মেমোরি থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায়(আপডেট)

মেমোরি থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায় সম্পর্কে জানতে পারলেই আপনি মেমোরি থেকে ডিলিট হওয়া ছবি ফেরত পেতে পারেন। বিভিন্ন উপায়ে মেমোরি থেকে ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়া সম্ভব।

এছাড়াও অনেক সময় গ্যালারি থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনা যায়। এই উপায়গুলো আজকে আপনাদের জানাবো।

পাশাপাশি অনেকের একটি প্রশ্ন থাকে গ্যালারি থেকে ছবি ডিলিট হয় না কেন? এই প্রশ্নের উত্তরটি আপনি একটু পরে জানতে পারবেন। চলুন এবার আর্টিকেলের মূল বিষয়ে আসা যাক। 

গ্যালারি থেকে ছবি ডিলিট হয় না কেন?

অনেক সময় ডিলিট বাটনে চাপ দেওয়ার পরও ছবি ডিলিট হয় না। এর পেছনে কয়েকটি সাধারণ কারণ রয়েছেঃ

১. স্টোরেজ পারমিশন সমস্যা

গ্যালারি অ্যাপকে যদি ফোনের স্টোরেজ অ্যাক্সেসের অনুমতি না দেওয়া থাকে, তাহলে ছবি ডিলিট হবে না। সাধারণত এই স্টোরেজ পারমিশন জনিত সমস্যার কারণে গ্যালারি থেকে ছবি ডিলিট হয় না।

অবশ্যই পড়ুনঃ

আপনার মোবাইল ফোনে গ্যালারি অ্যাপে যদি স্টোরেজ পারমিশন না দেওয়া থাকে, সে ক্ষেত্রে আপনি সেটিংস থেকে গ্যালারি অ্যাপটির স্টোরেজ পারমিশন দিন। তাহলে আপনি এখন গ্যালারি অ্যাপ থেকে সরাসরি ফটো বা ছবি ডিলিট করতে পারবেন। 

আরো পড়ুনঃ  ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে হয়? ২০২৫ আপডেট

২. SD Card বা মেমোরি কার্ড সমস্যা

মেমোরি কার্ড read-only মোডে থাকলে ছবি ডিলিট করা যায় না। পাশাপাশি মেমোরি কার্ডে কোন ধরনের প্রবলেম হলে ছবি ডিলিট হয় না।

এছাড়াও মেমোরি কার্ডে রাইট প্রটেকশন করা থাকলে ছবি ডিলিট হতে চাই না। এজন্য আপনি মেমোরি কার্ডটি কম্পিউটার বা মোবাইল ফোন দিয়ে Format করে নিবেন।

এতে করে মেমোরি কার্ডের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সকল ছবি বা ফটো ডিলিট হয়ে যাবে। পাশাপাশি আপনি নতুনভাবে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এবং পরবর্তীতে কোন সমস্যা ছাড়াই ছবি ডিলিট করতে পারবেন। 

৩. ক্যাশ বা গ্যালারি অ্যাপের বাগ

গ্যালারি অ্যাপের ক্যাশ জমে গেলে এমন সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও গ্যালারি অ্যাপটিতে আপডেট জনিত কোন BUG থাকলে এই ধরনের সমস্যা হতে পারে। 

৪. ক্লাউড সিঙ্ক চালু থাকা

Google Photos বা অন্য ক্লাউড অ্যাপে সিঙ্ক চালু থাকলে ছবি আবার ফিরে আসতে পারে। এক্ষেত্রে ছবি ডিলিট হয় না। এজন্য অটো ব্যাক বা ক্লাউড ব্যাকআপ অপশন অফ করে রাখুন।

৫. ফাইল সিস্টেম করাপ্ট

স্টোরেজে সমস্যা থাকলে ফাইল ডিলিট হতে চায় না। বিশেষ করে আপনি গ্যালারির ছবি ডিলিট করতে পারবেন না। এজন্য আপনার স্টোরেজ সমস্যার সমাধান করুন।

গ্যালারি থেকে ছবি ডিলিট না হলে সমাধান

  • Settings → Apps → Gallery → Storage → Clear Cache
  • Google Photos থেকে Sync বন্ধ করুন
  • SD Card খুলে আবার ঢোকান
  • ফোন রিস্টার্ট করুন
  • অন্য File Manager দিয়ে ডিলিট করার চেষ্টা করুন

গ্যালারি থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায়

ভুল করে ছবি ডিলিট হয়ে গেলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। নিচের উপায়গুলো অনুসরণ করলেই আপনি গ্যালারি থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে পারবেন।

১. গ্যালারির Trash বা Recycle Bin চেক করুন

আরো পড়ুনঃ  জিপি মিনিট অফার দেখার কোড ২০২৫

বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে ডিলিট হওয়া ছবি 30 দিন পর্যন্ত Trash এ থাকে। এক্ষেত্রে প্রথমে গ্যালারি অ্যাপ ওপেন করুন। এরপর Trash / Recently Deleted অপশনটিতে যান।

সেখানেই আপনি ডিলিট করা ছবি ফিরে পেতে পারেন। তবে ৩০ দিনের বেশি হয়ে গেলে Trash থেকে ছবি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। এজন্য ছবি ডিলিট করার ৩০ দিন হওয়ার আগেই আপনাকে ছবিটি রিকভারি করতে হবে। 

২. Google Photos থেকে ছবি ফিরিয়ে আনা

Google Photos ব্যবহার করলে সেখানে ডিলিট হওয়া ছবি পাওয়া যেতে পারে। নিম্নের ধাপ গুলো অনুসরণ করুনঃ

  • সবার প্রথমে Google Photos অ্যাপটি ওপেন করুন।
  • এবার Bin অপশনটিতে ক্লিক করুন।
  • এখন আপনার পছন্দমত ছবি ফিরিয়ে আনার জন্য ছবিগুলো সিলেক্ট করে Restore বাটনে ক্লিক করুন।

এভাবে আপনি গুগল ফটোস থেকে ছবি ফিরে পেতে পারেন।

৩. ব্যাকআপ থাকলে রিস্টোর করুন

Google Drive বা অন্য ক্লাউড ব্যাকআপ থাকলে সহজেই ছবি ফেরত পাবেন। এজন্য আপনার মোবাইলে গুগল ড্রাইভে ক্লাউড ব্যাকআপ অপশন চালু থাকতে হবে। এতে করে অটোমেটিক্যালি ছবি ব্যাকআপ হয়ে যাবে। যা আপনি পরবর্তীতে রিকভারি করতে পারবেন।

ডিলিট ফটো রিকভারি অ্যাপ ডাউনলোড ও ব্যবহার

যদি Trash বা Backup এ ছবি না পান, তাহলে ফটো রিকভারি অ্যাপ ব্যবহার করতে পারেন। নিম্নের অ্যাপ গুলো ছবি ও ফাইল রিকভারি করার জন্য খুবই ভালো ভাবে কাজ করে থাকে। 

১. DiskDigger Photo Recovery

  • Root ছাড়াই কাজ করে
  • Internal Memory ও SD Card স্ক্যান করে

২. Dumpster

  • Recycle Bin এর মতো কাজ করে
  • ভবিষ্যতে ডিলিট হওয়া ছবি সহজে রিকভার করা যায়

৩. Photo Recovery – Restore Images

  • সহজ ইন্টারফেস
  • দ্রুত স্ক্যান

কিভাবে ব্যবহার করবেন?

  • Play Store থেকে অ্যাপ ডাউনলোড করুন
  • Storage Permission দিন
  • Scan চালু করুন
  • রিকভার করতে চান এমন ছবি সিলেক্ট করুন
আরো পড়ুনঃ  ২০২৫ সালে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকা দেখে নিন

মেমোরি থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায়

মোবাইল মেমোরি বা SD Card থেকে ছবি ডিলিট হলে নিচের নিয়মগুলো মেনে চলুনঃ

পিসি ব্যবহার করে রিকভারি

আপনি চাইলে কম্পিউটার ব্যবহার করেও ছবি ফিরিয়ে আনতে পারেনঃ 

ফোনটি USB দিয়ে PC তে কানেক্ট করে স্ক্যান করুন।

গুরুত্বপূর্ণ টিপস

  • ডিলিট হওয়ার পর মেমোরি কার্ডে নতুন ডাটা সেভ করবেন না
  • যত দ্রুত সম্ভব রিকভারি অ্যাপ ব্যবহার করুন

শেষ কথা – মেমোরি থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায়

গ্যালারি থেকে ছবি ডিলিট না হওয়া বা ভুল করে ছবি ডিলিট হয়ে যাওয়া দুইটাই খুব সাধারণ সমস্যা। তবে সঠিক নিয়ম ও টুল ব্যবহার করলে ডিলিট হওয়া ছবি আবার ফিরে পাওয়া সম্ভব।

আশা করি এই আর্টিকেলটি আপনার সমস্যার সমাধানে সাহায্য করবে। আরো বিস্তারিত জানতে হলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা আরো অনেকগুলো রিকভারি অ্যাপ সম্পর্কে আলোচনা করব, যেগুলো ব্যবহার করে আপনি মেমোরি কার্ড থেকে ফটো রিকভারি করতে পারবেন। 

Leave a Comment