ইংরেজি শেখার অ্যাপ | সহজে ইংরেজি শেখার বই পড়ে ইংরেজি শিখুন

বর্তমান ডিজিটাল যুগে ইংরেজি ভাষা শেখা খুবই সহজ। মোবাইল ফোনে কয়েকটি অ্যাপ ইনস্টল করলেই আপনি ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন।ইংরেজি শেখার অ্যাপ গুলো শুধু নতুন শব্দ শেখায় না, বরং উচ্চারণ, ব্যাকরণ এবং কথোপকথনের দক্ষতাও বাড়িয়ে তোলে। এই আর্টিকেলে আমরা সেরা কিছু ইংরেজি শেখার অ্যাপ, তাদের ফিচার এবং ব্যবহার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইংরেজি শেখার অ্যাপ

বর্তমানে ইন্টারনেটে ইংরেজি শেখার অনেকগুলো জনপ্রিয় অ্যাপস রয়েছে, যেগুলো আপনি মোবাইল ফোনে ইন্সটল করেই দীর্ঘদিন ধরে ইংরেজি শিখতে পারেন। এই অ্যাপসগুলোতে বিনামূল্যে ফ্রিতে ইংরেজি শেখা যায়। ইংরেজি পরিপূর্ণভাবে শিখতে হলে আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। প্রচুর ইংরেজি শব্দ মুখস্থ রাখতে হবে। এবার নিম্নে ইংরেজি শেখার সেরা এপসগুলো সম্পর্কে জেনে আসা যাক।

Duolingo

Duolingo বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় ভাষা শেখার অ্যাপ। এখানে অ্যাপসটিতে গেমের মতো লেভেল পার করে ইংরেজি শেখা যায়। বিশেষ করে এখানে মজাদার গেম খেলে আপনি ইংরেজি ভাষা শিখতে পারবেন। এখানে বিভিন্ন টাইপের ইংরেজিতে কুইজ দেওয়া হয়।

মূলত ছবিসহ কুইজ দেওয়া হয় যাতে করে আপনি খুব সহজেই সঠিক উত্তর দিতে পারেন এবং ইংরেজি শিখতে পারেন। মূলত এই অ্যাপসটি গেমিং লার্নিং পদ্ধতিতে ইংরেজি শিক্ষা দিয়ে থাকে। যারা বিনোদনের সাথে সাথে ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য এটি খুবই উপযুক্ত অ্যাপস।

আরো পড়ুনঃ বাংলাদেশি মেয়েদের সাথে কথা বলার অ্যাপ

আরো পড়ুনঃ মেয়েদের সাথে কথা বলার এপস 

বিশেষ করে যারা নতুন ইংরেজি শিখতে চান, তাদের জন্য একটি সেরা অ্যাপস। কারণ এখানে সহজেই ইংরেজি শেখা যায়। তাদের এপ্সটি গুগল প্লে স্টোরে এভেলেবেল রয়েছে। আপনি সরাসরি সার্চ করে ইন্সটল করে নিতে পারেন। 

অ্যাপের সুবিধাঃ

  • একেবারে নতুনদের জন্য বেসিক থেকে শুরু।
  • রঙিন ও আকর্ষণীয় ইন্টারফেস, যা শেখাকে মজাদার করে তোলে।
  • প্রতিদিন শেখার জন্য রিমাইন্ডার দেয়।
আরো পড়ুনঃ  ফেসবুক ওপেন হচ্ছে না কেন ও ফেসবুক সরাসরি চালু করার নিয়ম

যারা একদম শূন্য থেকে ইংরেজি শিখতে চান এবং দৈনন্দিন কিছুটা সময় দিতে পারবেন। তারা এই অ্যাপটি ব্যবহার করুন। 

dulingo

BBC Learning English

আপনাদের মধ্যে যারা প্রফেশনাল ভাবে ইংরেজি শিখতে চান, তারাই BBC Learning English প্লাটফর্মটি ব্যবহার করুন। কারণ এখানে তারা দক্ষ প্রফেশনাল শিক্ষক দ্বারা ইংরেজি শিখিয়ে থাকে।

আপনি যদি ইংরেজিতে গ্রামার ও স্পিকিং ইংলিশ সহ সকল বিষয়ে জানতে চান তাহলে এই প্লাটফর্মটি ব্যবহার করুন। তারা গভীরভাবে ব্যাকরণসহ ইংরেজি আলোচনা করে থাকে। তাদের কোর্স সিস্টেম রয়েছে, যেখানে আপনি কোর্স করে ইংরেজি শিখে নিতে পারবেন।

এখানে সম্পূর্ণ বিনামূল্যে তাদের কনটেন্ট গুলো পড়ে আপনি ইংরেজি সহজেই শিখতে পারেন। তাদের অফিসিয়াল সাইটে আপনি google সার্চ করে যেতে পারেন। 

ফিচারঃ

  • আন্তর্জাতিক নিউজ ও বাস্তব উদাহরণ দিয়ে শেখানো।
  • উচ্চারণ ও ব্যাকরণ শেখানোর আলাদা সেকশন।
  • দৈনিক ইংরেজিতে নতুন কনটেন্ট আপডেট।

যারা একাডেমিক বা প্রফেশনাল কারণে ইংরেজি দক্ষতা বাড়াতে চান। তাদের জন্য এই প্লাটফর্মটি খুবই উপযুক্ত। 

Busuu – ইংরেজি শেখার অ্যাপ

Busuu এর বিশেষত্ব হলো এখানে নেটিভ স্পিকারের সাথে সরাসরি চ্যাট করা যায়। অর্থাৎ আপনি সরাসরি কথা বলে বা লাইভ চ্যাট করে ইংরেজি শিখতে পারবেন বা প্র্যাকটিস করতে পারবেন। এখানে ফ্রিতে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ শেখার সুবিধা রয়েছে।

তাদের প্লাটফর্মে আপনি শুধুমাত্র ইংরেজি নয়, এর পাশাপাশি বিশ্বের ৫০ টির বেশি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। এই প্লাটফর্মে ইংরেজি শেখার জন্য একাউন্ট খুলতে হয়। আপনি সম্পূর্ণ ফ্রিতে একাউন্ট রেজিস্ট্রেশন করে নিবেন। এরপর ইচ্ছামত ভাষা ফ্রিতে শিখতে পারবেন। 

মূল বৈশিষ্ট্যঃ

  • ব্যাকরণ, ভোকাবুলারি এবং স্পিকিং একসাথে শেখানো।
  • বাস্তব মানুষের সাথে প্র্যাকটিস করার সুযোগ।
  • পার্সোনালাইজড লার্নিং প্ল্যান করতে পারবেন।

যারা ইন্টারেক্টিভ লার্নিং পছন্দ করেন। তাদের জন্য এটি খুবই একটি উপযুক্ত প্ল্যাটফর্ম। তাছাড়া এখানে পেইড বা প্রিমিয়াম subscription কিনলে এক্সট্রা ফিচার পাওয়া যায়, যা ফ্রী সাবস্ক্রাইবশনে পাওয়া যায় না।

Memrise

Memrise অ্যাপটি ভিজ্যুয়াল মেমরি টেকনিক ব্যবহার করে নতুন শব্দ ও বাক্য মনে রাখতে সাহায্য করে থাকে। তাই এখানে খুব দ্রুত সহকারে ইংরেজি শেখা যায়। ইংরেজি শেখার জন্য এই অ্যাপটি বেস্ট। আপনি যদি ইংরেজি শেখার অ্যাপ খুঁজে থাকেন, তাহলে এই অ্যাপটি ব্যবহার করুন।

এখানে আপনি বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করে ইংরেজি শিখতে পারবেন। যাতে করে খুব সহজে ইংরেজি দীর্ঘদিন ধরে মনে রাখা যায়। পাশাপাশি এখানে আপনি ছবি ও ভিডিওর মাধ্যমে ইংরেজি শিখতে পারবেন।

তাছাড়াও ইংলিশ স্পিকার এর সাথে সরাসরি কথা বলেও শেখার সুযোগ আছে। এক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হতে পারে। আর রেগুলার আপনি এখানে ইংরেজি প্র্যাক্টিস ও কুইজ দিতে পারবেন, যাতে করে আপনার ইংরেজি শেখা উন্নত করতে পারেন। 

আরো পড়ুনঃ  টেলিটক নাম্বার দেখার উপায়: সঠিক কোড এবং নির্দেশনা

LingQ

LingQ পড়া ও শোনার মাধ্যমে ইংরেজি শেখার সুযোগ দেয়, যা রিডিং কম্প্রিহেনশন উন্নত করতে সাহায্য করে। অর্থাৎ আপনি এখানে অডিও ভয়েজ শোনার মাধ্যমে ইংরেজি শিখতে পারবেন। তাছাড়া অডিটিং করেও এখানে ইংরেজি শেখা যায়।

বিভিন্ন ধরনের টেকনিক জানতে পারবেন যেগুলো ব্যবহার করে ইংরেজি দ্রুত শেখা যায়। মূল কথা অ্যাপসটি আপনাকে বিভিন্ন ভাবে টেকনিক ব্যবহার করে ইংরেজি শেখাবেন।

এখানে প্রতিদিন অডিও কনটেন্ট আপলোড করা হয়, অর্থাৎ আপনি অডিও কনটেন্ট গুলো শুনে শুনে ইংরেজি ভাষা শিখতে পারবেন। তাছাড়া আপনি ইংরেজি ভাষা কতটুকু শিখেছেন তা জানতে নির্দিষ্ট টেস্ট দিতে পারবেন। আপনার শেখার অগ্রগতি ট্র্যাক করতে পারেন। 

সহজে ইংরেজি শেখার বই

আমি রিসার্চ করে কয়েকটি সহজে ইংরেজি শেখার বই আপনাদের মাঝে শেয়ার করব। বাজারে অনেক ধরনের ইংরেজি শেখার বই পাওয়া যায়। তবে কিছু জনপ্রিয় বই রয়েছে যেগুলোতে ইংরেজি ভালো শেখা যায়। সেগুলোই আমরা এখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন নিম্নে ইংরেজি শেখার বইয়ের তালিকা দেখে নেয়া যাক।

Rapidex English Speaking Course

এই বইটি পড়ে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংরেজি শিখতে পারবেন। এটি বর্তমানে বাংলা ভাষাতেও রয়েছে। অর্থাৎ খুব সহজেই আপনি ইংলিশের নিয়ম-কানুন গুলো বাংলাতে পড়ে বুঝতে পারবেন। এছাড়াও বইটিতে ইংরেজি ব্যাকরণ, কথোপকথন ও বাক্য রয়েছে। যেগুলো পড়ে সহজেই ইংরেজি শেখা যায়। 

English Grammar in Use – Raymond Murphy

  • বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় গ্রামার বই।
  • সহজ ব্যাখ্যা এবং উদাহরণসহ প্র্যাকটিস এক্সারসাইজ রয়েছে।
  • যারা ব্যাকরণে দুর্বল, তাদের জন্য উপযোগী।

Spoken English – Nihar Ranjan Gupta

  • বাংলা ভাষাভাষীদের জন্য তৈরি।
  • স্পিকিং, লিসনিং, রিডিং এবং রাইটিং – চারটি স্কিল উন্নত করতে সাহায্য করে।

Word Power Made Easy – Norman Lewis

  • ভোকাবুলারি বাড়ানোর জন্য দুর্দান্ত বই।
  • নতুন শব্দ শেখানোর পাশাপাশি সঠিক উচ্চারণ ও ব্যবহার শেখায়।

সহজ ভাষায় ইংলিশ গ্রামার ( সাইফুল ইসলাম) 

এই বইটিতে সহজ ভাষায় ইংরেজি গ্রামার শেখানো হয়েছে। যারা খুব সহজ ভাষায় ইংরেজি গ্রামার সহ স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন। তারা এই বইটি কিনতে পারেন। এই বইটি বর্তমানে অনলাইনে সহ বিভিন্ন অফলাইন মার্কেটে পাওয়া যাচ্ছে। প্রতিটি গ্রামার ইংলিশ সহ বাংলায় ব্যাখ্যা প্রদান করা হয়েছে। যাতে করে যারা নতুন ইংলিশ শিখছেন তারা সহজে বুঝতে পারেন। 

ঘরে বসে Spoken English – মুনজেরিন শহীদ

বর্তমানে ইংরেজি শেখার বই হিসেবে এটি খুবই জনপ্রিয়। যেই লেখক এই ইংরেজি শেখার বইটি লিখেছে। তাদের নিজস্ব কোর্স রয়েছে। তারা ইংরেজি শেখার কোর্স করিয়ে থাকে। পাশাপাশি তারা সহজে ইংরেজি শেখার জন্য বই লিখে পাবলিশ করে।

আরো পড়ুনঃ  পেনড্রাইভ কি ধরনের ডিভাইস ২০২৫ বিস্তারিত জানুন

তাদের ইংরেজি শেখার বইগুলোর মধ্যে ঘরে বসে Spoken English সবচেয়ে জনপ্রিয়। আপনি এই বইটি অনলাইনে অর্ডার করতে পারেন। বইটি বর্তমানে রকমারি ডট কমে এভেলেবল রয়েছে। ইংরেজি শেখাই খুবই কার্যকরী একটি বই। 

তাছাড়া বর্তমানে আরো কিছু ইংরেজি শেখার বই রয়েছে। নিম্নে তার লিস্ট দেওয়া হলঃ

  • স্মার্ট ইংলিশ স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ – ২য় খণ্ড ফরিদ আহমেদ
  • Bonus মো. টিপু সুলতান
  • ইংলিশে দুর্বলদের জন্য English Therapy Brand: সাইফুল ইসলাম
  • সবার জন্য Vocabulary মুনজেরিন শহীদ
  • স্মার্ট ইংলিশ স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ – ১ম খণ্ড ফরিদ আহমেদ

ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

বর্তমানে অনেকগুলো ইংরেজি শেখার বাংলা সাইট রয়েছে। সাইটগুলোর নাম সহ নিম্নে তুলে ধরা হলোঃ

Easy English BD

  • সম্পূর্ণ বাংলা ভাষায় ইংরেজি শেখার টিউটোরিয়াল।
  • ব্যাকরণ, শব্দভাণ্ডার ও স্পোকেন ইংলিশের জন্য আলাদা সেকশন।
  • ওয়েবসাইটঃ https://www.easyenglishbd.com

Spoken English Guru (বাংলা ভার্সন)

  • ভিডিও ও আর্টিকেলের মাধ্যমে ইংরেজি শেখানো হয়।
  • দৈনন্দিন ব্যবহৃত বাক্যের বাংলা অনুবাদসহ উদাহরণ।

উদ্ভাস ইংলিশ কেয়ার

আরো অনেক ধরনের ইংরেজি শেখার বাংলা সাইট রয়েছে, যেগুলোতে আপনি ইংরেজি কোর্স করে ইংরেজিতে শিখতে পারেন।

ইংরেজি শেখার টেকনিক

নিম্নে ইংরেজি শেখার সেরা কিছু টেকনিক শেয়ার করা হলোঃ

শোনার অভ্যাস গড়ে তুলুন

  • প্রতিদিন ইংরেজি নিউজ, পডকাস্ট বা ইউটিউব ভিডিও শুনুন।
  • প্রথমে সাবটাইটেল সহ শুনুন, পরে সাবটাইটেল ছাড়া চেষ্টা করুন।

প্রতিদিন নতুন শব্দ শিখুন

  • প্রতিদিন অন্তত ৫-১০টি নতুন শব্দ শিখুন।
  • শব্দগুলো নোটবুকে লিখে উদাহরণ বাক্যে ব্যবহার করুন।

স্পিকিং প্র্যাকটিস করুন

  • আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজি বলার অনুশীলন করুন।
  • বন্ধুর সাথে ইংরেজিতে ছোট কথোপকথন করার চেষ্টা করুন।

ইংরেজি সিনেমা ও সিরিজ দেখুন

  • প্রথমে বাংলা সাবটাইটেল দিয়ে দেখুন, পরে ইংরেজি সাবটাইটেল ব্যবহার করুন।
  • চরিত্রের সংলাপ রিপিট করুন।

এভাবে আপনারা বিভিন্ন টেকনিক ব্যবহার করে ইংরেজি শিখতে পারেন। ইংরেজি শেখার জন্য প্রতিদিন আপনাকে ইংরেজি কথা বলে প্র্যাকটিস করতে হবে। তাছাড়াও প্রয়োজনীয় ইংরেজি গ্রামার সম্পর্কে জানতে হবে।

এর পাশাপাশি আপনি মোবাইলে ইংরেজি শেখার অ্যাপ ব্যবহার করে ইংরেজি প্রতিদিন প্র্যাকটিস করতে পারেন। অনেক অ্যাপ রয়েছে যেগুলোতে বিনোদন নেওয়ার সাথে সাথে ইংরেজি শিখে নেওয়া যায়। এছাড়াও ইংরেজি শেখার জন্য ইউটিউব ব্যবহার করুন। ইউটিউবে অনেক ইংরেজি শেখার কোর্স রয়েছে যেগুলো ফ্রি করা যায়। 

Leave a Comment