৫টি অটো ছবি এডিট করার অ্যাপস: Ai দিয়ে ছবি এডিট করুন সহজেই

বর্তমান সময়ে অটোমেটিক্যালি ছবি এডিট করার অনেক অ্যাপস ও সফটওয়্যার রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনি মাত্র কয়েক সেকেন্ডেই যেকোনো ছবি এডিট করে আকর্ষণীয় করতে পারেন।

শুধুমাত্র এক ক্লিকেই অটো ছবি এডিট হয়ে যাবে। এই ধরনের সাইট ও অ্যাপস সম্পর্কে জানানোর জন্যই আমরা আজকে আর্টিকেলে হাজির হয়েছি।

যারা খুব শর্টকাটে ছবি এডিট করতে চাচ্ছেন, তাদের জন্য আর্টিকেলটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেকগুলো ছবি এডিট করার সেরা কয়েকটি সাইট ও অ্যাপস সম্পর্কে জানতে পারবেন। 

অটো ছবি এডিট করার অ্যাপস কি? 

অটো ছবি এডিট করার অ্যাপস হলো এমন অ্যাপ্লিকেশন যা Artificial Intelligence (AI) ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ছবির রঙ, আলো, কনট্রাস্ট, শার্পনেস ও ব্যাকগ্রাউন্ড উন্নত করে।

ব্যবহারকারীকে বেশি কিছু করতে হয় না মাত্র এক ক্লিকেই ছবি হয়ে যায় আরও সুন্দর ও প্রফেশনাল। আর এই কারণেই বর্তমানে অটো ছবি এডিট করার সাইটের এর চাহিদা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। 

অবশ্যই পড়বেনঃ

আপনি শুধুমাত্র সাইটগুলোতে ছবি আপলোড করে কিছু কমান্ড দিয়ে এক সেকেন্ডেই ছবি এডিট করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে এক্সট্রা করে ছবি এডিট সম্পর্কে জানতে হবে না।

অনেকে আবার ছবি এডিট করার জন্য প্রফেশনাল কোর্স করে থাকেন। তবে এখন Ai সিস্টেম আসার পরে আর আপনাকে কোর্স করতে হবে না। Ai দিয়ে ছবি এডিট করতে পারবেন। 

অটো ছবি এডিট | Ai দিয়ে ছবি এডিট করার সাইট

বর্তমান ডিজিটাল যুগে ছবি কনটেন্টের গুরুত্ব অনেক বেড়েছে। সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্লগ আর্টিকেল, ইউটিউব থাম্বনেইল কিংবা অনলাইন বিজনেস সব জায়গায় মানসম্মত ছবি অপরিহার্য।

আরো পড়ুনঃ  হানিফ বাস গেম ডাউনলোড করার নিয়ম (পদ্মা সেতু)

কিন্তু সবার পক্ষে ম্যানুয়ালি ছবি এডিট করা সময়সাপেক্ষ ও জটিল। এই সমস্যার সহজ সমাধান হলো অটো ছবি এডিট করার অ্যাপস। আর এখন আমরা অটো ছবি এডিট করার সাইট ও অ্যাপস সম্পর্কে জানব।

1. Remini – Ai দিয়ে ছবি এডিট 

Remini বিশেষভাবে পরিচিত ছবি ক্লিয়ার ও শার্প করার জন্য। ঝাপসা বা পুরোনো ছবিকে সহজেই HD কোয়ালিটিতে রূপান্তর করে। এছাড়াও কয়েক মিনিটেই ছবি এডিট করা যায়।

তাদের Ai সিস্টেমকে ব্যবহার করে অটো ছবি এডিট করতে পারবেন। শুধুমাত্র আপনি লেখার মাধ্যমে কমান্ড দিবেন, তারাই অটোমেটিক্যালি ছবি এডিট করে দিবে।

এছাড়াও তাদের অ্যাপটিতে One-tap Auto Edit ফিচার রয়েছে। যার ফলে এক ক্লিকেই অটোমেটিক্যালি ছবি এডিট হয়ে যাবে।  

আর এই অ্যাপের সবচেয়ে বিশেষ ফিচার হলো পুরাতন ছবি নতুন করা, অর্থাৎ আপনি পুরাতন ছবি নতুনের মত hd বানাতে পারবেন।

তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং পাশাপাশি google play store অ্যাপস রয়েছে। আপনি সরাসরি গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোরে গিয়ে  Remini লিখে সার্চ করুন। এবার ইন্সটল করে আপনার ইচ্ছা মতো ছবি অটো এডিট করুন। 

2. PicsArt

PicsArt একটি জনপ্রিয় অটো ছবি এডিট ও ক্রিয়েটিভ অ্যাপ। সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের কাছে এটি বেশ জনপ্রিয়। এই অ্যাপটিতে অটো ফিল্টারিং অপশন রয়েছে।

অ্যাপটিতে ছবি আপলোড করে অটো ফিল্টার অপশন চালু করলে, অটোমেটিক ছবি ফ্রেশ হয়ে যাবে। মূলত ছবি ক্লিয়ার এবং HD হবে। এছাড়াও এই অ্যাপটিতে Background Remove করার অপশন আছে।

আপনি যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এর পাশাপাশি নতুন ব্যাকগ্রাউন্ড যোগ করা যাবে। আর সবচেয়ে বিশেষ ফিচার হলো AI Effects। এই ফিচার ব্যবহার করে অটো ছবি এডিট করা যাবে।

আপনি শুধুমাত্র ছবিটি আপলোড করবেন এবং এই ফিচারে ক্লিক করবেন। অ্যাপটি তার নিজস্ব   AI ফিচার ব্যবহার করে অটো এডিট করে দিবে। এর ফলে আপনি কম সময়ে অনেক ছবি এডিট করতে পারবেন এবং খুব ভালো ছবি পাবেন।

আরো পড়ুনঃ  ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড 2025

এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাবেন। সরাসরি সার্চ করে ডাউনলোড করে নিন। ফ্রিতে অনেক ফিচার পাওয়া যায়, সেগুলো ব্যবহার করেও ভালোভাবে ছবি এডিট করা যায়।

3. Snapseed – অটো ছবি এডিট করার অ্যাপ 

Snapseed হলো গুগল দ্বারা তৈরি একটি ফ্রি এবং শক্তিশালী ছবি এডিট অ্যাপ। সহজ ইন্টারফেসের কারণে এটি অনেকের পছন্দ। এই অ্যাপে Auto Tune ফিচার রয়েছে, এই ফিচার ব্যবহার করে আপনি এক ক্লিকেই ছবি এডিট করতে পারবেন।

আপনাকে কোন কিছু করতে হবে না, সরাসরি ছবি আপলোড করে Auto Tune অপশনে ক্লিক করবেন, তাহলেই আপনার ছবি এডিট হয়ে যাবে।

এছাড়াও এই অ্যাপে HDR Enhance করার আরেকটি অপশন রয়েছে। এই অপশন ব্যবহার করে ছবির কোয়ালিটি উন্নত করা যাবে।

পাশাপাশি Selective Adjust ফিচার ব্যবহার করে ছবির নির্দিষ্ট অংশ এডিট করতে পারবেন। এই অ্যাপটি সম্পূর্ণ ফ্রি। সকলেই ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সকল ফিচারগুলো ফ্রি পাওয়া যাবে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন এবং ব্যবহার শুরু করুন। 

4. Gemini – Ai দিয়ে ছবি এডিট করুন সহজেই 

বর্তমানে AI প্রযুক্তির অগ্রগতির ফলে অনলাইন ভিত্তিক ফটো এডিটিং আরও সহজ হয়ে উঠেছে। এর মধ্যে Gemini সাইট দিয়ে ফটো এডিট একটি আধুনিক ও স্মার্ট সমাধান হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে।

Gemini মূলত AI-ভিত্তিক একটি প্ল্যাটফর্ম, যা ছবি বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে এডিট করার সুবিধা দেয়।Gemini সাইট ব্যবহার করে আলাদা কোনো অ্যাপ ইন্সটল না করেই অনলাইনে ছবি এডিট করা যায়,

যা নতুন ব্যবহারকারীদের জন্য বেশ সুবিধাজনক। আপনি Gemini সাইট ব্যবহার করে আনলিমিটেড ছবি এডিট করতে পারবেন। শুধুমাত্র আপনাকে নির্দিষ্ট কমান্ড প্রদান করতে হবে।

ছবি এইচডি করার ক্ষেত্রেও Gemini ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এটি সম্পূর্ণ ফ্রি এবং গুগলের একটি AI প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ছবি এডিট করার পাশাপাশি অনেক ধরনের কাজ করতে পারবেন।

আরো পড়ুনঃ  এয়ারটেল ব্যালেন্স চেক ও এয়ারটেল মিনিট চেক কোড ২০২৫

Gemini ব্যবহার করে কিভাবে ছবি অটো এডিট করা যায় তা জানার জন্য আপনি ইউটিউবে সার্চ করতে পারেন।

ইউটিউবে অনেকগুলো ছবি এডিটিং কমান্ড পেয়ে যাবেন যেগুলো ব্যবহার করে অ্যাপ্লিকেশন ছবি অটো এডিট করতে পারবেন।

এই প্লাটফর্মের অফিসিয়াল অ্যাপস গুগল প্লে স্টোরে আছে। Gemini লিখে সার্চ করুন পেয়ে যাবেন। আর বর্তমানে এটি সবচেয়ে জনপ্রিয় একটি প্লাটফর্ম, যেখানে কমান্ড ব্যবহার করে ইচ্ছামত ছবি এডিট করা যায়।

5. Chatgpt  

বর্তমানে ChatGPT অ্যাপস শুধু লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ নয়। AI প্রযুক্তির মাধ্যমে ChatGPT ছবি এডিট করার আইডিয়া, নির্দেশনা এবং স্মার্ট এডিট সাজেশন দিতে পারে, যা ব্যবহার করে খুব সহজেই প্রফেশনাল মানের ছবি তৈরি করা সম্ভব।

ChatGPT সরাসরি ছবি এডিট না করলেও, এটি বিভিন্ন AI ফটো এডিট অ্যাপ ও অনলাইন টুলের জন্য সঠিক প্রম্পট, এডিট আইডিয়া এবং সেটিংস সাজেস্ট করে, যা ছবি এডিটের কাজকে আরও সহজ করে তোলে। তবে আপনি নির্দিষ্ট কমান্ড ব্যবহার করে ছবি এডিট করতে পারেন। 

উপসংহার

অটো ছবি এডিট করার অ্যাপস বর্তমান সময়ে কনটেন্ট ক্রিয়েশনের একটি অপরিহার্য অংশ। কম সময়ে, সহজ উপায়ে এবং প্রফেশনাল মানের ছবি তৈরি করতে এসব অ্যাপস দারুণ সাহায্য করে।

আপনি যদি ব্লগার, ইউটিউবার বা অনলাইন উদ্যোক্তা হন, তাহলে অবশ্যই একটি ভালো অটো ছবি এডিট অ্যাপ ব্যবহার করা উচিত।

Leave a Comment