নগদ থেকে টাকা ইনকাম করার ৫টি সেরা উপায়

নগদ থেকে টাকা ইনকাম করতে চান, সেক্ষেত্রে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। কারণ আর্টিকেলটিতে আমরা দেখিয়ে দেবো কিভাবে নগদ থেকে টাকা ইনকাম করা যায়, আর নগদ থেকে কোন কোন উপায়ে টাকা ইনকাম করা সম্ভব।

নগদ (Nagad) একটি জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS), যা বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যার কারণে এই নগদ অ্যাপটি ব্যবহার করে ইনকাম করার সুযোগ সৃষ্টি হয়েছে। এবার চলুন বিস্তারিত আলোচনায় আসা যাক।

ভূমিকা

বর্তমান সময়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) যেমন নগদ (Nagad) মানুষের দৈনন্দিন লেনদেনকে সহজ ও দ্রুত করেছে। শুধু টাকা পাঠানো বা গ্রহণ করাই নয়, নগদের বিভিন্ন ফিচার ব্যবহার করে আয় করার সুযোগও রয়েছে। বিশেষ করে ডিজিটাল লেনদেনের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে নগদ থেকে ইনকাম করার উপায়গুলোর চাহিদা দিন দিন বাড়ছে।

এই আর্টিকেলে আমরা নগদ থেকে টাকা ইনকামের বিভিন্ন বাস্তবসম্মত উপায় নিয়ে আলোচনা করবো। নগদ রেফারেল প্রোগ্রাম, ক্যাশব্যাক অফার, এজেন্ট সার্ভিস, বিল কালেকশন, এবং ফ্রিল্যান্সারদের জন্য পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কীভাবে আয় করা যায়, তা বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব।

যদি আপনি অনলাইনে অথবা অফলাইনে নগদ ব্যবহার করে অর্থ উপার্জন করতে চান,তাহলে এই গাইডটি আপনার জন্য সহায়ক হবে। চলুন নগদ থেকে ইনকামের বাস্তবসম্মত উপায়গুলো সম্পর্কে বিস্তারিত জানি। 

নগদ থেকে টাকা ইনকাম করার উপায়

নগদ ফিনান্সিয়াল মোবাইল ব্যাংকিং অ্যাপটি ব্যবহার করে বিভিন্নভাবে টাকা ইনকাম করা যায়। আপনি চাইলে সরাসরি নগদ থেকেই টাকা উপার্জন করতে পারেন, যদি সরাসরি উপার্জন করার উপায় গুলো না জানেন তাহলে এখনই সঠিকভাবে জেনে রাখুন।নগদ থেকে সরাসরি টাকা ইনকাম করার কিছু উপায় নিচে দেওয়া হলোঃ

১. নগদ একাউন্ট রেফার করে ইনকাম

নগদ মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানটি মাঝে মাঝে রেফারেল ক্যাম্পেইন চালু করে থাকে, এই সময় আপনারা নগদ অ্যাপটি রেফার করে প্রচুর বোনাস নিতে পারেন। নগদ রেফারেল প্রোগ্রামের মাধ্যমে গ্রাহক সংখ্যা বাড়িয়ে থাকে।

আরো পড়ুনঃ  অনলাইন আয় বিডি পেমেন্ট বিকাশ – ১০০% সত্য ও কার্যকর উপায়

আপনি নতুন ব্যবহারকারীকে নগদ অ্যাপটি রেফার করলে নির্দিষ্ট পরিমাণ রেফারো বোনাস পাবেন। এই ভিত্তিতে বেশিরভাগ নগদ ব্যবহারকারীরা রেফারির প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকে। তবে এই রেফার প্রোগ্রামটি তারা নির্দিষ্ট সময়ের জন্য চালু করে।

আরো পড়ুনঃ নগদে ক্যাশ আউট চার্জ কত ভ্যাট সহ

আরো পড়ুনঃ অনলাইন ইনকাম বিডি পেমেন্ট বিকাশ নিন

রেফারেল প্রোগ্রাম শেষ হয়ে গেলে তখন আর রেফার করে বোনাস পাওয়া যায় না। এজন্য সবসময় তাদের অফিসিয়াল সাইটে নজর রাখুন। রেফারেল প্রোগ্রাম চালু করলেই রেফার করে ইনকাম করুন। তারা প্রতি রেফারে ২০-৫০ টাকা পর্যন্ত দিয়ে থাকে।

তাদের রেফারেল প্রোগ্রামের শর্ত যেকোনো সময় পরিবর্তন হতে পারে। যখন রেফারেল প্রোগ্রাম বা ক্যাম্পেইন চালু হবে তখন তাদের শর্তগুলো দেখে নিবেন। 

কিভাবে নগদ রেফার করবেন?

  • সর্বপ্রথম নগদ অ্যাপটি ডাউনলোড করুন (যদি না থাকে)
  • এবার অ্যাপটিতে লগইন করুন।
  • এখন “Refer & Earn” অপশনে যান।
  • আপনার রেফারেল লিংক কপি করুন।
  • বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন অথবা আপনি চাইলে যেকোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন। 
  • এখন যদি কেউ আপনার লিংকের মাধ্যমে নগদ একাউন্ট খুললে ও নির্দিষ্ট পরিমাণ লেনদেন করলে আপনি বোনাস পাবেন।

বোনাস ও শর্তঃ 

  • নগদের রেফারেল প্রোগ্রাম সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য চালু থাকে। 
  • নগদের শর্ত অনুযায়ী নতুন ব্যবহারকারীকে কমপক্ষে নির্দিষ্ট পরিমাণ টাকা লেনদেন করতে হতে পারে।
  • আর রেফার বোনাসের পরিমাণ ক্যাম্পেইন অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

সর্বশেষ রেফারেল অফারের আপডেট জানতে নগদ অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে চেক করুন। 

২. নগদ ক্যাশব্যাক ও অফার থেকে ইনকাম

নগদ বিভিন্ন সময়ে মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, শপিং, এবং অন্যান্য ট্রানজেকশনের ক্ষেত্রে ক্যাশব্যাক অফার প্রদান করে থাকে। এই সময় আপনি যদি বিভিন্ন ধরনের মোবাইল রিচার্জ , বিল পেমেন্ট করে থাকেন তাহলে নির্দিষ্ট পরিমাণ ক্যাশব্যাক অফার পেতে পারেন।

ধরুন আপনি কোন অনলাইন প্লাটফর্মে প্রোডাক্ট ক্রয় করে নগদ অ্যাপ দিয়ে ৩৫০ টাকা পেমেন্ট করলেন আর সাথে সাথে আপনি ক্যাশব্যাক অফার হিসেবে নগদ থেকে ৫০ টাকা বোনাস পেয়ে গেলেন। তাহলে আপনার ৫০ টাকা সেভ হলো।

এভাবে নগদ ক্যাশব্যাক অফার থেকেও ডিসকাউন্ট নিয়ে আয় করা যায়। নগদ অ্যাপটি সরাসরি ব্যবহার করে তাদের ক্যাশব্যাক অফার গুলো দেখা যাবে। তাই আপনি যদি নগদ ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে এই উপায়ে ক্যাশব্যাক অফার নিয়ে ইনকাম করতে পারেন। 

কিভাবে ক্যাশব্যাক পাবেন?

  • প্রথমে নগদ প্রবেশ করুন। 
  • Offers” সেকশনে যান
  • বর্তমান সময়ের ক্যাশব্যাক অফার চেক করুন।
  • যে লেনদেনে ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে, সেটি করুন
  • ক্যাশব্যাক অফারের বোনাস টাকা নগদ ব্যালেন্সে জমা হবে।
আরো পড়ুনঃ  পেন প্যাকিং এর কাজ বাংলাদেশ সম্পর্কে পরিপূর্ণ ডিটেইলস জানুন

উদাহরণঃ

  • ৩০০ টাকা সিমের রিচার্জ করলে ৩০ টাকা ক্যাশব্যাক। 
  • নির্দিষ্ট দোকান থেকে পেমেন্ট করলে ১০% ক্যাশব্যাক
  • বিদ্যুৎ বিল পেমেন্ট করলে ২০ টাকা ক্যাশব্যাক

ক্যাশব্যাকের শর্তগুলো ভালোভাবে দেখে নিন। কিছু অফার শুধুমাত্র নির্দিষ্ট ইউজারদের জন্য হতে পারে।

৩. নগদ এজেন্ট হয়ে ইনকাম করার নিয়ম

আপনি নগদ এজেন্ট হতে পারেন এবং ক্যাশ ইন/আউট সার্ভিসের মাধ্যমে কমিশন পেতে পারেন। এই মাধ্যমে একবারে সহজেই নগদ থেকে ইনকাম করা যায়। নগদ এজেন্ট হয়ে আপনি প্রতিটি ট্রানজেকশনে কমিশন পাবেন।

এইভাবে কমিশন নিয়ে নগদে এজেন্ট হয়ে ইনকাম করতে হয়। আপনি যত ট্রানজেকশন করতে পারবেন তত বেশি আয় করতে পারবেন। মূলত গ্রাহক আপনার কাছ থেকে যত বেশি সার্ভিস নিবে তত বেশি আপনি নগদ থেকে কমিশন পাবেন। নগদ এজেন্ট হয়ে ব্যবসা করার জন্য আপনাকে নগদের এজেন্ট হতে হবে। এজন্য অবশ্যই নগদের এজেন্ট একাউন্ট খুলতে হবে। 

যেভাবে নগদ এজেন্ট হবেন

  • প্রথমেই নগদ অফিসিয়াল ওয়েবসাইটে যান (https://www.nagad.com.bd/)
  • “Agent Registration” অপশন খুঁজে বের করুন।
  • নিবন্ধন ফর্ম পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করুন।

প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

  • NID বা স্মার্ট কার্ড
  • পাসপোর্ট সাইজ ছবি
  • ব্যবসার ঠিকানা ও অন্যান্য তথ্য

অনুমোদন হলে নগদ এজেন্ট পোর্টাল অ্যাক্সেস পাবেন। আর তখন আপনি নগদ এজেন্ট অ্যাপটি ডাউনলোড করে ট্রানজেকশনের ভিত্তিতে কমিশন নিয়ে ইনকাম করতে পারবেন। 

কমিশন হারঃ 

  • ক্যাশ ইনঃ ০.৫% থেকে ১% কমিশন 
  • ক্যাশ আউটঃ ০.৪% থেকে ০.৮% কমিশন
  • বিল কালেকশনঃ নির্দিষ্ট কমিশন

আর কমিশন বিভিন্ন সময় পরিবর্তন হতে পারে, এজন্য সবসময়ই নগদ অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন। তাদের সাইটে ভিজিট করে কমিশন সহ অন্যান্য তথ্য দেখে নিন। এজেন্ট হিসেবে আপনার ইনকাম নির্ভর করবে প্রতিদিন কত লেনদেন করছেন তার উপর। 

৪. বিল কালেকশন সার্ভিস দিয়ে ইনকাম

যদি আপনি কোনো দোকান বা অফিস পরিচালনা করেন, তাহলে নগদের বিল কালেকশন সার্ভিস ব্যবহার করে কমিশন পেতে পারেন। বিল কালেকশন সার্ভিস দিয়ে বর্তমানে অনেক নগদ এজেন্ট প্রতিদিন প্রচুর কমিশন পাচ্ছে। আপনিও নগদ এজেন্ট একাউন্ট খুলুন এবং বিল কালেকশন সার্ভিস শুরু করুন।  

যেভাবে করবেনঃ 

  1. নগদ মার্চেন্ট বা এজেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করুন। 
  2. গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট, মোবাইল বিল সংগ্রহ করুন।
  3. প্রতি লেনদেনে আপনি কমিশন পাবেন।

বিল কালেকশন কমিশনের আপডেট নগদ কাস্টমার কেয়ার বা ওয়েবসাইট থেকে জেনে নিন।

৫. ফ্রিল্যান্সার বা অনলাইন ব্যবসায়ীদের জন্য নগদ পেমেন্ট গেটওয়ে

আপনি যদি ফ্রিল্যান্সার হন বা অনলাইন বিজনেস পরিচালনা করেন, তাহলে নগদের মাধ্যমে সহজেই পেমেন্ট গ্রহণ করতে পারেন। আর নগদে খুব সহজে পেমেন্ট নেওয়া যায়, পাশাপাশি নগদে ক্যাশ আউট চার্জ অনেক কম।

আরো পড়ুনঃ  টাকা আয় করার বাংলাদেশী ওয়েবসাইট ২০২৫

যার কারণে আপনি কম খরচে বাংলাদেশের পেমেন্ট পদ্ধতিতে টাকা উত্তোলন করতে পারছেন। যদি আপনি ফ্রিল্যান্সিং করেন তাহলে এই নগদ অ্যাপটির মাধ্যমে টাকা পেমেন্ট নিতে পারেন।

নগদ পেমেন্ট গেটওয়ে সেটআপ করার নিয়মঃ 

  • প্রথমে আপনাকে নগদের মার্চেন্ট একাউন্ট খুলতে হবে। 
  • এইজন্য নগদ মার্চেন্ট একাউন্ট খুলুন।
  • এবার আপনার ব্যবসার ফেসবুক পেজ বা ওয়েবসাইটের সাথে নগদ পেমেন্ট যুক্ত করুন।
  • আর কাস্টমারদের নগদের মাধ্যমে পেমেন্ট করতে বলুন।
  • প্রতি লেনদেনে নগদ কমিশন কাটার পর আপনার একাউন্টে টাকা জমা হবে।

নগদে ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ সুবিধাঃ

  1. দ্রুত টাকা উত্তোলন করা যায়। 
  2. নগদের মাধ্যমে ক্লায়েন্টদের কাছ থেকে সরাসরি পেমেন্ট নেয়া যায়
  3. ব্যাংকের চেয়ে ট্রানজেকশন চার্জ কম নগদ অ্যাপটিতে।

নগদ থেকে টাকা ইনকামের কিছু গুরুত্বপূর্ণ টিপস

প্রতিনিয়ত নতুন অফার সম্পর্কে আপডেট থাকুনঃ নগদ অ্যাপের মাধ্যমে নতুন নতুন অফার গুলো দেখতে পাবেন। নিয়মিত নগদ অ্যাপে নতুন অফার আসে। তাই অফিসিয়াল সাইট অথবা নগদ অ্যাপে গিয়ে চেক করুন। 

রেফারেল ক্যাম্পেইন থাকলে সেটি বেশি প্রচার করুনঃ নগদ রেফারেল লিংক বেশি বেশি সোশ্যাল মিডিয়ায় বা বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এতে করে কোন ব্যক্তি নগদ একাউন্ট খুললে আপনি নির্দিষ্ট লেনদেনে রেফার কমিশন পাবেন। তাই বেশি বেশি রেফার লিংক প্রচার করুন।

নগদ এজেন্ট হলে বেশি লেনদেন করুনঃ লেনদেন যত বেশি, কমিশনও তত বেশি হবে, তাই লেনদেন বেশি রাখার চেষ্টা করুন। আপনার দোকানটি অবশ্যই জনসমাগম এলাকায় রাখার চেষ্টা করুন, তাহলে প্রচুর নগদ ব্যবহারকারী গ্রাহক পাবেন যারা প্রতিদিন হাজার হাজার টাকা লেনদেন করে থাকে। 

ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফারগুলোর সুযোগ নিনঃ নগদের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার নিয়ে খরচ কমানোর মাধ্যমে লাভ করতে পারবেন। তাই ডিসকাউন্ট অফার ও ক্যাশব্যাক অফার গুলো ব্যবহার করুন। 

অনলাইন ব্যবসায়ীদের জন্য নগদ পেমেন্ট যুক্ত করুনঃ সহজ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কাস্টমারদের সুবিধা দিন। কাস্টমাররা বেশিরভাগ ক্ষেত্রে বিকাশ ও নগদের মাধ্যমে পেমেন্ট করে থাকে। তাই নগদের পেমেন্ট গেটে যুক্ত করুন। 

উপসংহার – নগদ থেকে টাকা ইনকাম

নগদ থেকে টাকা ইনকামের অনেক উপায় রয়েছে, তবে সফল হতে হলে নিয়মিত আপডেট থাকতে হবে এবং অফারগুলো ভালোভাবে বুঝে কাজে লাগাতে হবে। যদি আপনি নগদের মাধ্যমে ইনকাম করতে চান, তাহলে উপরের উপায়গুলো ট্রাই করতে পারেন।

আমার অনেকগুলো উপায় আর্টিকেলের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি সেগুলো ভালো করে বুঝে ব্যবহার করুন। আর নগদের যেকোন অফার ও ক্যাশ ব্যাক সম্পর্কে জানতে নগদের অফিসিয়াল সাইটে ভিজিট করুন। কোন বিষয়ে তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। 

1 thought on “নগদ থেকে টাকা ইনকাম করার ৫টি সেরা উপায়”

Leave a Comment