আমরা সকলে কমবেশি খেলা দেখতে পছন্দ করে থাকি। বিশেষ করে লাইভ খেলা হলে টিভিতে অথবা মোবাইলে দেখে থাকি। তবে আপনি যদি ঘরের বাইরে থাকেন তাহলে টিভিতে খেলা দেখতে পারবেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মোবাইল ফোনে লাইভ খেলা দেখতে হবে।
আর আমরা আজকের আর্টিকেলে লাইভ খেলা দেখার অ্যাপস গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে সেরা এপস গুলো তুলে ধরা হবে যেখানে আপনি লাইভ খেলা সহ যেকোনো ধরনের খেলা দেখতে পারবেন।
ভূমিকা- খেলা দেখার অ্যাপস
বর্তমান ডিজিটাল যুগে খেলা দেখার অভিজ্ঞতা সম্পূর্ণভাবে বদলে গেছে। আগের দিনে টিভিতে নির্দিষ্ট সময়ে বসে খেলা দেখার প্রচলন থাকলেও এখন স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপের মাধ্যমে যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে খেলা উপভোগ করা সম্ভব।
বিশেষ করে যারা ঘরের বাইরে থাকেন বা টিভি সেটের কাছে বসে সময় কাটানো সম্ভব হয় না, তাদের জন্য খেলা দেখার অ্যাপসগুলো এখন এক অমূল্য সহায়ক। এই অ্যাপস গুলোর মাধ্যমে সহজেই আপনি স্মার্ট ফোনে লাইভ খেলা দেখতে পারেন।
তাছাড়া পাশাপাশি ম্যাচের হাইলাইটগুলো দেখা যায় এবং বিভিন্ন খেলাধুলার আপডেট পর্যন্ত পেতে পারেন। ফুটবল, ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন থেকে শুরু করে বিভিন্ন ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট সরাসরি সম্প্রচারের সুবিধাও রয়েছে এইসব অ্যাপসে।
এই আর্টিকেলে আমরা এমন কিছু জনপ্রিয় অ্যাপস নিয়ে আলোচনা করবো, যেগুলো ব্যবহার করে আপনি যেকোনো সময় স্মার্টফোনে বা মোবাইলে খেলা লাইভে দেখতে পারেন।
লাইভ খেলা দেখার অ্যাপস
লাইভ খেলা দেখার অনেক অ্যাপস রয়েছে, তবে আমরা বাছাই করে সেরা লাইভ খেলা দেখার অ্যাপস গুলো তুলে ধরার চেষ্টা করব। যেগুলো আপনি ব্যবহার করে ফ্রিতেই লাইভ খেলা দেখতে পারেন। খেলা দেখার অ্যাপস গুলো সম্পর্কে নিম্নে তুলে ধরা হলোঃ
Toffee– খেলা দেখার বাংলাদেশি অ্যাপ
খেলা দেখার অন্যতম জনপ্রিয় বাংলাদেশি একটি অ্যাপ হল Toffee। এই অ্যাপটি সরাসরি গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে ব্যবহার করা যায়। এখানে আপনি ফ্রিতেই বিভিন্ন ধরনের লাইভ খেলা উপভোগ করতে পারবেন। সরাসরি এই অ্যাপটিতে লাইভ খেলা প্রচার করা হয়।
অ্যাপের মধ্যে অনেক ধরনের লাইভ খেলা প্রচার করার টিভি চ্যানেল রয়েছে, যেখানে আপনি চ্যানেল গুলোর সাহায্যে লাইভ খেলা দেখতে পারবেন। বর্তমানে এই অ্যাপটিতে ৩০ টির বেশি স্পোর্টস চ্যানেল আছে, যা আপনি ফ্রিতে ব্যবহার করে খেলার স্কোরসহ লাইভ খেলা ও হাইলাইটস দেখতে পারবেন।
CricPk- ফ্রি খেলা দেখার অ্যাপ
জনপ্রিয় এই অ্যাপটিতে ফ্রিতে বিভিন্ন ধরনের খেলা দেখার চ্যানেলগুলো দেখা যায়। আপনি স্পোর্টস চ্যানেলগুলো এই অ্যাপটিতে ফ্রিতে পেয়ে যাবেন। যেখানে আপনি চ্যানেলগুলো থেকে সরাসরি লাইভ খেলা সহ স্কোর ও হাইলাইট দেখতে পারবেন।
আরো পড়ুনঃ বিকাশ এজেন্ট কমিশন কত জানুন
আরো পড়ুনঃ ১০ টাকা ৪০ মিনিট জিপি কিনুন
অ্যাপটি হয়তো গুগল প্লে স্টোরে পাওয়া নাও যেতে পারে, তবে আপনি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে অ্যাপটির নাম CricPk লিখে সার্চ করে তাদের সাইটে প্রবেশ করে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। এরপর ইন্সটল করে সরাসরি বিভিন্ন চ্যানেল গুলো ওপেন করে লাইভ ক্রিকেট , ফুটবল সহ অন্যান্য খেলা উপভোগ করুন।
Hotstar
বর্তমানে জনপ্রিয় খেলা দেখার আরেকটি অ্যাপস হলো Hotstar। এই অ্যাপটি মূলত ফুটবল খেলা ও ক্রিকেট খেলা লাইভ দেখার জন্য বিখ্যাত। আপনি ক্রিকেট ও ফুটবলের লাইভ স্কোর সহ লাইভ খেলা পর্যন্ত দেখতে পারবেন। এছাড়াও হাইলাইটস দেখার অপশন আছে।
SonyLIVE
খেলা দেখার অ্যাপস গুলোর মধ্যে অন্যতম একটি অ্যাপ হল SonyLIVE। এই অ্যাপটি ফুটবল খেলা , ক্রিকেট ও টেনিস খেলা সহ বিভিন্ন খেলার লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ দিয়ে থাকে। তারা মূলত অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিম করে এবং সকলকে ফ্রিতে খেলা দেখতে দেয়। আপনারা খুব সহজেই আপনি ব্যবহার করে খেলা দেখে নিতে পারেন।
Yalla Shoot Live
এটি মূলত খেলা দেখার এটি জনপ্রিয় সাইট, যেখানে আপনি লাইভ ম্যাচ স্কোর ও লাইভ খেলা দেখতে পারবেন। সাইটটিতে সকল ধরনের লাইভ খেলা গুলো স্টিমিং করা হয়ে থাকে। অর্থাৎ তারা বিভিন্ন খেলার লাইভ স্ট্রিমিং প্রদান করে।
HD Streamz
খেলা দেখা সহ অন্যান্য টিভি চ্যানেল ফ্রিতে দেখার জন্য HD Streamz অ্যাপটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপের প্রায় বিশ্বের সকল টিভি চ্যানেল গুলো রয়েছে, যা আপনি ফ্রিতে দেখতে পারেন। পাশাপাশি স্পোর্টস চ্যানেল আছে, যেগুলোতে লাইভ খেলা সহ স্কোর দেখা যায়। অ্যাপটি গুগল ক্রোম বাজার থেকে সার্চ করে ডাউনলোড করে ইন্সটল করে নিন।
GTV Live Sports
বর্তমানে বাংলাদেশে খেলা দেখার অন্যতম জনপ্রিয় একটি অ্যাপস হলো GTV Live Sports। এখানে ক্রিকেট খেলার লাইভ সহজে দেখা যায়। যারা ক্রিকেট খেলার লাইভ স্কোর এবং সরাসরি খেলা সম্প্রচার দেখতে চান তারাই একটি মোবাইল ফোনে ইনস্টল করে দেখতে পারেন।
আপনি গুগল প্লে স্টোরে আছে, তাই গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করুন এবং সাইনআপ করে লাইভ খেলা দেখুন। খেলা দেখার অ্যাপস গুলোর মধ্যে এই অ্যাপটি বাংলাদেশের প্রায় সকল মানুষের মোবাইলে আছে। কারণ এখানে সহজে লাইভ খেলা দেখা যায়।
ESPN- খেলার স্কোর ও খেলা দেখার বিখ্যাত অ্যাপ
বিশ্ব বিখ্যাত খেলা দেখার অন্যতম একটি অ্যাপস হলো ESPN। তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে যেখানে সকল খেলার লাইভ স্কোর দেখা যায়। এই অ্যাপটিতে হয়তো আপনি সরাসরি খেলার সম্প্রচার দেখতে পারবেন না।
তবে এই ব্যবহার করে সরাসরি খেলার স্কোরবোর্ড দেখতে পারবেন। অর্থাৎ খেলার স্কোর দেখা যাবে, খেলার বিশ্লেষণ ও খেলার স্কোর আপডেট জানতে পারবেন এই অ্যাপটির সাহায্যে।
Cricbuzz – ক্রিকেট খেলা দেখার অ্যাপস
যদি শুধুমাত্র ক্রিকেট খেলা লাইভে দেখতে চান তাহলে এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এটি ক্রিকেট খেলা দেখার অন্যতম জনপ্রিয় একটি অ্যাপস, যেখানে সর্বক্ষণ ক্রিকেট খেলার লাইভ স্কোর , লাইভ কমেন্টারি ও হাইলাইটসহ তুলে ধরা হয়। অ্যাপটিতে আপনি হাইলাইটস দেখতে পারবেন, পাশাপাশি খেলার লাইভ স্ট্রিম দেখা যায়।
ক্রিকেট প্রেমীদের জন্য এই অ্যাপটি জনপ্রিয়তা লাভ করেছে, আর এটি ক্রিকেটপ্রেমীদের জন্য একটি অন্যতম অ্যাপস। তাই আমার মতে যারা ক্রিকেট খেলা দেখতে ভালোবাসেন এবং ক্রিকেট পছন্দ করেন তারা অবশ্যই এই অ্যাপসটি ফোনে ডাউনলোড করে রাখবেন।
অ্যাপসটির অফিশিয়াল সাইট আছে যেখানেও খেলার স্কোর আপডেট জানা যায়। এই অ্যাপের বিশেষ সুবিধা হল এখানে আপনি খেলার রিপোর্ট , খেলার বিশ্লেষণ ও অভিজ্ঞদের মতামত সম্পর্কে জানতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের খেলা সম্পর্কিত নিউজ পর্যন্ত প্রদান করা হয়ে থাকে। বিশেষ করে ক্রিকেট খেলার নিউজ প্রদান করা হয়।
খেলা দেখার অ্যাপস সমূহ
আমার এখানে আরো কয়েকটি খেলা দেখার জনপ্রিয় অ্যাপস গুলো সম্পর্কে আলোচনা করব। মূলত কয়েকটি জনপ্রিয় খেলা দেখার এপসের তালিকা দেওয়া হবে, যেখানে আপনি নিজে পছন্দ মতো অ্যাপটি ডাউনলোড করে যেকোনো সময় খেলা দেখতে পারেন। নিম্নে খেলা দেখার কয়েকটি অ্যাপস সম্পর্কে আলোচনা করা হলোঃ
- Sportzfy
- Krira TV
- Koko Football (IOS)
- Live Football Tv HD
- GHD Sports
- Livescore
- Bioscope
- TSports
উল্লেখিত অ্যাপস গুলো ব্যবহার করে খেলার লাইভ সম্প্রচার ও স্কোর দেখতে পারেন। তবে উল্লেখিত অ্যাপস গুলোর মধ্যে অনেক অ্যাপ প্লে স্টোরে পাবেন না, সেগুলো আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারেন।
আমরা আর্টিকেলে অনেকগুলো অ্যাপ তুলে ধরেছি এর মধ্যে কিছু অ্যাপ অনেক সময় কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে আপনারা আর্টিকেলে থাকা অন্যান্য খেলা দেখার অ্যাপস গুলো ইন্সটল করে ব্যবহার করে দেখবেন। তাই আমরা প্রায় ২০টির বেশি খেলা দেখার জনপ্রিয় অ্যাপস গুলো তুলে ধরেছি।
খেলা দেখার অ্যাপস এর সুবিধা ও অসুবিধা
খেলা দেখার অ্যাপস গুলোর অনেকগুলো সুবিধা আছে পাশাপাশি অসুবিধা আছে। নিম্নে চলুন কিছু সুবিধা সম্পর্কে জেনে আসি। সুবিধাগুলো হলঃ
- সহজেই স্মার্টফোনে যেকোন জায়গা থেকে, যেকোনো সময় খেলা দেখা যায়
- লাইভ খেলার সম্প্রচার সরাসরি দেখতে পারবেন।
- বিভিন্ন ধরনের খেলার লাইভ স্ট্রিম দেখার সুযোগ থাকে।
- খেলার হাইলাইটস দেখা যায়।
এবার অসুবিধাগুলো জানা যাক। অসুবিধা গুলো হলোঃ
- লাইভ খেলা দেখার জন্য উন্নত মানের দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগের প্রয়োজন রয়েছে।
- আর অবশ্যই মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ইন্টারনেট সংযোগ না থাকলে খেলা দেখা যাবে না।
- অনেকগুলো অ্যাপস ফ্রিতে খেলা দেখার সুযোগ দেয়, তবে বেশিরভাগ অ্যাপস গুলোতে সাবস্ক্রিপশন প্যাক কিনতে হয়।
কিভাবে খেলা দেখার অ্যাপ ব্যবহার করবেন?
ইন্টারনেট সংযোগঃ খেলা দেখার অ্যাপ ডাউনলোড করার জন্য স্মার্ট ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তাই ইন্টারনেট সংযোগ দিয়ে নিন।
অ্যাপস ডাউনলোডঃ সর্বপ্রথম খেলা দেখার অ্যাপটি ডাউনলোড করুন, আমরা আর্টিকেলে অনেকগুলো খেলা দেখার অ্যাপ সম্পর্কে আলোচনা করেছি। সেখান থেকে যেকোন একটি ডাউনলোড করে ইন্সটল করুন।
রেজিস্ট্রেশন করুনঃ বেশিরভাগ খেলা দেখার অ্যাপ গুলোতে একাউন্ট তৈরি করতে হয়। আপনি এখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করে সাইন আপ করে নেবেন। রেজিস্ট্রেশন করার জন্য অনেক সময় ইমেইল ও আপনার নামের প্রয়োজন হতে পারে।
সাবস্ক্রিপশন প্ল্যান সিলেক্টঃ বেশ কিছু খেলা দেখার অ্যাপস ফ্রি হলেও, অনেক অ্যাপস আছে যেগুলোতে টিভি চ্যানেল দেখার জন্য সাবস্ক্রিপশন প্যাক কিনতে হয়, আপনার প্রয়োজন অনুযায়ী সাবস্ক্রিপশন প্ল্যান কিনুন।
খেলা দেখুনঃ অ্যাপস এর মধ্যে সবকিছু ঠিকঠাক করলে, এখন আপনি খেলা দেখতে পারবেন। আপনার পছন্দের খেলাটি সিলেক্ট করুন এবং সরাসরি খেলা দেখে উপভোগ করুন।
উপসংহার
বর্তমানে সকলেই বিভিন্ন কাজে ঘরের বাইরে থাকে যার কারণে খেলা দেখার জন্য অ্যাপসের প্রয়োজন হয়। সরাসরি লাইভ খেলা দেখতে হলে আপনি নিজের ফোনে অ্যাপসটি ডাউনলোড করেই খেলার সরাসরি সম্প্রচার দেখতে পারেন। লাইভ খেলা দেখার বহু অ্যাপস রয়েছে যা আর্টিকেলটিতে শেয়ার করেছি। আপনার পছন্দের একটি নির্বাচন করে ইন্সটল করে খেলা দেখা শুরু করুন, আর খেলা দেখে মজা নিন।