, ফিডব্যাক ইত্যাদি, ছোট কাজগুলো করে এই সাইটটি থেকে আয় করা যাবে। এটিও একটি মাইক্রো জব ওয়েবসাইট। এখানে প্রায় লক্ষ লক্ষ মানুষ কাজ করে দৈনিক ইনকাম করে থাকে।

সাইটটিতে সাধারণত স্টুডেন্টরা বেশি কাজ করে থাকে। কারণ এখানে পার্ট টাইম ইনকাম করা যায়।আপনি কিছু সময় দিয়ে এই সাইটটিতে কাজ করলেই দৈনিক 300 থেকে 400 টাকা ইনকাম করে বিকাশে নিতে পারবেন। 

User Testing

এটি একটি বিনোদনমূলক ওয়েবসাইট, তবে এখান থেকে আয় করার সুযোগ রয়েছে। আপনি এখানে ভিডিও টেস্ট করে আয় করতে পারবেন।

একটি ভিডিও টেস্ট সমাপ্ত হলেই আরেকটি ভিডিও টেস্ট ইমেইলে নোটিফিকেশন এর মাধ্যমে পাবেন। এছাড়া ওখানে ওয়েবসাইট রিভিউ ও টেস্ট করার কাজ পাবেন। এই কাজগুলো সঠিকভাবে করে আপনাকে স্ক্রিনশট আকারে সাইটটিতে আপলোড দিতে হবে।

তাহলে আপনার একাউন্টে পেমেন্ট যোগ হবে। সাধারণত প্রতিটি ওয়েবসাইট টেস্ট করতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। আর এভাবে আপনি প্রতিটি ওয়েবসাইট টেস্ট করার মাধ্যমে ফিডব্যাক দিয়ে দৈনিক 5 থেকে 10 ডলার আর্নিং করতে পারবেন। 

আরো পড়ুনঃ  দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম করুন সহজ ১০টি উপায়ে

TopCashBack

এটি মূলত একপ্রকার ক্যাশব্যাক ওয়েবসাইট, অর্থাৎ আপনি এখানে অনলাইন শপিং করলে অথবা কেনাকাটা করলে সরাসরি কমিশন আকারে ক্যাশব্যাক পেয়ে যাবেন। আপনি যত টাকার শপিং করবেন তার ওপর ভিত্তি করে কমিশন ভিত্তিক ক্যাশব্যাক পাবেন।

এখন অনেকের প্রশ্ন থাকে এতে করে তাদের লাভ কি? তাদেরও কিছু লাভ রয়েছে। তারা সাধারণত ওয়েবসাইট গুলোতে বিভিন্ন টাইপের বিজ্ঞাপন দেখিয়ে থাকে। এই বিজ্ঞান থেকে তাদের ইনকাম হয়। আর আমাদেরকে শপিং করার মাধ্যমে ক্যাশব্যাক আকারে কিছু অংশ দিয়ে থাকে। 

Zoombucks

ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার আরেকটি অন্যতম ওয়েবসাইট হলো Zoombucks। এখানে আপনি মূলত ভিডিও দেখার জন্য পেমেন্ট পাবেন। অর্থাৎ এখানে ভিডিও দেখে আয় করা যাবে। যারা ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই সাইটটিতে কাজ করে আয় করতে পারেন।

ভিডিও দেখার পাশাপাশি গেম খেলার মাধ্যমে ইনকাম করার সুযোগ আছে। এই উপায়েও আপনি আয় করতে পারবেন। তাই দেরি না করে এখনি একাউন্ট খুলুন এবং বিনোদনমূলক ভিডিও দেখে আয় করা শুরু করুন। 

মোবাইল অ্যাপে রিভিউ দিয়ে আয়

অনেক মোবাইল অ্যাপ আছে যেখানে রেটিং ও রিভিউ দিয়ে ইনকাম করা যায়। এর মধ্যে কিছু জনপ্রিয় অ্যাপ গুলো হলঃ 

  • ySense
  • Swagbucks
  • Roz Dhan

এই ওয়েবসাইট গুলোতে আপনি রিভিউ ও ফিডব্যাক এর কাজ করে আয় করতে পারবেন। সার্ভে করে নির্দিষ্ট পরিমাণ ইনকাম করতে পারবেন। অর্থাৎ এখানে আয় করার একাধিক মাধ্যম আছে, আপনার যেই মাধ্যম পছন্দ সেই মাধ্যম অনুযায়ী কাজ করে আয় করুন।

সার্ভে পূরণ করে টাকা আয়

বর্তমানে অনলাইন সার্ভে কম্পানিগুলো ব্যবহারকারীদের মতামতের জন্য টাকা দিয়ে থাকে। এখানে আপনি সার্ভে টাইপের ছোট ছোট কাজগুলো করে ইনকাম করতে পারবেন। বর্তমানে কিছু জনপ্রিয় সাইটগুলো হলঃ

  • Surveytime
  • Timebucks
  • Toluna

ইউটিউব ভিডিও দেখা ও লাইক/কমেন্ট করে ইনকাম

অনেক মার্কেটিং প্ল্যাটফর্ম ভিডিও ভিউ ও ইন্টার‍্যাকশনের জন্য ইনকাম দিয়ে থাকে। আপনি চাইলে সেই প্লাটফর্মগুলোতে ভিডিও দেখে ওর লাইক কমেন্ট করে উপার্জন করতে পারেন। এই ধরনের প্লাটফর্ম গুলোতে সাধারণত অনেক বেশি আয় করা যায়। কারণ এখানে ভিডিও দেখতে হয়। প্ল্যাটফর্ম গুলো হলঃ

  • Picoworkers
  • Rapidworkers

কন্টেন্ট রাইটিং

বর্তমান সময়ে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার জনপ্রিয় একটি উপায় হল কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং করে ইনকাম করার প্রচুর ওয়েবসাইট আছে। যদি আপনি বাংলা ভাষাতে কন্টেন রাইটিং করতে চান সেক্ষেত্রে বাংলা কনটেন্ট রাইটিং ওয়েবসাইট গুলোতে কাজ করতে পারেন।

এছাড়াও ইন্টারন্যাশনাল ভাবে ইংরেজি কনটেন্ট রাইটিং করতে পারেন, সে ক্ষেত্রে অনেক বেশি টাকা আয় করা সম্ভাবনা থাকে। বর্তমানে কন্টেন্ট রাইটিং ওয়েবসাইট গুলো হলঃ

  • Fiverr
  • Upwork
  • iWriter
  • Trickbd
  • Techtunes
  • Lekhok.me
  • Ordinaryit
আরো পড়ুনঃ  লুডু গেম খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট নিন ২০২৫

মোবাইল গেম খেলে ইনকাম

মোবাইল গেম খেলার মাধ্যমে পয়েন্ট জিতে ইনকাম করার সুযোগ পাবেন।তাই বিভিন্ন অ্যাপ গুলোতে মোবাইল গেম খেলে পয়েন্ট সংগ্রহ করুন এবং পরে রিডিম করুন। মোবাইল গেম খেলে আয় করার কিছু অ্যাপস ও ওয়েবসাইট গুলো হলোঃ

  • MPL
  • Big Time Cash
  • Winzo
  • Taka income pro
  • Daily taka

ফেসবুকে পেজ ম্যানেজ করা

অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান পেজ ম্যানেজ করতে লোক খোঁজে। পোস্ট তৈরি, কমেন্ট মডারেশন ইত্যাদি ছোট ছোট কাজের বিনিময়ে মাসিক ইনকাম করা যায়। ভাই আপনার যদি ফেসবুক পেজ ম্যানেজ করার দক্ষতা থাকে তাহলে ফেসবুক পেজ ম্যানেজ টাইপের কাজগুলো খুঁজে ইনকাম করুন।

অনলাইন ডেটা এন্ট্রি

সহজ টাইপিং স্কিল থাকলে অনলাইন ডেটা এন্ট্রি কাজ করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইটে অনলাইন ডাটা এন্ট্রির কাজ করা যায় যেমনঃ

  • Freelancer
  • Truelancer

ফটো আপলোড করে আয়

বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে ফটো আপলোড করে আয় করতে পারবেন। ফটো অবশ্যই ইউনিক এবং আপনার নিজের তোলা হতে হবে। আপনার নিজের ফোন দিয়ে তোলা ইউনিক ফটোটি সেই সকল সাইটে আপলোড করুন। আপনার ছবি যদি কেউ পছন্দ করে তাহলে সে তা কিনবে এবং আপনি সেখান থেকে আয় করতে পারবেন। কিছু ফটো আপলোড করার সাইট হলোঃ

  • Foap
  • Shutterstock Contributor

ছোট ভিডিও বানিয়ে ইনকাম

Tiktok, YouTube Shorts বা Facebook Reels–এ কম সময়ের ভিডিও বানিয়ে স্পনসর, রিচ বা রেফারেল থেকে আয় করা সম্ভব। এই মাধ্যমে আপনি অনেক কম সময়ে অনলাইন থেকে আয় করতে পারবেন। 

ক্লিক-টু-আর্ন সাইট

আপনি বিভিন্ন ওয়েবসাইটে অ্যাডে ক্লিক করে ইনকাম করতে পারেন। বর্তমানে অনেক ক্লিক টু আর্ন ওয়েবসাইট আছে, যেগুলোতে শুধুমাত্র বিজ্ঞাপনে ক্লিক করে আয় করা যায়। সাইটগুলো হলোঃ

  • Scarlet Clicks
  • Neobux

শেষ কথা

ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করা এখন আর কোনো স্বপ্ন নয়। আপনাকে শুধু একটু ধৈর্য, ইচ্ছাশক্তি ও ইন্টারনেট কানেকশন নিয়ে শুরু করতে হবে।

আপনার জন্য কোন কাজটি সহজ তা খুঁজে বের করে নিয়মিত চর্চা করলে, ঘরে বসেই ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব।আপনি যদি প্রতিদিন একটু সময় ব্যয় করেন, তবে ছোট কাজই হতে পারে বড় আয়ের পথ।

Leave a Comment