বর্তমান সময়ে অনলাইন আয়ের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে বাংলাদেশে যারা অনলাইনে কাজ করে আয় করতে চান, তাদের প্রথম প্রশ্নই থাকে অনলাইন আয় বিডি পেমেন্ট বিকাশ উইথড্র কীভাবে করা যায়?
কারণ বিকাশ এখন দেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস।এই আর্টিকেলে আমরা অনলাইনে ফ্রি ইনকাম সাইট বিকাশ পেমেন্ট এবং অনলাইন আয় বিডি পেমেন্ট বিকাশ উইথড্র করার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব।
অনলাইন আয় কি?
অনলাইন আয় বলতে ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে টাকা উপার্জন করাকে বোঝায়। বর্তমানে ফ্রিল্যান্সিং, অ্যাপ ব্যবহার, কনটেন্ট তৈরি, সার্ভে পূরণ কিংবা ডিজিটাল সার্ভিসের মাধ্যমে অনলাইন আয় করা সম্ভব।
বাংলাদেশে অনলাইন আয়ের জনপ্রিয়তার অন্যতম কারণ হলো বিকাশে সহজে টাকা উত্তোলন সুবিধা। আমাদের জানামতে বর্তমান সময়ে বাংলাদেশী অনেক সাইট ও অ্যাপস আছে,
যেখানে আপনি অনলাইনে কাজ করার পর ইনকাম করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। বিকাশ পেমেন্ট সুবিধা থাকার কারণে অনেকেই বাংলাদেশী ওয়েবসাইট ও অ্যাপস গুলোতে কাজ করতে চায়।
আর আমরা এখন জনপ্রিয় কিছু অনলাইনে ফ্রি ইনকাম সাইট বিকাশ পেমেন্ট সম্পর্কে জানাবো, যেখানে আপনি কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে পারেন।
বিডি পেমেন্ট সিস্টেম কি?
বিডি পেমেন্ট বলতে মূলত বাংলাদেশে ব্যবহৃত ডিজিটাল পেমেন্ট পদ্ধতিগুলোকে বোঝায়। এর মধ্যে রয়েছেঃ
- বিকাশ (bKash)
- নগদ
- রকেট
- উপায়
তবে অনলাইন আয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং গ্রহণযোগ্য মাধ্যম হলো বিকাশ পেমেন্ট সিস্টেম।
অনলাইনে ফ্রি ইনকাম সাইট বিকাশ পেমেন্ট
অনলাইনে ফ্রি ইনকাম করার অনেক সাইট ও অ্যাপস পেয়ে যাবেন। যেখানে আপনার কাজ করার জন্য কোন ধরনের যোগ্যতার প্রয়োজন নেই।
অবশ্যই পড়বেনঃ
শুধুমাত্র আপনি মোবাইল ফোন ও কম্পিউটার সঠিক ভাবে ব্যবহার করতে পারলেই সেই সকল সাইট থেকে ইনকাম করতে পারবেন।
ইনকাম করার এই সাইটগুলো সম্পর্কে আমরা ধারণা দেওয়ার জন্য আজকের আর্টিকেলে হাজির হয়েছে। চলুন এবার ফ্রি ইনকাম সাইট সম্পর্কে কিছুটা বিস্তারিত জানা যাক।
Premise – Earn money for tasks
অনলাইনে রিয়েল টাকা ইনকাম করার জনপ্রিয় একটি অ্যাপস হলো Premise। এই অ্যাপসটিতে বিভিন্ন ধরনের ডেইলি টাস্ক সম্পূর্ণ করে টাকা আর্নিং করা যায়। মূলত এটি একটি বিদেশি অ্যাপস,
যেখানে আপনি ডলার আর্নিং করতে পারবেন। তবে বিকাশের মাধ্যমে উত্তোলন করার সুবিধা আছে। আমরা অনেক খোঁজাখুঁজি করে দেখলাম অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
অ্যাপটি ইন্সটল করার জন্য গুগল প্লে স্টোরের সার্চ বাড়ে গিয়ে Premise লিখে সার্চ করুন। এরপর ইন্সটল বাটনে ক্লিক করে ইন্সটল করে নিবেন। অ্যাপটির রেটিং রিভিউ ৩.৮।
আর বর্তমানে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে প্রায় ১০ মিলিয়ন এর বেশি ডাউনলোড হয়েছে। তাহলে দেখতে পারছেন লক্ষ লক্ষ মানুষ এই অ্যাপটি ব্যবহার করে ইনকাম করছে। অ্যাপটি মোবাইলে ইন্সটল করার পর জিমেইল দিয়ে সাইনআপ করে নিবেন। এই অ্যাপে বিভিন্ন উপায়ে ইনকাম করা যায় যেমনঃ
- সার্ভে করে
- Explore করার মাধ্যমে
- প্রতিদিন স্পিন করে
- অ্যাপ ইন্সটল করে
এভাবে এই অ্যাপ থেকে ছোট ছোট টাস্ক সম্পূর্ণ করে প্রতিদিন অনায়াসেই 200 থেকে 300 টাকার বেশি আয় করতে পারবেন। আর এই অ্যাপ থেকে যত টাকা আয় করবেন সেগুলো আপনি Payoneer এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
Toloka – অনলাইনে ফ্রি ইনকাম সাইট বিকাশ পেমেন্ট
Toloka হলো একটি জনপ্রিয় ও বিশ্বস্ত রিয়েল টাকা ইনকাম অ্যাপ, যার মাধ্যমে ঘরে বসে সহজ কাজ করে আয় করা যায়।
আপনি যদি একজন স্টুডেন্ট, চাকরিজীবী কিংবা বেকার হন, তাহলে পার্ট টাইম হিসেবে এই অ্যাপটি আপনার জন্য দারুণ একটি আয়ের মাধ্যম হতে পারে।
এই অ্যাপে মূলত বিভিন্ন ছোট ছোট মাইক্রো টাস্ক সম্পন্ন করে টাকা ইনকাম করা হয়। কাজ শুরু করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে Toloka অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে।

এরপর অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলে আপনার প্রোফাইল ১০০% সম্পূর্ণ করতে হবে। প্রোফাইল কমপ্লিট করার পর আপনাকে কিছু ট্রেনিং টাস্ক দেওয়া হবে।
মনে রাখবেন, ট্রেনিংয়ের স্কোর যত ভালো হবে, ভবিষ্যতে তত বেশি কাজ এবং আয়ের সুযোগ পাবেন।
Toloka অ্যাপে আপনি যেসব কাজ করে আয় করতে পারবেন, সেগুলোর মধ্যে রয়েছেঃ
- ছবি ও ভিডিও যাচাই করা
- সার্চ রেজাল্ট টেস্ট করা
- অডিও শুনে টাইপ করা
- সাধারণ তথ্য সংগ্রহ ও যাচাই করা
নিয়মিত এই ছোট কাজগুলো করলে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব, যা একজন নতুন ইউজারের জন্য বেশ ভালো।
এই অ্যাপটির আরেকটি বড় সুবিধা হলো এর পেমেন্ট সিস্টেম। Toloka অ্যাপে Payoneer পেমেন্ট মেথড রয়েছে,
যার মাধ্যমে খুব সহজেই আপনার আয়ের টাকা বিকাশে উইথড্র করা যায়। এছাড়াও এখানে আরও কিছু বিকল্প পেমেন্ট মেথড সাপোর্ট করা হয়।
Fiverr – অনলাইনে ফ্রি আর্নিং সাইট
Fiverr হলো বিশ্বের অন্যতম সেরা ও জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, যেখানে বড় বড় দক্ষতাভিত্তিক কাজের পাশাপাশি ছোট ছোট সহজ কাজ করেও অনলাইন আয় করা যায়। যারা নতুনভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাদের জন্য Fiverr একটি আদর্শ প্ল্যাটফর্ম।
আপনি যদি একেবারে নতুন হন, তাহলে শুরুতে কম দক্ষতা প্রয়োজন এমন কাজ দিয়ে Fiverr-এ আয় করা শুরু করতে পারেন। কাজ শুরু করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে Fiverr অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করতে হবে।
অ্যাপ ইন্সটল করার পর এখানে একটি আকর্ষণীয় প্রোফাইল তৈরি করতে হবে। এরপর ছোট ছোট সার্ভিস নিয়ে গিগ ওপেন করতে হবে। Fiverr-এ যেসব কাজ করে সহজে আয় করা যায়, সেগুলোর মধ্যে রয়েছে
- ডাটা এন্ট্রি
- ফাইল কনভারশন
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং
- ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ
- সাবটাইটেল যোগ করা
- সাধারণ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ
বর্তমানে Fiverr অ্যাপটি গুগল প্লে স্টোরে ১০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড হয়েছে এবং এর রেটিং প্রায় ৪.৫ স্টার, এটি একটি বিশ্বস্ত ও রিয়েল টাকা ইনকাম প্ল্যাটফর্ম।
Fiverr-এ যদি আপনি নিয়মিত কাজ পেতে শুরু করেন এবং ভালো রিভিউ অর্জন করতে পারেন, তাহলে ধীরে ধীরে এখান থেকে মাসিক ভালো অঙ্কের আয় করা সম্ভব। অনেকেই Fiverr থেকে মাসে ৩০,০০০ টাকা বা তার বেশি আয় করছেন।
তবে Fiverr-এ সফল হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে এবং সময়ের সাথে সাথে নিজের দক্ষতা উন্নত করতে হবে।
Fiverr থেকে উপার্জিত টাকা আপনি খুব সহজেই Payoneer এর মাধ্যমে বিকাশে উইথড্র করতে পারবেন, অথবা চাইলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টেও নিতে পারবেন।
Foap – অনলাইন আয় বিডি পেমেন্ট বিকাশ
Foap হলো একটি জনপ্রিয় ছবি বিক্রি করে টাকা ইনকাম করার অ্যাপ, যেখানে আপনি নিজের তোলা যেকোনো ধরনের ছবি আপলোড করে আয় করতে পারেন।
আপনার যদি মোবাইল বা ক্যামেরায় ছবি তোলার শখ থাকে, তাহলে এই অ্যাপটি আপনার জন্য একটি দারুণ অনলাইন আয়ের সুযোগ তৈরি করতে পারে।
Foap থেকে ইনকাম শুরু করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইন্সটল করতে হবে। এরপর একটি অ্যাকাউন্ট খুলে আপনার প্রোফাইল সুন্দরভাবে সাজাতে হবে।
নতুন ইউজারদের জন্য শুরুতে ৫ থেকে ১০টি মানসম্মত ছবি পোর্টফোলিও হিসেবে আপলোড করা খুবই গুরুত্বপূর্ণ।
Foap অ্যাপে কাজ করতে হলে অবশ্যই নিজের তোলা অরিজিনাল ছবি আপলোড করতে হবে। ছবি আপলোডের সময় সঠিক ট্যাগ ও ক্যাটাগরি ব্যবহার করলে ছবি বিক্রির সম্ভাবনা অনেক বেড়ে যায়। এখানে বিশেষ করে
- প্রাকৃতিক দৃশ্যের ছবি
- উৎসব ও কালচারাল ইভেন্টের ছবি
- রাস্তা, ঘরবাড়ি ও শহরের দৃশ্য
- অফিস পরিবেশ ও কর্মরত মানুষের ছবি
- এই ধরনের ছবির চাহিদা তুলনামূলক বেশি দেখা যায়।
Foap-এ আপনার আপলোড করা ছবি কেউ ডাউনলোড করলে আপনি সেখান থেকে পেমেন্ট পাবেন। তবে মনে রাখতে হবে, এই প্ল্যাটফর্মে আয়ের ৫০% কমিশন অ্যাপটি রাখে এবং বাকি ৫০% আপনার আয় হিসেবে প্রদান করে।
নিয়মিত ভালো মানের ছবি আপলোড করতে পারলে Foap থেকে মাসে প্রায় ২০,০০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। তবে ছবি আপলোড করার সাথে সাথেই বিক্রি হবে এমনটা নয়। এখানে সফল হতে হলে অবশ্যই ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে হবে।
Foap থেকে উপার্জিত টাকা আপনি সহজেই PayPal অথবা Payoneer এর মাধ্যমে নিতে পারবেন। পরে সেখান থেকে বিকাশ, নগদ, রকেট বা অন্যান্য বিডি পেমেন্ট সিস্টেমে উইথড্র করা যায়।
বর্তমানে Foap অ্যাপটি গুগল প্লে স্টোরে ৫ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড হয়েছে এবং এর গড় রেটিং প্রায় ৪.২ স্টার।
Freecash – অনলাইনে ফ্রি ইনকাম সাইট বিকাশ পেমেন্ট
Freecash হলো একটি জনপ্রিয় রিয়েল টাকা ইনকাম অ্যাপ, যা বিশেষভাবে তৈরি করা হয়েছে অনলাইনে ছোট ছোট কাজ করে আয় করার জন্য।
আপনি যদি সহজ কাজের মাধ্যমে দ্রুত পেমেন্ট নিতে চান, তাহলে Freecash আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে।
এই অ্যাপটি ব্যবহার করে আয় শুরু করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে Freecash অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করতে হবে।
বর্তমানে গুগল প্লে স্টোরে এই অ্যাপটি ১০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।
অ্যাপটি ইন্সটল করার পর একটি ফ্রি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর এখানে বিভিন্ন ধরনের কাজ করে আয় করা যায়। যেমনঃ
- অনলাইন গেম খেলা
- সার্ভে পূরণ করা
- নতুন অ্যাপে রেজিস্ট্রেশন করা
- ভিডিও দেখা
- নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড ও ব্যবহার করা
এই কাজগুলো তুলনামূলকভাবে সহজ হওয়ায় নতুন ইউজাররাও খুব দ্রুত কাজ বুঝে নিতে পারেন।
Freecash অ্যাপের পেমেন্ট মেথড হিসেবে মূলত Bitcoin ও Litecoin সাপোর্ট করে। আপনি আপনার আয়কৃত টাকা সহজেই Binance বা Trust Wallet-এ নিতে পারবেন।
এরপর সেখান থেকে P2P ট্রানজেকশনের মাধ্যমে বিকাশ, নগদ, ফোনপে সহ অন্যান্য বিডি পেমেন্ট সিস্টেমে টাকা রিসিভ করা যায়।
নিয়মিত কাজ করলে এই অ্যাপের মাধ্যমে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব, যা পার্ট টাইম আয়ের জন্য যথেষ্ট ভালো।
অনলাইন আয় বিডি পেমেন্ট বিকাশে নেওয়ার সুবিধা
অনলাইন আয় বিকাশে নেওয়ার কিছু বড় সুবিধা রয়েছে। সুবিধাগুলো নিম্নে আলোচনা করা হলোঃ
- দ্রুত পেমেন্ট পাওয়া যায়
- ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও টাকা তোলা সম্ভব
- নিরাপদ ও সহজ লেনদেন
- ২৪/৭ টাকা গ্রহণ করা যায়
- মোবাইল দিয়েই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা যায়
এই কারণেই অধিকাংশ অনলাইন আয় প্ল্যাটফর্ম বিকাশ উইথড্র সাপোর্ট করে।
অনলাইন আয় বিডি পেমেন্ট বিকাশ উইথড্র
বাংলাদেশে বর্তমানে যেসব মাধ্যমে অনলাইন আয় করে বিকাশে টাকা তোলা যায়, সেগুলো হলোঃ
- ফ্রিল্যান্সিং কাজ (ডিজাইন, লেখালেখি, ডাটা এন্ট্রি)
- অনলাইন আয় অ্যাপস
- ভিডিও দেখে আয়
- সার্ভে ও মাইক্রো টাস্ক
- অ্যাফিলিয়েট মার্কেটিং
- ইউটিউব ও ফেসবুক কনটেন্ট
এই প্ল্যাটফর্মগুলো থেকে আয় করা টাকা সহজেই বিডি পেমেন্ট বিকাশ উইথড্র করা যায়।
বিকাশে উইথড্র করার নিয়ম
অনলাইন আয় থেকে বিকাশে টাকা তোলার সাধারণ ধাপগুলো নিচে দেওয়া হলোঃ
- প্রথমে একটি ভেরিফাইড বিকাশ অ্যাকাউন্ট খুলুন
- অনলাইন আয় প্ল্যাটফর্মে আপনার বিকাশ নাম্বার যুক্ত করুন
- মিনিমাম উইথড্র ব্যালেন্স পূরণ করুন
- উইথড্র অপশনে গিয়ে বিকাশ নির্বাচন করুন
- কয়েক মিনিটের মধ্যেই টাকা বিকাশে চলে আসবে
কিছু ক্ষেত্রে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
উপসংহারঃ অনলাইনে ফ্রি ইনকাম সাইট বিকাশ পেমেন্ট
বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে ফ্রি ইনকাম সাইটগুলো সাধারণ মানুষের জন্য আয়ের একটি সহজ ও কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। বিশেষ করে যেসব সাইট থেকে সরাসরি বিকাশ পেমেন্ট পাওয়া যায়, সেগুলো বাংলাদেশি ব্যবহারকারীদের কাছে অনেক বেশি জনপ্রিয়। কারণ বিকাশ ব্যবহার করা সহজ, দ্রুত এবং নিরাপদ।
তবে অনলাইনে ইনকাম করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। সব ফ্রি ইনকাম সাইট বিশ্বাসযোগ্য নয়, তাই কাজ শুরু করার আগে সাইটটির রিভিউ, পেমেন্ট প্রুফ ও শর্তাবলি ভালোভাবে যাচাই করা জরুরি। নিয়মিত ও ধৈর্য সহকারে কাজ করলে এসব অনলাইন ফ্রি ইনকাম সাইট থেকে ছোট হলেও বাস্তব আয় করা সম্ভব।
সবশেষে বলা যায়, যদি আপনি সময়ের সঠিক ব্যবহার করেন এবং বিশ্বস্ত ফ্রি ইনকাম সাইট বেছে নেন, তাহলে ঘরে বসেই বিকাশের মাধ্যমে অনলাইন আয়ের সুযোগ গ্রহণ করতে পারবেন।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই—পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






