বর্তমান সময়ে মোবাইলেই বিভিন্ন সাইটে ক্যাপচা এন্ট্রি করে টাকা ইনকাম করা যাচ্ছে। যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাবেন যেখানে ফ্রিতে একাউন্ট খুলে ক্যাপচা এন্টি কাজগুলো করা যায়।
আর এই কাজগুলো করে সহজে অনলাইন ইনকাম করতে পারবেন। অনেকেই সহজ অনলাইন ইনকাম খুজে থাকেন, তাদেরকে বলব ক্যাপচা এন্ট্রি করার কাজ গুলো শুরু করুন। বিনামূল্যে আপনি বিভিন্ন অনলাইন প্লাটফর্মে এই কাজগুলো করে আয় করার সুযোগ পাবেন।
আরো বিস্তারিত জানতে আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ুন। কারণ আর্টিকেলে থাকছে মোবাইলে ক্যাপচা এন্ট্রি করে আয় করার উপায় সমূহ। পাশাপাশি কিছু সাইট সম্পর্কে জানাবো, যেগুলো থেকে আপনারা কিছু আর্নিং করতে পারেন, শুধু মাত্র ক্যাপচা এন্ট্রি করে।
ক্যাপচা এন্ট্রি কাজ কী
ক্যাপচা এন্ট্রি কাজ হলো এমন একটি সহজ অনলাইন জব যেখানে আপনাকে বিভিন্ন ধরনের ক্যাপচা (ছবি বা লেখা) টাইপ করতে হয়। সাধারণত এই কাজগুলো করা হয় ওয়েবসাইট বা অ্যাপের নিরাপত্তা যাচাইয়ের জন্য।
প্রতিটি ক্যাপচা টাইপের বিনিময়ে আপনি ছোট ছোট পরিমাণ আর্নিং পাবেন, যা সময়ের সাথে জমে একটি ভালো ইনকামে রূপ নিতে পারে।
তাই সকলকে বলবো শুরু থেকেই এই ফ্রি কাজগুলোতে অংশগ্রহণ করুন এবং কিছু আর্নিং শুরু করুন। এবার চলুন ক্যাপচা এন্ট্রি করে আয় করার বিশ্বস্ত ওয়েবসাইট গুলো সম্পর্কে জেনে আসা যাক।
মোবাইলে ক্যাপচা এন্ট্রি করে আয় করুন সেরা ৫টি সাইটে
বর্তমানে মোবাইল শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং মোবাইল ফোন ব্যবহার করে ইনকামের মাধ্যম গড়ে তুলতে পারেন। মোবাইল ফোন এমন একটি ডিভাইস যা আপনার কাছে থাকলে আপনি ইচ্ছামত কাজ করে ইনকাম করতে পারবেন এবং পাশাপাশি সকলের সাথে যোগাযোগ করতে পারবেন।
তাই এই মোবাইল ফোনকে কাজে লাগিয়ে অনলাইনে ইনকাম করার চেষ্টা করুন। মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করা যায়, যার মধ্য থেকে ক্যাপচা এন্ট্রি সবচেয়ে সহজ কাজ। কারণ এই কাজের জন্য কোন আলাদা কম্পিউটার অথবা ল্যাপটপ প্রয়োজন হয় না।
নিম্নমানের স্মার্টফোন হলেও আপনি এই ক্যাপচা এন্ট্রির কাজগুলো করে ইনকাম করতে পারবেন। আমরা আজকে সেরা পাঁচটি ওয়েবসাইট সম্পর্কে জানাবো, যেগুলোতে আপনারা একাউন্ট খুলে নির্দ্বিধায় কাজ করার মাধ্যমে ইনকাম করতে পারেন।
১. 2Captcha
বর্তমানে মোবাইলে ক্যাপচা পূরণ করে ইনকাম করার অন্যতম জনপ্রিয় সাইট হল 2Captcha.com। এই সাইটটিতে বিভিন্ন টাইপের ক্যাপচা টাইপিং করে ইনকাম করা যায়। সাইটটি থেকে আয় করার জন্য সর্বপ্রথম সাইটে গিয়ে ফ্রিতে একাউন্ট খুলুন।
একাউন্ট খোলার পর আপনি নির্দিষ্ট ক্যাটাগরির ক্যাপচা পূরণ করা শুরু করবেন। এখানে ক্যাপচা পূরণ করলে প্রতিটি ক্যাপচা পূরণের বিনিময়ে নির্দিষ্ট কয়েন পাওয়া যায়। আর এই কয়েন পরবর্তীতে রূপান্তর করে ডলারে নেওয়া যায়।
অবশ্যই পড়বেনঃ
- কুইজ খেলে মোবাইল রিচার্জ ইনকাম করার উপায়
- ফেসবুক রিলিজ থেকে আয় করার উপায়
- বিনা টাকায় আয় করার উপায়
- মোবাইল দিয়ে জব করুন সেটা পাঁচটি সাইটে
- ছবি বিক্রি করে আয় করা সাইট
বেশিরভাগ ক্যাপচা পূরণ করার সাইটগুলো থেকে ডলারের পেমেন্ট নিতে পারবেন। তাই সব সময় ডিজিটাল ওয়ালেট তৈরি করে রাখবেন। যাদের ডিজিটাল ওয়ালেট নেই তারা অবশ্যই ডিজিটাল ওয়ালেট তৈরি করে নিন।
কারণ বিভিন্ন অনলাইন ইনকাম সেক্টরে পেমেন্ট গ্রহণ করার জন্য ডিজিটাল ওয়ালেটের দরকার হয়। এই সাইটটিতে আপনি ডিজিটাল ভাবে পেমেন্ট নিতে পারবেন।
শুধুমাত্র রেগুলার নির্দিষ্ট সংখ্যক ক্যাপচা পূরণ করবেন। ক্যাপচার কাজগুলো করা খুবই সহজ, মোবাইলেই আপনি করতে পারবেন। তাই আমরা এই সাইটটি আপনাদের মাঝে শেয়ার করলাম। এই সাইটের বিশেষ কিছু ফিচার রয়েছে যেমনঃ
- দিনে ১ থেকে ৩ ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব
- কাজ ২৪ ঘণ্টা চালু থাকে
- পেমেন্ট Payeer, WebMoney বা Bitcoin এর মাধ্যমে নেওয়া যায়
ওয়েবসাইটঃ www.2captcha.com
২. Kolotibablo
বর্তমানে গ্রাহকদের কাছে এই সাইটটি খুবই জনপ্রিয়, কারণ সাইটটি অনেক পুরাতন এবং বিশ্বস্ত। যার কারণে যারা অনলাইন ইনকাম করে, তারা এই সাইটটি থেকে ইনকাম করার চেষ্টা করে থাকে। বিশেষ করে যারা ক্যাপচা পূরণ করে ইনকাম করতে চান, তাদের জন্য এটি খুবই উপযুক্ত একটি সাইট।
এখানে ক্যাপচা পূরণ করার পাশাপাশি ডাটা এন্টি টাইপের কাজগুলো করতে পারবেন। কোন কম্পিউটার বা ল্যাপটপ দরকার হবে না, সরাসরি মোবাইলেই একাউন্ট খুলে কাজ করা শুরু করতে পারবেন।
এখানে আপনার কাজের মান অনুযায়ী রেট বাড়বে, অর্থাৎ আপনি যত ভালো কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন। এখানে সরাসরি ডলার ইনকাম দেওয়া হয়।
তবে খুব কম ইনকাম হয়, তবে আপনি যদি খুব বেশি বেশি ক্যাপচা পূরণ করেন তাহলে ইনকাম বেশি হতে পারে। তবে আপনার কাজের ধরন ও মান অনুযায়ী ইনকাম রেট বাড়বে। এই সাইটের বিশেষ কিছু ফিচার আছে যা নিচে দেখানো হলোঃ
- মোবাইল ও ডেস্কটপ উভয় মাধ্যমেই কাজ করা যায়
- সাপ্তাহিক পেমেন্ট সিস্টেম রয়েছে অর্থাৎ প্রতি সপ্তাহে পেমেন্ট পাবেন।
- PayPal ও ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট অপশন আছে
ওয়েবসাইটঃ www.kolotibablo.com
৩. MegaTypers
MegaTypers মূলত স্টুডেন্ট এবং পার্ট টাইম কাজ করতে আগ্রহীদের জন্য জনপ্রিয়। এখানে ক্যাপচা টাইপ করে পয়েন্ট অর্জন করা যায়, যা পরে ডলারে কনভার্ট হয়। এইভাবে মেগাটাইপার প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা যায়। মোবাইলে সরাসরি একাউন্ট খুলুন এবং পার্ট টাইম ক্যাপচা টাইপ করে ইনকাম শুরু করুন।
এই প্লাটফর্মটি মূলত স্টুডেন্টদের জন্য বেশ উপযোগী, কারণ এখানে পার্ট টাইম কাজ করার সুযোগ পাওয়া যায়। যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই প্লাটফর্মটিতে অ্যাকাউন্ট খুলে, নিজের হাতের মোবাইলটি ব্যবহার করে ক্যাপচা সহ ডাটা এন্টি সহজ কাজগুলো করে ইনকাম করতে পারেন।
এখান থেকে প্রতি সপ্তাহে পেমেন্ট উত্তোলন করা যায়। যার কারণে আপনার প্রতি সপ্তাহের হাত খরচ আয় করতে পারবেন। সাইটের বেশ কিছু ভালো বৈশিষ্ট্য রয়েছে যেমনঃ
- প্রতি ১০০০ ক্যাপচায় ০.৪৫ থেকে ১.৫ ডলার পর্যন্ত আয়
- সাপ্তাহিক পেমেন্ট পদ্ধতি আছে, যার ফলে প্রতি সপ্তাহে পেমেন্ট পাবেন
- মোবাইল দিয়ে সরাসরি লগইন করে কাজ করা যায়
ওয়েবসাইটঃ www.megatypers.com
৪. ProTypers
ProTypers হলো MegaTypers এর একটি সহপ্রতিষ্ঠান, যেখানে কাজের ধরণ প্রায় একই। এখানে কাজ তুলনামূলকভাবে দ্রুত পাওয়া যায় এবং ইনকাম রেটও ভালো। তাই আপনারা মেগাটাইপারস প্ল্যাটফর্মের পাশাপাশি এই প্লাটফর্মটিতেও ক্যাপচা টাইপিং করে মোবাইলে আয় করতে পারেন।
আপনারা ট্রাই করবেন একাধিক প্ল্যাটফর্ম গুলোতে অ্যাকাউন্ট খুলে ক্যাপচা টাইপিং করে ইনকাম করা। তাহলে আপনি অনেক বেশি পরিমাণে আয় করতে পারবেন।
এই সাইট সম্পর্কে আর বিস্তারিত আলোচনা করলাম না, কারণ আগের সাইটের মত এই সাইটটিও একই ভাবে কাজ করে থাকে। তবে এই সাইটে ইনকাম রেট অনেকটা বেশি পাওয়া যায়। কিছু ভালো বৈশিষ্ট্য যেমনঃ
- ২৪ ঘণ্টা কাজের সুযোগ রয়েছে
- সহজ মোবাইল ইন্টারফেস, মোবাইল দিয়েই করা যায়
- পেমেন্ট Western Union ও Bitcoin এ নেওয়া যায়
ওয়েবসাইটঃ www.protypers.com
৫. CaptchaTypers
এই সাইটে ক্যাপচা টাইপের পাশাপাশি কিছু বোনাস টাস্কও পাওয়া যায়। আর এই টাস্ক গুলো সম্পূর্ণ করে আপনি কিছু পরিমাণে বেশি আয় করতে পারবেন। যদিও আপনারা জানেন এই ধরনের ছোট ছোট কাজগুলো তো অনেক কম ইনকাম দেয়া হয়।
তবে আপনি যদি বোনাস কাজগুলো করেন তাহলে অনেক বেশি আয় করতে পারবেন। আর এই বোনাস task গুলোর জন্যই এই প্লাটফর্মটি অনেক জনপ্রিয়।
মোবাইলে ক্যাপচা এন্ট্রি করে আয় করুন সহজেই এই সাইটটি থেকে। খুব বেশি কিছু করতে হবে না, সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে যান এবং সাইটের নাম লিখে সার্চ করুন আর অ্যাকাউন্ট খুলুন।
একাউন্ট খোলা হয়ে গেলেই আপনি প্রতিদিনের ক্যাপচা গুলো পূরণ করুন। আর কোন বোনাস অফার আসলে সেগুলো কমপ্লিট করে বেশি বেশি আয় করুন। সাইটের ভালো কিছু ফিচার রয়েছে যেমনঃ
- নতুনদের জন্য সহজ টাস্ক
- ন্যূনতম উত্তোলন মাত্র ২ ডলার
- Payeer ও Bitcoin পেমেন্ট সাপোর্ট
ওয়েবসাইটঃ www.captchatypers.com
ক্যাপচা এন্ট্রি করে ইনকাম করার টিপস
- সবসময় নির্ভরযোগ্য ওয়েবসাইটে কাজ করুন
- ইন্টারনেট স্পিড ভালো রাখুন যাতে কাজ বন্ধ না হয়
- মোবাইল ব্যাটারি চার্জ করে রাখুন
- ভুয়া অ্যাপ বা সাইটে লগইন করা থেকে বিরত থাকুন
- নিয়মিত কাজ করলে দৈনিক ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম সম্ভব
মোবাইলে ক্যাপচা এন্ট্রি করার সুবিধা
- কাজটি খুবই সহজ, কোনো অভিজ্ঞতা লাগে না
- শুধু একটি স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ হলেই কাজ করা যায়
- ফ্রিল্যান্স বা পার্ট টাইম হিসেবে কাজ করা যায়
- দিনে যেকোনো সময় কাজ করার সুযোগ রয়েছে।
- আয় সরাসরি বিকাশ, নগদ বা PayPal এ নেওয়া যায়
উপসংহার
মোবাইলে ক্যাপচা এন্ট্রি কাজ অনলাইনে ইনকামের একটি নির্ভরযোগ্য উপায় হতে পারে যদি আপনি নিয়মিত এবং মনোযোগ সহকারে কাজ করেন। উপরে উল্লেখিত সাইটগুলো নিরাপদ, পরীক্ষিত এবং বিশ্বব্যাপী ইউজারদের কাছ থেকে ভালো রিভিউ পেয়েছে।
তাই আজই যেকোনো একটি সাইটে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করুন, এবং ঘরে বসে নিজের মোবাইল থেকেই ইনকাম শুরু করুন।
মোবাইলে ক্যাপচা এন্ট্রি করে আয় করুন সেরা ৫টি সাইটে, এই আর্টিকেলে কোন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। উদ্ভাস আইটি সাইটের টিম কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকে।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই—পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






