বর্তমান সময়ে অনেকেই গুরুত্বপূর্ণ কথোপকথন নিরাপদে সংরক্ষণ করার জন্য অটো কল রেকর্ড অ্যাপ ব্যবহার করে থাকে।
ব্যবসায়িক কাজ, অফিস কল, অনলাইন লেনদেন কিংবা ব্যক্তিগত যোগাযোগ যে কারণেই হোক, একটি ভালো কল রেকর্ডিং অ্যাপ আপনার ফোনে থাকলে প্রয়োজনের সময় কাজে লাগবে।
আজকের আর্টিকেলে আমরা জানবো সেরা ৩টি অটো কল রেকর্ড অ্যাপস, যেগুলো সহজ, নিরাপদ এবং ব্যবহারবান্ধব।
অটো কল রেকর্ড অ্যাপস
বর্তমান সময়ে আমাদের সকলের মোবাইল ফোনে কল রেকর্ডিং অ্যাপস রাখা খুবই জরুরি। কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে কল রেকর্ড শোনার প্রয়োজন হয়।
আর আপনার ফোনে যদি অটোমেটিক কল রেকর্ডার সিস্টেম থাকে তাহলে আপনি সহজেই কল রেকর্ডিং করে রাখতে পারবেন।
এছাড়া অনেক ফোনে সিস্টেমে অটোমেটিক কল রেকর্ডার থাকে না, সে ক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোর থেকে অটো কল রেকর্ড অ্যাপস গুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
আরো পড়ুনঃ
এতে করে আপনার যেকোন কারো সাথে কলে কথা বললে অটোমেটিক্যালি রেকর্ড হতে থাকবে। আর কল রেকর্ড গুলো আপনার মোবাইলের ফাইল ম্যানেজার এ জমা হতে থাকবে।
এর ফলে আপনি খুব সহজেই পরবর্তীতে প্রয়োজনীয় সময়ে কল রেকর্ড গুলো শুনতে পারবেন এবং কাজে লাগাতে পারবেন। নিম্নে সেরা ৫টি কল রেকর্ড অ্যাপস এর তালিকা দেওয়া হলঃ
১. Cube ACR – Best Automatic Call Recorder
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কল রেকর্ডিং অ্যাপস হল Cube ACR। এই অ্যাপটি ব্যবহার করে অটোমেটিক কল রেকর্ডিং চালু করা যায়, অর্থাৎ আপনার মোবাইলে অটোমেটিক কল রেকর্ড হতে থাকবে।
আপনাকে নির্দিষ্ট করে ম্যানুয়ালি কল রেকর্ডিং চালু করতে হবে না। আর যে কোন অ্যাপসে এই অ্যাপটি কাজ করবে। মেসেঞ্জার বা whatsapp এর কল রেকর্ড গুলো এই অ্যাপের সাহায্য করা যাবে।
এছাড়াও অ্যাপটিতে কল রেকর্ডিং ক্লাউড ব্যাকআপ করার সিস্টেম রয়েছে। এতে করে আপনার কল রেকর্ডিং গুলো সুরক্ষিত থাকবে, হারানোর কোন সুযোগ নেই। আর এই কল রেকর্ড অ্যাপটি HD মানের কল রেকর্ড সাপোর্ট করে।
আপনি স্পষ্ট ক্লিয়ার কল রেকর্ডিং গুলো শুনতে পারবেন। অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। তাই সকলকে বলবো মোবাইলের গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে Cube ACR লিখে সার্চ করুন। অ্যাপটি প্রথমে পেয়ে যাবেন এবং ইন্সটল বাটনে ক্লিক করে ইন্সটল করে নিন।
২. Truecaller – অটো কল রেকর্ড অ্যাপস
Truecaller শুধু নাম্বার শনাক্ত করার অ্যাপ নয়, এটি দুর্দান্ত একটি কল রেকর্ডিং ফিচারও দেয়। যারা ইতিমধ্যে Truecaller ব্যবহার করেন, তাদের জন্য এটি চমৎকার সমাধান।
এই অ্যাপ ব্যবহার করে কল রেকর্ডিং করা যাবে এবং পাশাপাশি যে কোন নাম্বারের পরিচয় সনাক্ত করতে পারবেন। মূলত এই অ্যাপটি নাম্বার শনাক্ত করার কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে।
তবে বর্তমানে এই অ্যাপটি কল রেকর্ডিং সুবিধা দিচ্ছে, যার ফলে অনেকেই কল রেকর্ড করার জন্য এই অ্যাপ ব্যবহার করছে। আপনিও চাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাপটি ব্যবহার করতে পারেন। ফিচারঃ
- অটো কল রেকর্ড
- ক্লাউডে সেভ অপশন
- পরিচিত ও অপরিচিত নাম্বারের বিস্তারিত তথ্য
- সহজ ব্যবহারযোগ্য ইন্টারফেস
৩. Auto Call Recorder Pro
এটি একটি লাইটওয়েট এবং ব্যবহারবান্ধব অটো কল রেকর্ড অ্যাপ। সহজ ইন্টারফেস এবং নির্ভরযোগ্য রেকর্ডিং সুবিধার কারণে এটি জনপ্রিয়। আর যে কোন মোবাইলেই এটি ইন্সটল করা যাবে।
এই অ্যাপ ব্যবহার করে অটো কল রেকর্ডিং সুবিধা নিতে পারবেন, অটো কল রেকর্ড অ্যাপস হিসেবে এটি বর্তমানে ব্যাপক জনপ্রিয়।
অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে প্রায় দশ মিলিয়ন এর বেশি বা ডাউনলোড হয়েছে, এছাড়াও অ্যাপ এর রেটিং ৪.৪। তাহলে দেখে বুঝতে পারছেন একটা কতটা জনপ্রিয়।
আপনি চাইলে অ্যাপটি ডাউনলোড করে অটো কল রেকর্ডার হিসেবে ব্যবহার করতে পারেন। অ্যাপের কিছু ফিচার আছে যেমনঃ
- ইনকামিং ও আউটগোয়িং অটোমেটিক রেকর্ড
- বিভিন্ন অডিও ফরম্যাটে সেভ
- পাসওয়ার্ড সুরক্ষিত রেকর্ডিং
- গুরুত্বপূর্ণ রেকর্ড লক করার অপশন
কল রেকর্ডিং অ্যাপস কেন ব্যবহার করবেন?
বর্তমান ডিজিটাল যুগে কল রেকর্ডিং শুধু একটি সাধারণ ফিচার নয়, বরং অনেকের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন। ব্যক্তিগত, শিক্ষাগত বা ব্যবসায়িক ,যেকোনো ক্ষেত্রেই কল রেকর্ড থাকা ভবিষ্যতে আপনাকে সাহায্য করতে পারে। এখানে জানুন কল রেকর্ডিং অ্যাপস ব্যবহারের প্রধান কারণগুলোঃ
- অনেক সময় আমরা ফোনে গুরুত্বপূর্ণ তথ্য, ডেলিভারি ডিটেইলস, ঠিকানা বা নির্দেশনা শুনি। পরে ভুলে গেলে সমস্যায় পড়তে হয়।কল রেকর্ডিং অ্যাপ থাকলে কথাগুলো যেকোনো সময় শুনে নিতে পারবেন।
- ব্যবসায়িক লেনদেন, চুক্তি বা দর-কষাকষি অনেক সময় ফোনেই হয়।একটি রেকর্ড থাকলে পরে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়, ভুল বোঝাবুঝিও কমে।
- স্টুডেন্ট বা ফ্রিল্যান্সাররা ক্লায়েন্ট বা শিক্ষকের সাথে ফোনে নানা গাইডলাইন পেয়ে থাকেন।রেকর্ডিং থাকলে বারবার শুনে নিজের কাজ নিখুঁত করা যায়।
- অনেক সময় কে কী বলেছিল তা নিয়ে মতবিরোধ হয়। এক্ষেত্রেস্বচ্ছতার জন্য কল রেকর্ডিং খুবই কার্যকর।
- হুমকি, হয়রানি বা প্রতারণামূলক কল আসতে পারে।একটি রেকর্ড ভবিষ্যতে আইনগত সহায়তার জন্য শক্ত প্রমাণ হিসেবে কাজে আসতে পারে।
- যেসব প্রতিষ্ঠান কাস্টমারের সাথে নিয়মিত ফোনে যোগাযোগ করে, তারা সার্ভিস উন্নত করতে এবং ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যে কল রেকর্ড ব্যবহার করে থাকে।
উপসংহার – অটো কল রেকর্ড অ্যাপস
অটো কল রেকর্ড অ্যাপ ব্যবহারের মাধ্যমে গুরুত্বপূর্ণ কলগুলো সহজেই সেভ করে রাখতে পারেন। উপরের সেরা ৩টি অটো কল রেকর্ড অ্যাপস আপনার ব্যক্তিগত এবং পেশাগত কাজে দারুণ সহায়ক হবে। প্রতিটি অ্যাপেই বিশেষ ফিচার আছে, তাই আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাপ নির্বাচন করে ব্যবহার করতে পারেন।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই—পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






