১০ টাকায় ৪০ মিনিট রবি অফার – কারা পাবে, কীভাবে নিবেন?

বাংলাদেশে কম দামে সর্বাধিক মিনিট পেতে রবি সিম সবসময়ই জনপ্রিয়। রবি গ্রাহকদের জন্য বর্তমানে সবচেয়ে বেশি চাহিদার অফারের একটি হলো ১০ টাকায় ৪০ মিনিট রবি অফার।

কম খরচে বেশি সুবিধা পাওয়ার কারণে এটি রবি ইউজারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিনিট প্যাক।

এই আর্টিকেলে আমরা আলোচনা করব কিভাবে এই অফারটি অ্যাক্টিভ করবেন, মেয়াদ, শর্তাবলি, কারা পাবে এবং অফার চেক করার নিয়ম।

১০ টাকায় ৪০ মিনিট রবি অফার কী?

এই বিশেষ রবি মিনিট প্যাকে মাত্র ১০ টাকায় পাবেন ৪০ মিনিট কথা বলার সুবিধা। এটি মূলত রবি-টু-রবি এবং রবি-টু-অন্যান্য অপারেটর উভয় কলের জন্য ব্যবহার করা যায় (যে সময় অফারটি চালু থাকে তার উপর নির্ভর করে)।

এই অফারটি সাধারণত সীমিত সময়ের জন্য চালু করা হয় এবং নির্দিষ্ট কিছু গ্রাহকই পেয়ে থাকেন। আপনার সিম নম্বরটি যদি এই অফারের জন্য প্রযোজ্য হয়, তাহলে আপনি মেসেজের মাধ্যমে এই অফার একটিভেট করার কোড পেয়ে যাবেন।

মূলত আপনাকে রবি কোম্পানি ম্যাসেজের মাধ্যমে এই অফারটি দিয়ে থাকবে। এছাড়াও নির্দিষ্ট কোড রয়েছে, যেই কোড ডায়াল করে আপনি এই রবি মিনিট অফারটি পেতে পারেন। চলুন এবার বিস্তারিত জানা যাক। 

১০ টাকায় ৪০ মিনিট রবি অফার অ্যাক্টিভ করার কোড

আপনি যদি দেখতে চান আপনার নম্বরে অফারটি পাওয়া যাচ্ছে কি না, তাহলে নিচের যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করতে পারেনঃ

আরো পড়ুনঃ  বাচ্চাদের জ্বর সর্দি কাশির এন্টিবায়োটিক কোনটি? বিস্তারিত দেখুন

USSD কোড দিয়ে অ্যাক্টিভেশনঃ

যদি আপনার সিমে অফারটি থেকে থাকে। তাহলে আপনি নির্দিষ্ট কোড ডায়াল করার মাধ্যমে এই অফারটি নিতে পারেন। এই অফার একটিভ করার কোডটি হল *0# বা *123*10#। (বিশেষ দ্রষ্টব্যঃ রবি সময় অনুযায়ী কোড পরিবর্তন করতে পারে)।

অবশ্যই পড়বেনঃ

তাই অনেক সময় এই কোড কাজ নাও করতে পারে। তবে আপনি এসএমএসের মাধ্যমে এই অফার একটিভ করার নির্দিষ্ট কোড পাবেন, সেই কোড ডায়াল করলেই অফারটি একটিভ হয়ে যাবে।

তাই আপনার মোবাইলের এসএমএস অ্যাপটি চেক করে দেখুন, আপনি এসএমএস পেয়েছেন কিনা। যদি এসএমএস পেয়ে থাকেন তাহলে মেসেজে থাকা কোড ডায়াল করে রবি মিনিট অফারটি একটিভ করে নিন। 

রবি অ্যাপ দিয়ে মিনিট অফারঃ

  • My Robi App ওপেন করুন
  • “Bundles” বা “Minute Offers” সেকশনে যান
  • ১০ টাকায় ৪০ মিনিট অফারটি দেখালে “Buy Now” ক্লিক করুন
  • কনফার্ম করলেই মিনিট অ্যাক্টিভ হয়ে যাবে

শর্তাবলি

রবি যে সময় এই অফার চালু করে, তখন নির্দিষ্ট কিছু শর্ত প্রযোজ্য হয়। সাধারণত দেখা যায়

  • এটি শুধু প্রিপেইড গ্রাহকদের জন্য
  • অফারটি সীমিত সময়ের প্রমোশন
  • গ্রাহকভেদে প্রমোশন পাওয়া ভিন্ন হতে পারে
  • অফারটি SMS/Robi App/USSD Notification পাওয়া গ্রাহকরা বেশি পান

অফারের মেয়াদ

এটি সাধারণত ২৪ ঘণ্টা (১ দিন) মেয়াদের একটি মিনিট প্যাক।তবে নির্দিষ্ট সময় চালু থাকায় মেয়াদ পরিবর্তন হতে পারে। কিনবার আগে অবশ্যই রবি অ্যাপ বা USSD-তে দেখে নিন।

কারা এই অফারটি পাবে?

১০ টাকায় ৪০ মিনিট রবি অফারটি সাধারণত নিম্নোক্ত গ্রাহকরা বেশি পেয়ে থাকেঃ 

  • রবি প্রিপেইড ব্যবহারকারী
  • দীর্ঘদিন কম ব্যবহার করা সিম (inactive users)
  • কিছু নির্দিষ্ট এলাকায় বসবাসকারী গ্রাহক
  • রবি যাদেরকে বিশেষ প্রমোশন পাঠায়
  • নতুন রিচার্জ করা সিম
  • বিশেষ প্রমোশনাল গ্রাহক
  • মাঝে মাঝে সকল প্রিপেইড গ্রাহকের জন্যও উন্মুক্ত থাকে
আরো পড়ুনঃ  ভিটামিন ই ক্যাপসুল খেলে কি মোটা হয় ২০২৫

কেন এই অফারটি জনপ্রিয়?

  • মাত্র ১০ টাকায় ৪০ মিনিট – সবচেয়ে সাশ্রয়ী মিনিট প্যাকেজ
  • বেশি বেশি কথা বলার জন্য একটি আদর্শ প্যাকেজ
  • স্বল্প মেয়াদের কলে সুবিধা
  • রিচার্জ না করে USSD-তেই কিনে ফেলা যায়

FAQ – ১০ টাকায় ৪০ মিনিট রবি

এই অফারটি কি সবসময় থাকে?

না, এটি একটি প্রমোশনাল অফার এবং সময়ভেদে চালু বা বন্ধ থাকে।

কোন গ্রাহকরা বেশি পেয়ে থাকে?

যেসব সিমে বিশেষ প্রমোশন পাঠানো হয়, তারা বেশি সুযোগ পায়।

অফারের টাকা কি টকটাইম ব্যালেন্স থেকে কাটে?

হ্যাঁ, আপনার মূল ব্যালেন্স থেকেই ১০ টাকা (ভ্যাট ও অন্যান্য চার্জসহ) কাটা হবে।

অফারটি কোথা থেকে চেক করা যাবে?

My Robi App বা *৩২২# ডায়াল করে।

শেষ কথা

১০ টাকায় ৪০ মিনিট রবি অফার হলো রবি ব্যবহারকারীদের জন্য একটি দারুণ সাশ্রয়ী মিনিট প্যাক। আপনি যদি কম খরচে কথা বলার জন্য একটি বেস্ট অফার খুঁজে থাকেন, তাহলে রবি অ্যাপ বা USSD কোড ব্যবহার করে আপনার নম্বরে অফারটি দেখে নিতে পারেন।

Leave a Comment