অ্যাড দেখে টাকা ইনকাম ডেইলি ২০০-৩০০ টাকা – ৪টি সেরা সাইট

অ্যাড দেখে টাকা ইনকাম করার অনেক ওয়েবসাইট রয়েছে, এর মধ্যে থেকে আমি গভীর রিসার্চ করে সেরা তিনটি ওয়েবসাইট খুঁজে বের করেছে।

যেখানে আপনি বিজ্ঞাপন দেখে বা এড দেখে টাকা ইনকাম করতে পারেন। অ্যাড দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট গুলোতে খুব কম সময়ে ইনকাম করা যায়।

অর্থাৎ আপনি কম সময়ে অনলাইন থেকে আয় করতে পারবেন। তবে বিজ্ঞাপন দেখে খুব একটি বেশি আয় হয় না। তবুও যারা অনলাইনে পার্ট টাইম কাজ করে ইনকাম করতে চান, তারাই চাইলে এই অ্যাড দেখার ওয়েবসাইট গুলো ব্যবহার করে ইনকাম করতে পারেন। 

এড দেখে টাকা ইনকাম করা কি সম্ভব? 

অনেকেই প্রশ্ন করেন এড দেখে টাকা ইনকাম কিভাবে করা যায়? আর আসলেই কি ইনকাম করা সম্ভব। বন্ধুরা ভালো করে শুনে রাখুন, বর্তমান সময়ে অনলাইনে ইনকাম করার ওয়েবসাইটের কোন অভাব নেই।

প্রায় লক্ষাধিক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে ইনকাম করা যায়। এর মধ্যে কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোতে শুধুমাত্র বিজ্ঞাপন দেখেই আয় করতে পারবেন।

আপনি সেই সকল ওয়েবসাইটগুলোতে তাদের দেখানো বিজ্ঞাপন গুলো দেখে ইনকাম করতে পারবেন। তারা বিজ্ঞাপন দেখিয়ে নিজেরা কিছু ইনকাম করে এবং আপনাদেরকে ইনকামের কিছু অংশ দিয়ে থাকে।

ধরুন ওয়েবসাইটের মালিক গুলো বিজ্ঞাপন দেখিয়ে পাঁচ টাকা ইনকাম করছে। এখন আপনি তাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখার কাজ করলেন। তাহলে তাদের ৫ টাকা ইনকাম হলো।

এখন এখান থেকে তারা ৩ টাকা নিজেরা নিবে এবং বাকি দুই টাকা আপনাকে ইনকাম হিসেবে প্রদান করবে। এই ভাবে সাধারণত এড দেখার ওয়েবসাইটগুলো কাজ করে থাকে। তবে এই সকল ওয়েবসাইট গুলো থেকে খুব বেশি আয় করা সম্ভব নয়।

আরো পড়ুনঃ  বর্তমানে ফ্রিল্যান্সিং এর সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি? বিস্তারিত জানুন

কারণ এখান থেকে খুবই কম পরিমাণ ইনকাম হয়। কোম্পানিগুলো নিজেরা ৫০ থেকে ৭০% ইনকাম নিয়ে থাকে এবং বাকি ৩০ পার্সেন্ট যারা কাজ করে তাদেরকে দিয়ে থাকে। আশা করছি বুঝতে পারছেন অ্যাড দেখে ইনকাম করা যায়, তবে সেটি খুবই কম। 

এড দেখে টাকা ইনকাম করার সুবিধা

  • কোনো ইনভেস্টমেন্ট লাগবে না
  • মোবাইল বা ল্যাপটপ থেকেই কাজ করা যায়
  • ঘরে বসে অবসর সময়ে ইনকাম করা সম্ভব
  • দিনে যত বেশি এড দেখবেন, তত বেশি ইনকাম

এড দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট

আজকের ডিজিটাল যুগে অনলাইনে টাকা ইনকাম করার নানা উপায় রয়েছে। এর মধ্যে এড দেখে টাকা ইনকাম করা একটি জনপ্রিয় ও সহজ উপায়। এই পদ্ধতিতে আপনাকে শুধু কিছু বিজ্ঞাপন (Ads) দেখতে হবে, আর এর বিনিময়ে আপনি টাকা, পয়েন্ট বা গিফট কার্ড পাবেন।

অবশ্যই পড়ুনঃ

এই আর্টিকেলে আমরা এমন কিছু এড দেখে টাকা ইনকাম করার সেরা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে আপনি সরাসরি বিকাশ, নগদ বা PayPal এ পেমেন্ট নিতে পারবেন।

১. InboxDollars

এড দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট গুলোর মধ্যে আরেকটি জনপ্রিয় সাইট হল ইনবক্স ডলার। আপনারা এই ওয়েবসাইটে watching video ads দেখার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

বর্তমান সময়ে অনলাইনে ভিডিও এড দেখে টাকা ইনকাম করার অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট হলো InboxDollars।

এটি একটি বিশ্বস্ত বিদেশি ওয়েবসাইট, যেখানে খুব দ্রুত সময়ে অনলাইনে পেমেন্ট করা হয়। আপনারা খুব সহজেই এই ওয়েবসাইটে কাজ করে টাকা আয় করতে পারবেন।

এই ওয়েবসাইটে বিভিন্ন কাজের জন্য সার্ভে যুক্ত করা হয়েছে, অর্থাৎ আপনি সার্ভেগুলোর উত্তর দেয়ার মাধ্যমে কিছু টাকা আয় করতে পারবেন।

এই প্লাটফর্মে সাইন আপ করলেই আপনি সাথে সাথে ৫ ডলার বোনাস পেয়ে যাবেন। এই ডলারগুলো আপনার একাউন্টে জমা থাকবে এবং আপনি বিভিন্নভাবে এগুলো পেমেন্ট সহ ওয়েবসাইটটিতে শপিং করতে পারবেন।

আবে এই সাইটে video ads দেখার জন্য পাঁচ থেকে ২৫ সেন্ট করে আয় করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে একেবারে ৩০ ডলার হলেই সেটি আপনি পেমেন্ট নিতে পারবেন। অনেক সময় বিভিন্ন ভিডিও দেখলে ২৫ ডলার পর্যন্ত দিয়ে থাকে।

আরো পড়ুনঃ  একাউন্ট খুললেই বোনাস পাবেন 3$ থেকে 10$- এখনই নিন

আর এই সাইটে আপনি প্রতিদিন ৩০ টি করে ভিডিও দেখতে পারবেন। আর সেই ভিডিও এড গুলো দেখে টাকা আয় করতে পারবেন। আপনারা পেমেন্ট electronic gift cards , পেপালে বা বিভিন্ন কুপন কোড হিসেবে নিতে পারবেন।

২. NeoBux

এড দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট হলো NeoBux। এই প্লাটফর্ম বা ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখে টাকা আয় করতে পারবেন। এখানে আপনি প্রতিদিন এক ঘন্টা করে সময় দিলেই নির্দিষ্ট একটি অনলাইন থেকে আয় করতে পারবেন।

এখানে ডলার সহ বিভিন্ন কারেন্সিতে পেমেন্ট করা হয়। এখানে ভিডিও এড ছাড়াও আপনারা বিভিন্ন ধরনের অফার কমপ্লিট করে পেমেন্ট নিতে পারবেন। রেফার করার মাধ্যমেও এখান থেকে আয় করা যায়। এই ওয়েবসাইটের পেমেন্ট পদ্ধতি হলোঃ

  • bank transfer
  • PayPal
  • paper cheque
  • Gift card

এই পেমেন্ট পদ্ধতিতে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন। তাই আপনাদের অবশ্যই পেমেন্ট মেথডগুলো জেনে কাজ করতে হবে। কাজ করার পূর্বে অবশ্যই পেমেন্ট অপশন গুলো দেখে পেমেন্ট মেথডগুলো খুলে কাজ করার চেষ্টা করবেন।

৩. iRazoo Rewards- Watch & Earn

এটি মূলত একপ্রকার অ্যাপ যার সাহায্যে আপনারা বিভিন্ন ধরনের এড দেখে টাকা আয় করতে পারবেন। তাছাড়াও এর ওয়েবসাইট ভার্সনে বর্তমানে তৈরি করা হয়েছে।

যেখানে বিভিন্ন ধরনের এড দেখে টাকা আয় করার পাশাপাশি ভিডিও এড দেখা যায়। অর্থাৎ এখানে আপনারা ভিডিওর সাথে এড দেখতে পারবেন সেই অ্যাড দেখে নির্দিষ্ট পয়েন্ট আপনার প্রোফাইলে জমা হবে।

এই অ্যাপ্লিকেশনটিতে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। এড দেখার জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট দেওয়া হবে, সেই পয়েন্ট গুলো আপনি এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করে পেমেন্ট নিতে পারবেন।

এখানে Super offers নামক অপশন রয়েছে যেখানে বিভিন্ন ধরনের টাক্স কমপ্লিট করে গিফট কার্ড রিওয়ার্ড পাওয়া যায়। এছাড়াও এখানে ভিডিও এড দেখার জন্য Awesome videos section নামক অপশন পাবেন,

সেখানে আপনি আনলিমিটেড ভিডিও অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন। এটি হতে পারে আপনার জন্য এড দেখে টাকা ইনকাম করার সেরা ওয়েবসাইট বা এপ্লিকেশন।

আরো পড়ুনঃ  ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় 2025

এই অ্যাপ্লিকেশনে আপনারা ছোট ছোট কাজ করে বিভিন্ন উপায়ে টাকা আয় করতে পারবেন। এটি যেহেতু বিদেশি অ্যাপ তাই এখানে আপনি গিফট কার্ড , ডলার পেপালে নিতে পারবেন।

৪. ySense – Earn Free Cash Online

আপনারা এই প্লাটফর্মে পেইড সার্ভে করে টাকা আয় করতে পারবেন। এর পাশাপাশি ভিডিও দেখে ,watching ads , নতুন সার্ভিস পরীক্ষা করে টাকা আয় করতে পারবেন। তাছাড়াও এই সাইটটিতে রেফারেল করে টাকা ইনকাম করার সুযোগ সুবিধা রয়েছে।

আপনি যদি সাইটটি রেফার করেন তাহলে কোন ব্যক্তি যদি আপনার রেফার লিংক থেকে এই সাইটটিতে একাউন্ট খুলে তাহলে আপনি ৩০ থেকে ৪০ পার্সেন্ট বোনাস পয়েন্ট পেয়ে যাবেন। বর্তমানে ইন্টারনেট থেকে টাকা ইনকাম করার খুবই জনপ্রিয় ওয়েবসাইট এটি।

উপসংহার – অ্যাড দেখে টাকা ইনকাম

এড দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইটগুলো এমন একটি দারুণ মাধ্যম, যেখানে কোনো বিশেষ দক্ষতা ছাড়াই আপনি ঘরে বসে বাড়তি ইনকাম করতে পারেন।

শুধু একটু ধৈর্য আর নিয়মিত কাজ করলে, মাসে ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব।তাই আজই আপনার পছন্দের একটি সাইটে একাউন্ট খুলে কাজ শুরু করুন এবং প্রতিদিনের অবসর সময়কে টাকায় রূপান্তর করুন।

FAQs – এড দেখে টাকা ইনকাম

এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নেওয়া যায় কি?

বর্তমানে অনেক এড দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট সাইট আছে, যেগুলোতে আপনি কাজ করে প্রতিদিনের ইনকাম তুলতে পারেন। তবে এখানে আপনাকে হয়তো বেশি সময় নিয়ে কাজ করতে হবে তাহলেই ইনকাম করতে পারবেন।

অনলাইনে এড দেখে ইনকাম করার সেরা ওয়েবসাইট কোনটি?

অনলাইনে এড দেখে টাকা ইনকাম করা সেরা ওয়েবসাইট হলোঃ Freecash ,InboxDollars ,AdWallet, MyPoints ইত্যাদি।

বিজ্ঞাপন দেখে টাকা কীভাবে উত্তোলন করা যায়?

বেশিরভাগ ওয়েবসাইট ও অ্যাপ গুলোতে PayPal, Payoneer, Bitcoin, বা মোবাইল ব্যাংকিং (Bkash, Nagad, Rocket) মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

কত টাকা ইনকাম করা সম্ভব?

অ্যাড দেখে ইনকামের পরিমাণ নির্ভর করে ওয়েবসাইটের নিয়ম, বিজ্ঞাপনের সংখ্যা, এবং প্ল্যাটফর্মের বোনাস অফারের ওপর। সাধারণত প্রতিদিন কয়েক সেন্ট থেকে কয়েক ডলার পর্যন্ত আয় করা সম্ভব।

Leave a Comment