প্রিয় বন্ধুরা, আজকের পোস্টটিতে আমরা ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও ইউরোপের ২৬ টি দেশের নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব। তাই আপনারা যদি ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
পোস্টসূচিপত্রঃপ্রিয় বন্ধুরা আপনারা যদি ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই পোস্টটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
ভূমিকা
আপনার অনেকে আছেন যারা আমাদের কাছে প্রশ্ন করে থাকেন এবং জানতে চান যে ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম কি। কারণ এই প্রশ্নটি অর্থাৎ এ সম্পর্কে প্রায় বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা যায়। বিশেষ করে বিসিএস পরীক্ষায় দেশগুলোর নাম জানতে চাওয়া হয়। তাদের ক্ষেত্রে এই নামগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও যারা ভ্রমণ পিপাসু তারাও ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম জানতে চান এবং ভাবতে থাকে কোন দেশে যাবে।
অনেকেই আপনারা আবার কাজ করার জন্য ইউরোপের ধনী দেশের নাম সম্পর্কে জানতে চান। তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আজকের এই পোস্টটিতে আমরা গুরুত্ব সহকারে ইউরোপ মহাদেশে কোন কোন দেশ রয়েছে এবং ইউরোপের ধনী দেশের নামের তালিকা গুলো তুলে ধরার চেষ্টা করব তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম
প্রিয় বন্ধুরা আপনারা হয়তো এই অংশটির জন্যই এতক্ষণে অপেক্ষা করছেন। কারণ আপনারা মূলত ইউরোপ মহাদেশে দেশগুলোর নাম সম্পর্কে জানতে এসেছেন। আপনারা কি জানেন ইউরোপ মহাদেশের সর্বমোট ৫০ টি দেশ রয়েছে। যেগুলোর নাম জানার জন্য আপনি এখানে এসেছেন। এর নামগুলো আমরা পরের অংশ বিস্তারিত তুলে ধরবো। নাম গুলো জানতে আপনি নিচের অংশটি ভালো করে পড়ে নিবেন যেখানে আপনারা ইউরোপের সকল ৫০টি দেশের নাম জানতে পারবেন।
ইউরোপের দেশ কয়টি ও কি কি
আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন ইউরোপের দেশ কয়টি ও কি কি। এ প্রশ্নটি অনেক ক্ষেত্রেই কাজে লেগে থাকে। বিশেষ করে চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগে সাধারণ জ্ঞান হিসেবে। তাছাড়াও বাংলাদেশের অন্যতম বিসিএস পরীক্ষায় এ ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়ে থাকে। তাই যারা বিসিএস প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা এ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা রাখা প্রয়োজন তাদের সাথে সাথে যাদের জানার আগ্রহ রয়েছে তারাও জানতে পারেন।
আরো পড়ুনঃ ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ইউরোপের মোট ৫০ টি দেশ রয়েছে। যার মধ্যে সাধারণত এখনো ছয়টি দেশকে পুরোপুরি স্বীকৃতি দেওয়া হয়নি। এছাড়াও ইউরোপের মধ্যে সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া। যেটি পুরা ইউরোপের ৪০ ভাগ আয়তন নিয়ে রাখছে। তাহলে বুঝতে পারলেন ইউরোপ মহাদেশের মোট ৫০ টি দেশ রয়েছে। যার নাম গুলো আমরা এখন জানতে পারবো। চলুন আর কথা না বাড়িয়ে এবার জেনে নেই ইউরোপের দেশগুলোর নামঃ
- ইস্তোনিয়া
- এনডোরা
- কাজাখস্তান
- ক্রোয়েশিয়া
- তুরস্ক
- নরওয়ে
- নেদারল্যান্ডস
- পোল্যান্ড
- আর্মোনিয়া
- আলবেনিয়া
- আস্ট্রিয়া
- আইসল্যান্ড
- আয়ারল্যান্ড
- পর্তুগাল
- আজারবাইজান
- অ্যান্ডোরা
- ইতালি
- ইউক্রেন
- ইংল্যান্ড
- চেক প্রজাতন্ত্র
- জার্মানি
- গ্রিস
- ডেনমার্ক
- ফ্রান্স
- বুলগেরিয়া
- সুইডেন
- সাইপ্রাস
- হাঙ্গেরি
- হার্জেগোভিনা
- বেলারুশ
- বেলজিয়াম
- বসনিয়া
- ভ্যাটিক্যান সিটি
- মোনাকো
- মলদোভা
- মাল্টা
- মন্টিনিগ্রো
- চেক রিপাবলিক
- জর্জিয়া
- রোমানিয়া
- রাশিয়া
- লাতভিয়া
- লিথুনিয়া
- লিশটেনস্টাইন
- লুক্সেমবুর্গ
- সুইজারল্যান্ড
- সার্ভিয়া
- স্লোভেকিয়া
- স্লোভেনিয়া
- স্পেন
তাহলে আপনার উপরে দেখে নিলেন ইউরোপ মহাদেশের ৫০টি দেশের নাম। যেগুলো সাধারণত ইউরোপ মহাদেশের মধ্যে রয়েছে। পুরা ইউরোপ মিলে এই দেশগুলো অবস্থিত। ইউরোপের মধ্যে সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। আর ইউরোপের সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া। তাহলে আশা করছি আপনারা ইউরোপের দেশগুলো নাম জানতে পারলেন।
ইউরোপের ২৬ টি দেশের নাম
আপনারা কি ইউরোপের ২৬ টি দেশের নাম জানেন। যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই অংশের মাধ্যমে আপনারা ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ২৬ টি দেশের নাম গুলো জানতে পারবেন। জানা গেছে ইউরোপের ৫০ টি দেশের মধ্যে এই ২৬ টি দেশকে সেনজেন ভুক্ত দেশ বলা হয়। কারণ এই ২৬ টি দেশ স্বাধীন সার্বভৌমত্ব এবং তাদের নিজ নিজ নিয়ম-কানুন রয়েছে।
এই দেশগুলো ইউরোপের মধ্যে অনেক দেশগুলোর থেকে উন্নত। আপনারা এই উন্নত দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন। তবে কোন কোন দেশ রয়েছে মধ্যে সেগুলো আপনাদের জানা প্রয়োজন। তাই অবশ্যই ভ্রমণ করার আগে ইউরোপে ২৬ টি উন্নত দেশের নাম গুলো জানা উচিত। চলুন কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক ইউরোপে ২৬ টি দেশের নাম দিয়ে।
- লিথুয়ানিয়া
- লুক্সেমবার্গ
- ফ্রান্স
- মাল্টা
- সুইডেন
- স্পেন
- চেক প্রজাতন্ত্র
- ফিনল্যান্ড
- এস্তোনিয়া
- আইসল্যান্ড
- লিচেনস্টাইন
- স্লোভাকিয়া
- নেদারল্যান্ডস
- নরওয়ে
- পর্তুগাল
- পোল্যান্ড
- সুইজারল্যান্ড
- অস্ট্রিয়া
- লাটভিয়া
- ইতালি
- ডেনমার্ক
- বেলজিয়াম
- স্লোভেনিয়া
- জার্মানি
- হাঙ্গেরি
- গ্রীস
তবে বর্তমানে আরেকটি দেশ এর মধ্যে নতুন যুক্ত করা হয়েছে আর সেটি হলো ক্রোয়েশিয়া। তাহলে বর্তমানে হয়ে দাঁড়াচ্ছে ২৭ টি দেশ। তাহলে আশা করছি ইউরোপের জনপ্রিয় এবং উন্নত ২৬ টি দেশের নাম জানতে পারলেন এবং নতুন একটি দেশের নাম ও জানতে পেরেছেন।
ইউরোপের ধনী দেশের তালিকা
আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইউরোপের ধনী দেশের তালিকাগুলো ও নাম গুলো জানতে চান। বিশেষ করে যারা ইউরোপের দেশে ভ্রমণ করতে চান এবং ইউরোপ দেশগুলোতে কাদের উদ্দেশ্যে যেতে চান তাদের ক্ষেত্রে ইউরোপের ধনী দেশের নামের তালিকা গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
আপনারা কিন্তু আগেই ইউরোপ মহাদেশের দেশের নাম জানতে পেরেছেন। তবে এখন আপনাদের শুধু ইউরোপে ধনী দেশের তালিকা গুলো জানা উচিত। ইউরোপের এই দেশগুলো অন্যান্য দেশ থেকে অনেক উন্নত অর্থনৈতিক দিক দিয়ে। আমরা এখন আপনাদের ইউরোপের ধনী দেশের নামগুলো জানানোর চেষ্টা করব।
- লাক্সেমবার্গ
- জার্মানি
- আইসল্যান্ড
- নেদারল্যান্ড
- সুইডেন
- অস্ট্রিয়া
- ডেনমার্ক
- আয়ারল্যান্ড
- নরওয়ে
- সুইজারল্যান্ড
তাহলে আপনারা উপরে ইউরোপের ধনী দেশের তালিকা গুলো জানতে পারলেন তবে এখন আমরা এই ধনী দেশগুলো সম্পর্কে বিস্তারিত জানব। চলুন এবার জেনে নেই ইউরোপের দশটি ধনী দেশের বিস্তারিত বর্ণনা।
লাক্সেমবার্গঃ অর্থনৈতিক দিক দিয়ে লাক্সেমবার্গ ইউরোপ মহাদেশের মধ্যে সবচেয়ে ধনী দেশ।লাক্সেমবার্গ মূলত অর্থনীতি দিক দিয়ে অনেক উন্নত। কারণ দেশটি ব্যাংকিং সেবার দিক দিয়ে অন্যান্য দেশের থেকে সেরা এবং উন্নত। তাছাড়া বর্তমানে দেশটি এখন পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে যার ফলে পর্যটন কেন্দ্র হওয়ার ফলে অনেক গুণ অর্থনৈতিক আয় হয়ে আসছে। এই দেশের মাথাপিছু আয় এর দিক দিয়ে ইউরোপের সবচেয়ে ধনী দেশ। সাধারণত এই দেশের মাথাপিছু আয় 1 লাখ 13 হাজার 196 মার্কিন ডলার ধরা হয়েছে। অর্থাৎ জানা গেছে তাদের মাথাপিছু আয় 1 লাখ 13 হাজার 196 মার্কিন ডলার।
জার্মানিঃ ইউরোপের মধ্যে অন্যতম শিল্পতম দেশ হলো জার্মানি। তাছাড়া দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত। বর্তমানে যেগুলো বড় বড় কার তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে জার্মানিতে বিশ্বের সকল বড় বড় কার কোম্পানি জার্মানিতে রয়েছে। তাছাড়াও পর্যটনের দিক দিয়েও জার্মানি এখন পিছিয়ে নেই। বহু মানুষ জার্মানিতে ভ্রমন করতে যায়। জার্মানি দেশের মাথাপিছু আয় প্রায় 46 হাজার 653 মার্কিন ডলার।
সুইডেনঃ সুইডেন কে ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ বলা হয়ে থাকে। এদেশের মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত। কারণ এই দেশটি রপ্তানি করার জন্য সবার শীর্ষে রয়েছে। বিশেষ করে কাট , জলবিদ্যুৎ , বিভিন্ন ধরনের খনিজ পদার্থ সহ অনেক কিছু রপ্তানি করে থাকে। যার ফলে এই দেশের মাথাপিছু আয় হয়ে দাঁড়ায় 51242 মার্কিন ডলার।
নেদারল্যান্ডঃ নেদারল্যান্ড সাধারণত কৃষি কাজ ও খাদ্য রপ্তানির দিক দিয়ে ইউরোপের সবচেয়ে উন্নত। এটি একটি পশ্চিম ইউরোপের দেশ। অর্থনৈতিক দিক দিয়ে ইউরোপের মধ্যে বর্তমানে নেদারল্যান্ড অনেক ধনী দেশ। কারণ তাদের দেশের জলবায়ু ও আবহাওয়া এবং মাটি উর্বর যার ফলে কৃষি খাদ্য তৈরিতে সুবিধা হয়। এছাড়াও তারা বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যবসা করে থাকে এর দিক দিয়ে তারা অনেক উন্নত। এই দেশটির মাথাপিছু আয় অনেক।
অস্ট্রিয়াঃ ইউরোপের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে অস্ট্রিয়া অন্যতম। এই দেশটি বর্তমানে অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত হয়েছে। বিশেষ করে তাদের দেশ এখন বিভিন্ন পণ্য রপ্তানি কাজে এবং দেশটি এখন পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। যার ফলে তাদের মাথাপিছু আয় বেড়ে গেছে।
ডেনমার্কঃ বর্তমানে ইউরোপের মধ্যে ডেনমার্ক ও সবচেয়ে ধনী এবং আধুনিক উন্নত দেশ। যেখানে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা পর্যন্ত সকল কিছু উন্নত ব্যবস্থায় পরিচালনা করা হয়। এছাড়াও তারা শিল্প খাতে অনেক উন্নত যার ফলে তাদের দেশটি অনেক ধনী হিসেবে গণ্য করা হয়েছে।
আইসল্যান্ডঃ প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে আইসল্যান্ড অন্যতম। কারণ এর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য পুরো দেশের মানুষকে মুগ্ধ করে। আর এজন্য এই দেশটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। যার ফলে তাদের আয় বেড়ে গেছে। তাদের মাথাপিছু আয় এর অন্যতম উৎস হলো পর্যটক। তাদের মাথাপিছু আয় 75 হাজার 700 মার্কিন ডলার।
আয়ারল্যান্ডঃ ইউরোপে আয়ারল্যান্ড নামে একটি দেশ আছে যেটি বর্তমানে অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত। বিশেষ করে শিল্প খাতে এবং তাদের বিজ্ঞানী গবেষণা ও উচ্চ প্রযুক্তি সহ কৃষি খাতের জন্য তারা অনেক উন্নত হয়ে দাঁড়িয়েছে। তারা বিভিন্ন খাতে রপ্তানি করে আয় করে থাকে। তাছাড়া দেশটি বর্তমানে অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আপনারা হয়তো নাম শুনেই বুঝতে পেরেছেন।
নরওয়েঃ ইউরোপ মহাদেশের এবং বিশ্বের সবচেয়ে বড় তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশ এই নরওয়ে। এ দেশটির প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বকে মনে মুগ্ধ করে রেখে দিয়েছে। যার ফলে এটি সবচেয়ে সুন্দর দেশ এবং পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি একটি সুন্দর দেশে ভ্রমন করতে চান তাহলে আপনি অনায়াসে এই নরওয়ে নামক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের দেশে ভ্রমন করতে পারেন। এদের সাধারণত মাথাপিছু আয় 82 হাজার 711 মার্কিন ডলার।
সুইজারল্যান্ডঃ স্বর্গ বিচারে পৃথিবীতে যে দেশটি খ্যাত সেটি হল সুইজারল্যান্ড। সবদিক দিয়ে এই দেশটি সর্বোচ্চ শ্রেষ্ঠ দেশ হিসেবে মর্যাদা পেয়েছে। দেশটির অর্থনীতি সাধারণত বাণিজ্য শিল্প ও রপ্তানি করার মাধ্যমে হয়ে থাকে। এই দেশটিতে বেকারত্বের হার অনেকটা কম অন্যান্য দেশের তুলনায়। 86 হাজার মার্কিন ডলার হল তাদের মাথাপিছু জিডিপি। যেটি অন্যান্য দেশের অর্থনৈতিক তুলনায় অনেক উন্নত।
তাহলে আপনারা হয়তো এতক্ষণে ইউরোপে মহাদেশ গুলোর সবচেয়ে ধনী দেশগুলোর নাম জানা সাথে সাথে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে গেলেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন কোন দেশ ইউরোপের ধনী দেশ। আমরা শুধুমাত্র এখানে ইউরোপের বর্তমানে দশটি ধনী দেশের নাম তুলে ধরেছি।
ইউরোপের গরিব দেশের তালিকা
আপনার অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন ইউরোপের গরিব দেশের তালিকা গুলো। তবে চিন্তিত হওয়ার কারণ নেই আজকের এই অংশে আমরা ইউরোপের গরিব দেশের নামে তালিকা গুলো আলোচনা করার চেষ্টা করব। ইউরোপের মধ্যে বর্তমানে সবচেয়ে গরিব দেশ হচ্ছে মলদোভা। আর এটি ছাড়াও গরিব দেশের মধ্যে ইউরোপে আরও দশটি দেশ রয়েছে।
যে সম্পর্কে আমার এখন আলোচনা করব এবং নামগুলো জানব। আপনার ইতিমধ্যে কিন্তু ইউরোপ মহাদেশের দেশ নাম জেনেছেন যার মধ্যে রয়েছে ইউরোপের গরীব দেশের নাম সেগুলোই আমরা এখন আলাদা করে তুলে ধরব। চলুন এবার আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক ইউরোপের গরিব দেশের তালিকাঃ
- সার্বিয়া
- আলবেনিয়া
- কসোভো
- বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
- ইউক্রেন
- বুলগেরিয়া
- মন্টিনিগ্রো
- মেসিডোনিয়া
- বেলারুশ
- মলদোভা
তাহলে আপনার উপরে ইউরোপের দশটি গরিব দেশের নাম জানতে পেরে গেলেন। এই নামগুলো অবশ্যই আপনার আগেও দেখেছেন ইউরোপের মহাদেশের দেশগুলোর নাম ওই অংশটিতে দেওয়া রয়েছে। যেখানে সাধারণত ইউরোপের মোট ৫০টি দেশের নাম তুলে ধরা হয়েছিল।
ইউরোপে মুসলিম দেশ কয়টি
আপনার অনেকে আমাদের কাছে এই প্রশ্নটি করে থাকেন ইউরোপে মুসলিম দেশ কয়টি বা ইউরোপে মুসলিম কান্ট্রি কয়টি রয়েছে এবং তার নাম। তবে চিন্তা কোন কারণ নেই ইউরোপের সকল মুসলিম কান্ট্রির নামের তালিকা গুলো আমরা এখন তুলে ধরব। ইউরোপে মোট আটটি মুসলিম দেশ রয়েছে। যেগুলোতে জনসংখ্যা অনেক। চলুন সেই আটটি দেশের নাম গুলো জেনে নেই।
- মেসিডোনিয়া
- সাইপ্রাস
- আজারবাইজান
- কসোভো
- তুরস্ক
- বসনিয়া
- কাজাকিস্তান
- আল বেনিয়া
তাহলে আপনার উপরে ইউরোপের মোট ৮ টি মুসলিম দেশের নাম গুলোর তালিকা জানতে পারলেন।
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী
আপনার অনেকেই ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম জানার সাথে সাথে উক্ত দেশগুলোর রাজধানীর নামও জানতে চান। অনেক সময় আবার বিভিন্ন পরীক্ষাতে এই দেশগুলোর নামের সাথে সাথে রাজধানীর নামও চেয়ে থাকে। সে ক্ষেত্রে আপনাদের কিছুটা হলেও ইউরোপ মহাদেশের দেশগুলোর রাজধানীর নাম জানতে হবে। আমার আগে জেনেছি মহাদেশের মোট ৫০টি দেশ রয়েছে। চলুন এবার আমরা ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী দেখে নেই।
- ইউরোপের দেশ ফিনল্যান্ড এর রাজধানীর নাম হেলসিঙ্কি।
- ইস্তোনিয়া এর রাজধানীর নাম তাল্লিন।
- ডেনমার্ক এর রাজধানীর নাম কোপেনহেগেন।
- ক্রোয়েশিয়া এর রাজধানীর নাম জাগরেব।
- বুলগেরিয়া এর রাজধানীর নাম সফিয়া।
- হার্জেগোভিনা এর রাজধানীর নাম সারায়েভো।
- লিশটেনস্টাইন এর রাজধানীর নাম ফাডুৎস।
- কাজাখস্তান এর রাজধানীর নাম আস্তানা।
- লাতভিয়া এর রাজধানীর নাম রিগা।
- সান মারিনো এর রাজধানীর নাম সান মারিনো।
- সুইডেন এর রাজধানীর নাম স্টকহোম।
- গ্রিস এর রাজধানীর নাম অ্যাথেন্স।
- জর্জিয়া এর রাজধানীর নাম তিবিলিসি।
- আইসল্যান্ড এর রাজধানীর নাম রেইকিয়াভিক।
- সার্বিয়া এর রাজধানীর নাম বেলগ্রেড।
- তুরস্ক এর রাজধানীর নাম আঙ্কারা।
- সুইজারল্যান্ড এর রাজধানীর নাম বের্ন।
- স্পেন এর রাজধানীর নাম মাদ্রিদ।
- স্লোভাকিয়া এর রাজধানীর নাম ব্রাতিস্লাভা।
- রাশিয়া এর রাজধানীর নাম মস্কো।
- স্লোভেনিয়া এর রাজধানীর নাম লিউব্লিয়ানা।
- পর্তুগাল এর রাজধানীর নাম লিসবন।
- ম্যাসেডোনিয়া এর রাজধানীর নাম স্কপইয়ে।
- মাল্টা এর রাজধানীর নাম ভাল্লেত্তা।
- মলদোভা এর রাজধানীর নাম কিশিনেভ।
- রোমানিয়া এর রাজধানীর নাম বুখারেস্ট।
- বেলজিয়াম এর রাজধানীর নাম ব্রাসেল্স।
- আর্মেনিয়া এর রাজধানীর নাম ইয়েরেভান।
- বেলারুশ এর রাজধানীর নাম মিন্স্ক।
- বসনিয়া এর রাজধানীর নাম সারায়েভো।
- চেক প্রজাতন্ত্র এর রাজধানীর নাম প্রাগ।
- অ্যান্ডোরা এর রাজধানীর নাম আন্দরা লা ভেলিয়া।
- ইউক্রেন এর রাজধানীর নাম কিয়েভ।
- ইংল্যান্ড এর রাজধানীর নাম লন্ডন।
- ভ্যাটিকান সিটি এর রাজধানীর নাম ভ্যাটিকান সিটি।
- ইতালি এর রাজধানীর নাম রোম।
- ফ্রান্স এর রাজধানীর নাম প্যারিস।
- জার্মানি এর রাজধানীর নাম বার্লিন।
- হাঙ্গেরি এর রাজধানীর নাম বুদাপেস্ট।
- আয়ারল্যান্ড এর রাজধানীর নাম ডাবলিন।
- লিথুয়ানিয়া এর রাজধানীর নাম ভিলনিউস।
- মন্টিনিগ্রো এর রাজধানীর নাম পোডগোরিকা।
- মোনাকো এর রাজধানীর নাম মোনাকো।
- লুক্সেমবুর্গ এর রাজধানীর নাম লুক্সেমবুর্গ।
- পোল্যান্ড এর রাজধানীর নাম ওয়ার্সা।
- নরওয়ে এর রাজধানীর নাম অসলো।
- নেদারল্যান্ডস এর রাজধানীর নাম আমস্টারডাম।
- আলবেনিয়া এর রাজধানীর নাম তিরানা।
- অস্ট্রিয়া এর রাজধানীর নাম ভিয়েনা।
- আজারবাইজান এর রাজধানীর নাম বাকু।
তাহলে প্রিয় পাঠক আপনারা হয়তো উপরে ইউরোপে দেশগুলোর নাম সহ তাদের রাজধানী গুলো জানতে পারলেন।
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল
প্রিয় বন্ধুরা আপনারা হয়তো ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম মনে রাখতে চান এজন্যই এই বিষয়টি লিখে এ সার্চ করে থাকেন। আমরা সকলে জানি এগুলো মহাদেশের মোট ৫০ টি দেশ রয়েছে। এই সবগুলোর নাম একত্রে মনে রাখা সম্ভব নয়। তাই আপনাদের অবশ্যই কিছু টেকনিক অনুসরণ করে মনে রাখতে হবে। মনে রাখার জন্য আপনি দেশের নাম গুলো খাতায় লিখে প্র্যাকটিস করতে পারেন।
তাছাড়া আপনাকে প্রতিদিন এই নামগুলো পড়তে হবে তা না হলে মনে রাখা সম্ভব নয়। রেগুলার প্র্যাকটিস করলে আপনি সবগুলোর নামে একত্রে মনে রাখতে পারবেন। আপনি পড়ার সময় বিশেষ পদ্ধতিতে মনে রাখবেন সেটি হল প্রথম দিনে আপনি ২০টি নাম মুখস্ত করলেন পরের দিন আবার দশটি মুক্ত করলেন। এভাবে অল্প অল্প করে মনে রেখে মুখস্ত করতে হবে এবং মুখস্ত করার পর অবশ্যই খাতায় সেগুলো লিখে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে তাহলে একমাত্র সকল ইউরোপের দেশের নাম গুলো আপনি একত্রে মনে রাখতে পারবেন।
ইউরোপের মানচিত্র বাংলা
আমাদের বিভিন্ন প্রয়োজনে মানচিত্র প্রয়োজন হতে পারে। বিশেষ করে আপনার হয়তো এই পোস্টটিতে ইউরোপের দেশের নাম জানতে এসেছেন সাথে তাহলে অবশ্যই ইউরোপের মানচিত্র দেখতে চাইবেন। অনেকে আবার ইংলিশ মানচিত্র বুঝতে পারেন না তাদের জন্য আমরা এখন ইউরোপের বাংলা মানচিত্র তুলে ধরার চেষ্টা করব। নিম্নে ইউরোপের মানচিত্র বাংলা ছবি তুলে ধরা হলোঃ
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম নিয়ে সচরাচর জিজ্ঞাসা ও প্রশ্ন উত্তর FAQ
প্রশ্নঃইউরোপ দেশ কত টি?
উত্তরঃ ৫০ টি দেশ রয়েছে।
প্রশ্নঃইউরোপ মহাদেশ কয়টি দেশ আছে এবং কি কি?
উত্তরঃ ইউরোপ মহাদেশে মোট ৫০ টি দেশ রয়েছে যার মধ্যে,
- ২৭ টি দেশ ইউরোপীয় ইউনিয়নে সংযুক্ত রয়েছে
- এবং বাকি ২৩ টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সংযুক্ত নেই
প্রশ্নঃ2023 সালে ইউরোপের দেশ কয়টি?
উত্তরঃ ২০২৩ সালে এসে ৪৬ টি স্বাধীন দেশ রয়েছে ইউরোপের।
প্রশ্নঃইউরোপের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?
উত্তরঃমোনাকো।
প্রশ্নঃজার্মানি কি সেনজেন ভুক্ত?
উত্তরঃ হ্যাঁ জার্মানি ১৪ই জুন ১৯৮৫ সালে শেনজেন চুক্তি স্বাক্ষর করে।
প্রশ্নঃইউরোপে মুসলিম সংখ্যা কত?
উত্তরঃ প্রায় ৪৪ মিলিয়ন।
প্রশ্নঃইউরোপের সব থেকে ধনী দেশ কোনটি?
উত্তরঃলুক্সেমবার্গ।
প্রশ্নঃইউরোপের সবচেয়ে ধনী দেশ কোনটি 2023?
উত্তরঃলুক্সেমবার্গ।
প্রশ্নঃলুক্সেমবার্গ কেন এত ধনী?
উত্তরঃ মূলত এটি ব্যাংকিং, ইস্পাত এবং শিল্প খাতের উপর নির্ভরশীল বলে এত ধনী।
প্রশ্নঃদ্বিতীয় বিশ্বযুদ্ধে লুক্সেমবার্গের কি হয়েছিল?
উত্তরঃ মূলত নাৎসি জার্মানি ১৯৪০ সালের মে মাসে লুক্সেমবার্গ দখল করে এবং লুক্সেমবার্গ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের জন্য লন্ডনে নির্বাসনে পালিয়ে যায়।
শেষ কথা |ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম
প্রিয় বন্ধুরা আপনারা হয়তো পুরো পোস্টটি পড়ে এতক্ষণে জেনেই গেছেন ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম এবং ইউরোপের গরিব দেশ কোনটি এ সম্পর্কে জেনে গেছেন। এছাড়াও ইউরোপ দেশের সকল কিছু নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি। আশা করছি আপনাদের ভাল লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন। আর এ ধরনের তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন।