সেরা লেখালেখি করে আয় করার ওয়েবসাইট 2025

বর্তমান ডিজিটাল যুগে ঘরে বসেই লেখালেখি করে আয় করা সম্ভব। যারা লেখালেখিতে পারদর্শী, তাদের জন্য ইন্টারনেটে রয়েছে অসংখ্য প্ল্যাটফর্ম, যেখানে নিজের লেখা বিক্রি করে বা প্রকাশ করে আয় করা যায়।

এই আর্টিকেলে আমরা আলোচনা করব এমন কিছু বিশ্বস্ত লেখালেখি করে আয় করার ওয়েবসাইট সম্পর্কে, যেগুলোতে লেখালেখি করে আপনি মাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট

যারা মূলত লেখালেখি করতে ভালোবাসেন এবং অভ্যাসে পরিণত হয়েছে, তারাই কিন্তু এই সেক্টরে এসে প্রচুর আর্নিং করতে পারবেন। লেখালেখি করে আয় করার অনেক মাধ্যম রয়েছে।

আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখালেখি করে ইনকাম করতে পারবেন। যদি ইংরেজিতে আর্টিকেল লেখালেখি করেন তাহলে অনেক বেশি আয় করতে পারবেন। তবে যারা ইংরেজি জানেন না, তাদের চিন্তার কোন কারণ নেই। আপনারাও বাংলাতে কনটেন্ট লিখে উপার্জন করতে পারবেন।

অবশ্যই পড়বেনঃ

কারণ বর্তমানে বাংলাদেশি বেশ কিছু সাইট বাংলা কনটেন্ট লিখে ইনকাম করার সুযোগ দিচ্ছে। আপনি যদি ভালোভাবে এসিও অপটিমাইজ কন্টেন্ট রাইটিং করতে পারেন, তাহলে কন্টেন্ট রাইটিং জব গুলো খুব সহজেই পেয়ে যাবেন। এবার চলুন লেখালেখি করে আয় করার জনপ্রিয় ওয়েবসাইট গুলো সম্পর্কে জেনে আসা যাক। 

Fiverr (www.fiverr.com)

Fiverr ফ্রিল্যান্সারদের জন্য একটি জনপ্রিয় মার্কেটপ্লেস।এখানে আপনি “Article Writing”, “Blog Post”, “SEO Content Writing” এর মতো গিগ তৈরি করে ক্লায়েন্টদের জন্য কনটেন্ট লিখে ইনকাম করতে পারেন। তবে এখানে সাধারণত ইংরেজি কনটেন্ট এর চাহিদা রয়েছে।

এখানে আপনি বাংলা কন্টেন্ট লিখে খুব একটা বেশি আয় করতে পারবেন না। আপনি যদি ইংরেজি ভাষাতে পারদর্শী হয়ে থাকেন, তাহলে ফাইবার হতে পারে আপনার জন্য একটি উপযুক্ত সেরা প্ল্যাটফর্ম, যেখানে আপনি কন্টেন্ট রাইটিং করে প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।

এখানে আপনার কনটেন্টের টাইটেল ও কনটেন্ট কোয়ালিটির উপর ভিত্তি করে পেমেন্ট প্রদান করা হয়ে থাকে। আপনার কনটেন্ট যদি হাই কোয়ালিটির হয়ে থাকে তাহলে অবশ্যই অনেক বেশি পেমেন্ট পাবেন।

এখানে আপনি একটি কন্টেন্ট রাইটিং সার্ভিস দিয়ে সর্বোচ্চ 100 ডলারের বেশি আয় করতে পারবেন। অর্থাৎ একটি কন্টেন্ট লিখে ১০০ ডলার ইনকাম করতে পারছেন।

তবে প্রথম দিকে এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ক্লাইন্ট পেতে সমস্যা হবে। তবে ধীরে ধীরে আপনার স্কিল প্লাটফর্মে দেখাতে পারলেই আপনি প্রচুর ক্লাইন্ট পাবেন এবং অনেক বেশি আয় করতে পারবেন। লেখালেখি করে আয় করার ওয়েবসাইট হিসেবে এটি সবচেয়ে সেরা মনে হয়েছে। 

আরো পড়ুনঃ  কোন কাজ শিখে সহজে ইনকাম শুরু করা যাবে?

আয় সম্ভাবনাঃ প্রতি ৫০০ শব্দের জন্য $5 থেকে শুরু করে $100+ পর্যন্ত। 

Upwork (www.upwork.com)

আপওয়ার্কে প্রতিদিন অসংখ্য কনটেন্ট রাইটিং প্রজেক্ট পোস্ট হয়। আপনি যদি প্রোফেশনালভাবে লিখতে পারেন, তাহলে এখানে ভালো ক্লায়েন্ট পেতে পারেন। কিন্তু আপনাকে অবশ্যই সার্ভিস ভালো দিতে হবে।

কনটেন্ট রাইটিং সার্ভিস ভালো দিলেই আপনি বেশি বেশি ক্লায়েন্ট পাবেন। আর এখানে সাধারণত ইংরেজি কনটেন্ট লিখতে হয়। তাই যাদের ইংরেজি কনটেন্ট লেখার অভিজ্ঞতা আছে তারাই এখানে কাজ করে আয় করুন। 

বিশেষ ফিচারঃ

  • ঘন্টাপ্রতি বা প্রজেক্টভিত্তিক পেমেন্ট
  • দীর্ঘমেয়াদী কাজের সুযোগ

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট -Textbroker

Textbroker.com মূলত ক্লায়েন্ট ও রাইটারদের মাঝে একটি মাধ্যম। এখানে বিভিন্ন বিষয়ের উপর লেখা জমা দিয়ে আয় করা যায়। প্রথমদিকে এখানে কিছু টেস্ট দিতে হয়। শর্তঃ

  • প্রাথমিক রাইটিং টেস্ট দিতে হয়
  • ইংরেজিতে লিখতে হয়

iWriter (www.iwriter.com)

iWriter-এ আপনি বিভিন্ন ক্যাটাগরিতে (Blog, Article, Press Release) রাইটিং জব করতে পারেন। নতুন রাইটারদের জন্য উপযুক্ত একটি প্ল্যাটফর্ম।

আয়ঃ প্রতি আর্টিকেল $1.5 থেকে শুরু, অভিজ্ঞতা বাড়লে $15+ পাওয়া যায়। 

Techtunes.io

আপনারা যারা বাংলায় কনটেন্ট রাইটিং করে ইনকাম করতে চান, তাদের জন্য এটিই সুযোগ Techtunes.io ওয়েবসাইটে বাংলা কনটেন্ট রাইটিং জব করা। বর্তমানে টেকটিউন্স ওয়েবসাইটটি কন্টেন্ট রাইটিং জব অফার করে থাকছে।

তাদের ওয়েবসাইটে বাংলা কনটেন্ট রাইটিং জব পাওয়ার জন্য নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। তাদের শর্ত মতে প্রথমদিকে আপনাকে ফ্রিতে কনটেন্ট লিখে জমা দিতে হবে।

অর্থাৎ কন্টেন্ট রাইটিং টেস্ট দিতে হবে। আমার জানামতে সাধারণত ৫ থেকে ৬টি বাংলা কনটেন্ট ইউনিক ভাবে লিখে জমা দিলেই আপনি তাদের কনটেন্ট রাইটিং পদের জন্য এপ্লাই করতে পারবেন।

এখানে লেভেল হিসেবে আপনি ইনকাম করতে পারবেন। যে যত বেশি কনটেন্ট লিখবে তার ইনকাম কত বেশি বাড়তে থাকবে। এই সাইটটিতে বর্তমানে শতাধিক কনটেন্ট রাইটার রয়েছে যারা প্রতিদিন কন্টেন্ট লিখে ইনকাম করে থাকে।

সাইটটিতে কন্টেন্ট লিখে আপনি প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকা আয় করতে পারবেন। তারা সাধারণত সাপ্তাহিক ও মাসিক ভিত্তিক পেমেন্ট প্রদান করে। প্রতি মাসে আপনি নিজের বিকাশ নম্বর অথবা নগদ নম্বরে পেমেন্ট গ্রহণ করতে পারবেন।

আর আপনি বাংলা কন্টেন্ট রাইটিং করে এই ওয়েবসাইট থেকে কমপক্ষে ৫ হাজার থেকে ১০ হাজার টাকার বেশি আয় করতে পারেন। আরো বিস্তারিত জানতে ওয়েবসাইটের এডমিনের সাথে যোগাযোগ করুন। 

Ordinary IT 

বাংলা লেখালেখি করে আয় করার ওয়েবসাইট গুলোর মধ্যে জনপ্রিয় একটি সাইট হল অর্ডিনারি আইটি।তারা সবসময়ই কনটেন্ট রাইটিং জব দিয়ে থাকে।

আপনি যদি বাংলা কনটেন্ট লেখার জন্য উপযুক্ত হয়ে থাকেন তাহলে এখানে জবের জন্য আবেদন করতে পারবেন এবং সরাসরি কন্টেন্ট লিখে প্রতি মাসে পেমেন্ট নিতে পারবেন।

তাদের ওয়েবসাইটে কনটেন্ট রাইটিং পদের জন্য নির্দিষ্ট শর্তাবলী ও নিয়ম রয়েছে। কনটেন্ট রাইটিং কিভাবে করতে হয় তা যদি আপনি না জেনে থাকেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমে ওয়েবসাইটটিতে প্রশিক্ষণ নিতে হবে। আর প্রশিক্ষণ নিতে হলে রেজিস্ট্রেশন করতে হয়। আর রেজিস্ট্রেশন করতে আপনাকে ১০০০ টাকা ফি দিতে হবে। 

আরো পড়ুনঃ  ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে ২০২৫

তারা আপনাকে কনটেন্ট রাইটিং শিখিয়ে দিবে এবং কনটেন্ট রাইটিং জবের জন্য কিছু টেস্ট নিবে। ওয়েবসাইটের এডমিন আপনাকে সাধারণত তিনটি কন্টেন্ট লিখতে বলবে। অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে তিনটি কন্টেন্ট এসইও অপটিমাইজ ভাবে লিখে জমা দিতে হবে।

যদি আপনি সকল নিয়ম কানুন মেনে কনটেন্ট লিখে নির্দিষ্ট সময়ে তাদের কাছে জমা দেন, তাহলেই আপনি বাংলা কনটেন্ট রাইটিং জব এর জন্য বিবেচিত হবেন।

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
লেখালেখি করে আয় করার ওয়েবসাইট

তারা আপনার কনটেন্ট গুলো পর্যবেক্ষণ করবে এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনি সহজে এই সাইটে কন্টেন্ট রাইটিং জব পাবেন। আপনি যদি তাদের সাইটে কন্টেন্ট রাইটিং জব পেয়ে থাকেন, তাহলে আপনি যে ১০০০ টাকা ফি দিয়েছিলেন তা আপনার ব্যালেন্সে জমা হয়ে যাবে।

আর পরবর্তী মাসে আপনি আপনার বেতনের সাথে সেই ফি উত্তোলন করতে পারবেন। আরো বিস্তারিত জানতে তাদের কনটেন্ট রাইটিং জব পোস্টটিতে ভিজিট করুন।

আর একটা কথা মনে রাখুন এই ওয়েবসাইটে বাংলা আর্টিকেল লিখে প্রতি মাসে সর্বনিম্ন ৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ১৮০০০ টাকা ইনকাম করা যাবে। 

Asprivate

বাংলা আর্টিকেল লেখালেখি করে আয় করার ওয়েবসাইট গুলোর মধ্যে আরেকটি সেরা ওয়েবসাইট হলো asprivate। আপনি সাইটটির নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তারা বর্তমানে বাংলা আর্টিকেল রাইটিং জব অফার করছে। যে কোন ব্যক্তি এই জবের জন্য এপ্লাই করতে পারবে।

আমাদের ওয়েবসাইটে বাংলা আর্টিকেল লিখে ইনকাম করার জন্য অবশ্যই আর্টিকেল লেখার নিয়ম অনুযায়ী লিখতে হবে। মূল কথা আপনি যদি এসইও অপটিমাইজ আর্টিকেল সঠিকভাবে লিখতে পারেন। তাহলে এই ওয়েবসাইটে আর্টিকেল রাইটিং জবটি পেতে পারেন।

আর তাদের নির্ধারিত ক্যাটাগরির বিষয়গুলোর উপর ভিত্তি করে আর্টিকেল লিখতে হবে। তারা নিজেরাই আপনাকে নির্দিষ্ট ক্যাটাগরির আর্টিকেল লিখতে বলবে। প্রথম থেকে সেটি জমা দিতে হবে, তারা যাচাই-বাছাই করবে এবং আপনি যদি আর্টিকেল রাইটিং জবের জন্য সিলেক্ট হন তাহলে তারা আপনাকে জানিয়ে দিবে।

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
লেখালেখি করে আয় করার ওয়েবসাইট

আর এখানে আপনাকে প্রতিদিন ওয়েবসাইটটিতে ১৫০০ শব্দের দুটি আর্টিকেল লিখে জমা দিতে হবে। মাত্র দুইটি আর্টিকেল প্রতিদিন লিখেই আপনি মাস শেষে এখান থেকে ১০ হাজার টাকার বেশি আয় করতে পারবেন।

মূল কথা হলো আপনি সাইটটিতে যত বেশি আর্টিকেল রাইটিং করতে পারবেন তত বেশি আয় করতে পারবেন। যদি আপনি তিনটি আর্টিকেল লিখে প্রতিদিন জমা দেন, সে ক্ষেত্রে মাসে ১৫০০০ টাকা আয় করতে পারবেন। তাদের ওয়েবসাইটে আর্টিকেল রাইটিং জব পাওয়ার কিছু শর্ত রয়েছে। শর্তগুলো হলঃ

  • তাদের আর্টিকেল রাইটিং জব এর ফরম পূরণ করতে হবে। 
  • তারপর আপনাকে তাদের ওয়েবসাইটে একটি ৭ দিনের শর্ট কোর্স করতে হবে। কোর্স সম্পূর্ণ ফ্রি।
  • কোর্সে সাধারণত আপনাকে আর্টিকেল রাইটিং শেখানো হবে।
  • কোর্স শেষে আপনি সিলেক্টেড হলে, সহজেই এই ওয়েবসাইটে লেখালেখি করে আয় করতে পারবেন।

পেমেন্ট সিস্টেমঃ এখানে সাধারণত প্রতি ৩ দিন পর পর ১০০০ থেকে ১৮০০ টাকা পেমেন্ট প্রদান করা হয়। আর এই সাইট থেকে আপনি বিকাশ ,নগদ ,রকেট ,পেপাল ,পেটিএম ইত্যাদি মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

আপনি ১৫০০ শব্দের আর্টিকেলে লিখলে ৩ দিন পর পর ১০০০ টাকা ও ৩০০০ শব্দের আর্টিকেল লিখলে ১৮০০ টাকা পাবেন। আরো বিস্তারিত সরাসরি তাদের ওয়েবসাইট ভিজিট করে দেখুন। 

আরো পড়ুনঃ  ১০টি ডিপোজিট ছাড়া টাকা ইনকাম apps

Trickbd.com 

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট থেকে ইনকাম করতে চান, তাহলে Trickbd.com ওয়েবসাইটটিতে বাংলা আর্টিকেল রাইটিং শুরু করতে পারেন। এটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তিগত ওয়েবসাইট।

অর্থাৎ এই ওয়েবসাইটটি বিভিন্ন প্রযুক্তি বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করে থাকে। আপনি এখানে প্রযুক্তি বিষয় নিয়ে আর্টিকেল লেখালেখি করে প্রতিদিন আয় করতে পারবেন। তবে তাদের কনটেন্ট রাইটিং জব পদের সংখ্যা খুবই সীমিত।

এই সাইটটিতে কনটেন্ট রাইটিং জব পেতে হলে রেগুলার প্রথম দিকে কনটেন্ট লিখে জমা দিতে হবে। তাছাড়াও ওয়েবসাইটটিতে বিভিন্ন সময়ে কনটেন্ট রাইটিং টুর্নামেন্টের আয়োজন করা হয়। যেখানে আপনি অংশগ্রহণ করে সবচেয়ে বেশি কনটেন্ট লিখে পুরস্কার অর্জন করতে পারেন।

আর পার্মানেন্ট কন্টেন্ট রাইটিং জব পাওয়ার জন্য ওয়েবসাইটের এডমিনের সাথে যোগাযোগ করুন। তাদের শর্ত মতে কাজ করলে অবশ্যই আর্টিকেল লেখালেখি করে আয় করতে পারবেন। 

উপসংহার – লেখালেখি করে আয় করার ওয়েবসাইট

আপনারা জানেন বর্তমানে অনলাইনে ইনকাম করার সবচেয়ে সহজ মাধ্যম হলো কনটেন্ট রাইটিং করা। কিছু সময় ব্যয় করে প্রতিদিন কনটেন্ট রাইটিং করে ডেইলি ৫০০ টাকা ইনকাম করা যায়। বর্তমানে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে লেখালেখি করেই আয় করা সম্ভব।

আর সেই ওয়েবসাইটগুলো নিয়ে আর্টিকেলের বিস্তারিত আলোচনা করেছি। লেখালেখি করে আয় করার ওয়েবসাইট গুলোতে জব করার জন্য সাধারণত নির্দিষ্ট শর্ত থাকে, আপনি যদি ওই শর্তগুলো পূরণ করেন তাহলে অবশ্যই বাংলা সহ ইংরেজি আর্টিকেল লিখে আয় করতে পারবেন।

আর্টিকেল লিখতে হলে অবশ্যই ধৈর্য প্রয়োজন হয়। তাই ধৈর্য সহকারে আর্টিকেল লেখার চেষ্টা করুন। আর আপনার কোন আর্টিকেল রাইটিং ওয়েবসাইটটি পছন্দ হয়েছে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট সম্পর্কে প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs)

লেখালেখি করে কি সত্যিই অনলাইনে টাকা আয় করা যায়?

হ্যাঁ, লেখালেখি করে অনলাইনে টাকা আয় সম্ভব। অনেক ওয়েবসাইট, ব্লগ, কন্টেন্ট প্ল্যাটফর্ম ও ফ্রিল্যান্সিং সাইটে আপনি আপনার লেখা বিক্রি করে বা কন্টেন্ট প্রদান করে আয় করতে পারেন।

বাংলা কন্টেন্ট লিখে কি ইনকাম করা যায়?

হ্যাঁ, বর্তমানে অনেক ব্লগ, নিউজ পোর্টাল ও কনটেন্ট সাইট বাংলায় লেখার জন্য লেখক নিয়োগ দেয়। এছাড়া নিজের বাংলা ব্লগ চালিয়েও আয় করা সম্ভব।

লেখার জন্য কত টাকা পাওয়া যায়?

এইটা নির্ভর করে লেখার মান, শব্দ সংখ্যা এবং ক্লায়েন্ট বা ওয়েবসাইটের উপর। সাধারণত প্রতি ৫০০ শব্দে $5-$50 পর্যন্ত পাওয়া যেতে পারে।

লেখার কাজ পাওয়ার জন্য কি কোনো ডিগ্রি লাগবে?

না, লেখার কাজের জন্য প্রথাগত ডিগ্রি বাধ্যতামূলক নয়। তবে ইংরেজি বা বাংলা ভাষায় দক্ষতা, বানান ও গঠন ঠিক থাকলে যে কেউ এই পেশায় সফল হতে পারেন।

মোবাইল দিয়ে কি লেখার কাজ করা যায়?

হ্যাঁ, অনেক ফ্রিল্যান্সার মোবাইল ব্যবহার করেই লেখালেখি করেন। Google Docs, Grammarly, ও অন্যান্য অ্যাপ ব্যবহার করে মোবাইল থেকেও সহজেই কন্টেন্ট লেখা যায়।

Leave a Comment